দায়ের কোপে যুবকের মৃত্যু, লাইফ সাপোর্টে মা
Published: 4th, April 2025 GMT
চট্টগ্রামের ফটিকছড়িতে দায়ের কোপে আহত হয়ে চিকিৎসাধীন এক যুবকের মৃত্যু হয়েছে। তাঁর নাম মো. মাসুম (৩৫)। তিনি উপজেলার ভুজপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম ভুজপুর ফকিরা বন গ্রামের বাসিন্দা। আজ শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। নিহত মাসুমের মা জুলেখা খাতুনও দায়ের কোপে আহত অবস্থায় হাসপাতালটিতে লাইফ সাপোর্টে রয়েছেন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে মাসুম ও তাঁর মা জুলেখাকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মাসুমের বড় ভাই মো.
স্থানীয় বাসিন্দারা জানান, পারিবারিক জমি নিয়ে দুই ভাই ইয়াছিন ও মাসুমের সঙ্গে কয়েক বছর ধরে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার বিকেলে রান্নাঘরে পাতার বস্তা রাখা নিয়ে ইয়াছিনের স্ত্রীর সঙ্গে মাসুমের ঝগড়া হয়। তখন ইয়াছিন ঘরে ছিলেন না। ঝগড়ার বিষয়টি স্ত্রীর কাছ থেকে শোনার পর ইয়াছিন ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে দা দিয়ে কুপিয়ে তাঁর ছোট ভাই মাসুম ও মা জুলেখা খাতুনকে কুপিয়ে আহত করেন। এ সময় প্রতিবেশীরা এসে আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে দুজনকে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
জানতে চাইলে ফটিকছড়ির ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহবুবুল হক প্রথম আলোকে বলেন, রান্নাঘরে পাতার বস্তা রাখা নিয়ে ঝগড়ার জেরে ভাই ও মাকে কুপিয়ে জখম করেছেন ইয়াছিন। ঘটনার পর থেকে তিনি পলাতক। এ ঘটনায় শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি। মামলার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।
উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।
ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।
এএএম//