দানি ওলমো ও পাউ ভিক্তরকে নিবন্ধন করাতে প্রতারণা করেছে বার্সেলোনা—এমন অভিযোগ করেছে লা লিগা কর্তৃপক্ষ। আজ এক বিবৃতিতে লা লিগা কর্তৃপক্ষ বলেছে এই দুই খেলোয়াড়কে নিবন্ধন করতে যে আর্থিক সক্ষমতা দরকার ছিল, বার্সেলোনার সেটি কখনোই ছিল না। এ বিষয়ে স্পেনের স্পোর্টস কাউন্সিল (সিএসডি) সিদ্ধান্ত দেওয়ার কিছুদিন আগেই এমন অভিযোগ করল লা লিগা। তবে বার্সা দাবি করেছে তাদের মাঠের বাইরে হারানোর চেষ্টা চলছে।

গত জানুয়ারিতে বার্সেলোনা জানায় ন্যু ক্যাম্পে নতুন করে বানানো ভিআইপি বক্স বিক্রি করে পাওয়া অর্থ দিয়েই ওলমো ও ভিক্তরকে নিবন্ধন করানোর আর্থিক শর্ত পূরণ করেছে তারা। তখন জানা গিয়েছিল ১০ কোটি ইউরোতে বক্সগুলো বিক্রি করে খেলোয়াড় কেনার নতুন লাইসেন্স পেয়েছে।

এখন লা লিগা বলছে বার্সা অজ্ঞাত এক নিরীক্ষক প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়েছিল ২০২৪ সালের ৩১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ৩ জানুয়ারি পর্যন্ত ক্লাবের আর্থিক হিসাব রাখার। সেই প্রতিষ্ঠানের কাগজপত্র ব্যবহার করেই সে সময় ওলমো ও ভিক্তরকে নিবন্ধন করায় বার্সা।

দানি ওলমোকে নিবন্ধন করাতে গিয়েই ঝামেলায় জড়িয়েছে বার্সেলোনা.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আক্কেলপুরের পেট্রলপাম্প থেকে চুরি যাওয়া ট্রাক পাওয়া গেল জয়পুরহাট শহরে

জয়পুরহাটের আক্কেলপুর পৌর শহরের একটি পেট্রলপাম্প থেকে চুরি হওয়ার এক দিন পর পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট শহরের বাস টার্মিনাল–সংলগ্ন একটি পেট্রলপাম্পের সামনের সড়ক থেকে এটি উদ্ধার করা হয়।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত মঙ্গলবার গভীর রাতে আক্কেলপুরে পৌর শহরের চার মাথা মোড়ের একটি পেট্রলপাম্প থেকে ট্রাকটি চুরি হয়। পরে গতকাল বুধবার বিষয়টি টের পান মালিক।

পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গেছে, আক্কেলপুরের ওই পেট্রলপাম্পে দীর্ঘদিন ধরে ট্রাক ও বাস রাখেন চালকেরা। গত মঙ্গলবার রাতে মেসার্স রেখা পরিবহন নামের একটি ট্রাক সেখানে রাখেন চালক হাসান আলী। গতকাল সকালে তিনি দেখেন, ট্রাকটি আর সেখানে নেই। পরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে ট্রাকটি চুরি করে নিয়ে যাচ্ছেন অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি।
এ ঘটনায় ট্রাকটির মালিক মশিউর রহমান বাদী হয়ে থানায় একটি মামলা করেন। আজ সকালে জয়পুরহাট শহরের বাস টার্মিনাল এলাকায় উদয় পেট্রলপাম্পের সামনের সড়কে পরিত্যক্ত অবস্থায় ওই ট্রাক দেখতে পাওয়া যায়। মালিক সেখানে গিয়ে ট্রাকটি শনাক্ত করলে আক্কেলপুর থানা-পুলিশ সেটি জব্দ করে থানায় নিয়ে যায়।

মশিউর রহমান বলেন, ‘কে বা কারা আমার চুরি হওয়া ট্রাকটি জয়পুরহাট শহরের উদয় পেট্রলপাম্পের সামনে ফেলে রেখে চলে গেছে। পুলিশ গিয়ে ট্রাকটি নিয়ে গেছে।’

সম্পর্কিত নিবন্ধ