দালাল চক্রের খপ্পরে ২৮ জন, ৩ কোটি টাকা আত্মসাৎ
Published: 5th, April 2025 GMT
অস্ট্রেলিয়ায় পাঠানোর কথা বলে ২৮ জনের কাছ থেকে ৩ কোটি ১০ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে। তাদের পাসপোর্ট নিয়েও ফেরত দেয়নি দালাল চক্র। গতকাল শুক্রবার দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুর রহিম মুকুল। লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রায় দুই বছর আগে রহিজ উদ্দিন কাপালী, ছাবাস উদ্দিন কাপালী, সালমা বেগম, শাহ আলম, বাবুল কাপালী ও সিয়াম মিলে অস্ট্রেলিয়া লোক পাঠিয়ে উচ্চ বেতনের চাকরির লোভ দেখায়। পরে কয়েক দফায় ৩ কোটি ১০ লাখ টাকা নেয় তারা। এ সময় পাসপোর্টও নেওয়া হয়। কিন্তু এখন পর্যন্ত পাসপোর্ট ও টাকা ফেরত দেয়নি।
আব্দুর রহিম মুকুলের ভাষ্য, অনেকেই দালাল চক্রের কাছে সর্বস্ব দিয়েছেন। একাধিকবার পাসপোর্ট ও টাকা চেয়েও ফেরত পাওয়া যায়নি। এ ঘটনায় গত ১৫ মার্চ টাঙ্গাইল সদর থানায় অভিযোগ দেওয়া হয়েছে। কিন্তু পুলিশ এখন পর্যন্ত অভিযোগটি আমলে নেয়নি। চালাল চক্রের হোতা রহিজ উদ্দিন কাপালী সপরিবারে পলাতক। তাঁর অভিযোগ, এই দালাল চক্র বিভিন্ন এলাকার লোকজনের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে। চক্রটি যাতে দেশের বাইরে যেতে না পারে সে ব্যাপারে নজর রাখার আহ্বান জানিয়েছেন তিনি। দ্রুত টাকা ও পাসপোর্ট ফেরত পেতে প্রশাসনের সহযোগিতা চান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ভুক্তভোগী এসএম মহিউদ্দিন বাদল, এসএম আশরাফুল হক কনক, অপূর্ব হোসেন, সেলিম রেজা, মাছুম, আকন্দ প্রমুখ।
অভিযোগের ব্যাপারে বক্তব্য জানতে দালাল চক্রের হোতা রহিজ উদ্দিন কাপালীর মোবাইল ফোনে একাধিকবার কল দিয়ে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।
টাঙ্গাইল সদর থানার উপপরিদর্শক শান্ত দেব জানান, অভিযোগটি আমলে নেওয়া হয়েছে। তাঁর অভিযোগের ভিত্তিতে নথিপত্র দেওয়ার কথা ছিল, পরে তা আর দেননি। তবুও অভিযোগটির তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
টাঙ্গাইলে বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা
টাঙ্গাইল সদরের মগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এসএম আনিছুর রহমানকে না পেয়ে তার স্ত্রী লিলি বেগমকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে বাড়ির পাশে ‘লিওন বেকারি’ নামে নিজ প্রতিষ্ঠানেই এই ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার রাতেই এসএম আনিছুর রহমান বাদি হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, কুইজবাড়ী বাজারের কাছে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান উত্তমের বাড়ির পাশেই নিজেদের ‘লিওন বেকারি’ নামে বিস্কুটের ফ্যাক্টরি রয়েছে। প্রতিদিন সন্ধ্যায় নামাজ শেষ করে উত্তম ফ্যাক্টরিতে যেতেন।
মঙ্গলবার সন্ধ্যায় উত্তমের ফ্যাক্টরিতে যেতে দেরি হওয়ায় তার স্ত্রী লিলি আক্তার সেখানে যান। সেসময় কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে লিলিকে কোপাতে থাকে। সেসময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক লিলিকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রেখেছে পুলিশ।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন, “কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে জানা যায়নি। আমরা এ ঘটনায় শোকাহত। জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।”
টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানবীর আহম্মেদ বলেন, “মামলাটি তদন্ত করা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। ময়না তদন্ত শেষে দুপুরের মধ্যে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
ঢাকা/কাওছার/এস