রোনালদোর জোড়া গোলে আল হিলালের বিপক্ষে জয়
Published: 5th, April 2025 GMT
রইল বাকি ৬৯! এটা একটা গোলের মাইলফলকের কাউন্টডাউন। পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো ‘ক্যারিয়ার ১০০০’ গোল পূর্ণ হতে আর মাত্র এই কটা গোল বাকি! শুক্রবার (৪ মার্চ) রাতে সৌদি প্রো লিগে, আল হিলালের বিপক্ষে ৩-১ গোলে জয় পায় আল নাসর। ম্যাচে জোড়া গোল করেন সিআর৭। এই দুই গোলেরে ফলে ৫ বারের ব্যালন ডি-অর জয়ীর ক্যারিয়ার গোল সংখ্যা দাঁড়াল ‘৯৩১’।
রোনালদো সৌদি প্রো লিগে যোগ দেওয়ার পর থেকেই, আল হিলালের বিপক্ষে জয়হীন ছিল আল নাসর। ২০২১ সালের ডিসেম্বরের পর থেকেই নগরপ্রতিদ্বন্দ্বীদের হারাতে পারেনি রোনালদো-সাদিও মানেরা। সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ১০ ম্যাচে আল নাসরের বিপক্ষে অপরাজিত ছিল আল হিলাল। অবশেষে গতরাতে সেই গেরো খুলল স্তেফানো পিওলির দল।
আল হিলালেরে মাঠ কিংডম অ্যারেনায় এগিয়ে থেকেই বিরতিতে যায় আল নাসর। প্রথমার্ধের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে মার্সেলো ব্রজোভিচের অ্যাসিস্ট থেকে অতিথিদের এগিয়ে দেন আলী আলআহসান। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর দুই মিনিটের মাথায় মানের অ্যাসিস্ট থেকে অসাধারণ এক গোল করেন রোনালদো। ম্যাচের ৫২ মিনিটে অবশ্য আল হিলালের আলী আলবুলায়হি এক গোল শোধ করে ম্যাচে ফেরার আভাস দিয়েছিলেন। তবে ৮৮ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করে স্বাগতিকদের ম্যাচ বাঁচানোর আশাতে পানি ঢেলে দেন রোনালদো।
আরো পড়ুন:
ক্রিস্টিয়ানো রোনালদোর ঈদের শুভেচ্ছা
রুদ্ধশ্বাস লড়াই জিতে সেমিফাইনালে পর্তুগাল
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আল হ ল ল র
এছাড়াও পড়ুন:
সবার নজরের বাইরে থাকা চৈতী দেশের জন্য আনল স্বর্ণপদক
একটু বড় হওয়ার পর মেয়েকে দেখে চিন্তায় পড়ে যান মা–বাবা। অন্য শিশুদের মতো বাড়ছে না সে। হাত–পা ছোট, উচ্চতাও থমকে গেছে। পরে বুঝতে পারেন—চৈতী বামন।
যে মেয়েকে নিয়ে একসময় দুশ্চিন্তার পাহাড়ে আটকা পড়েছিল পরিবার, আজ সেই চৈতীই আনন্দের আলো ছড়াচ্ছে। দেশের জন্য প্রথমবারের মতো এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে স্বর্ণপদক এনে দিয়েছে চৈতী রানী দেব।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর গ্রামের শিলু রানী দেব ও সত্য দেবের মেয়ে চৈতীর বয়স ১৩ বছর। উচ্চতা মাত্র ৩ ফুট ৭ ইঞ্চি। কিন্তু তার লক্ষ্য নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া । সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চলমান এশিয়ান ইয়ুথ প্যারা গেমস ২০২৫–এ বর্শা নিক্ষেপ ও ১০০ মিটার দৌড়ে সে জিতে নিয়েছে দুটি স্বর্ণপদক। ৭ ডিসেম্বর এই প্রতিযোগিতা শুরু হয়েছে, চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত।
চৈতীর প্রতিভা আছে। অনুশীলনে সে খুব আন্তরিক। সে কিছু করতে চায়। আশা করছি, ওকে দিয়ে একটা ভালো ফলাফল পাবমেহেদী হাসান, বিকেএসপির প্রধান প্রশিক্ষকচৈতীর স্বর্ণপদক পাওয়ার বিষয়টি দুবাই থেকে প্রথম আলোকে নিশ্চিত করেছেন স্পোর্টস ফর হোপ অ্যান্ড ইনডিপেনডেন্সের (শি) প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী শারমিন ফারহানা চৌধুরী।
যে মেয়েকে সবাই দেখত শুধু উচ্চতায়ভূনবীর দশরথ হাইস্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী চৈতী একসময় গ্রামবাসীর নজরে পড়ত শুধু তার খর্বাকৃতির জন্য। খেলাধুলায় তার যে অসাধারণ প্রতিভা আছে, তা ছিল চোখের আড়ালে।
তবে এই ছবি এখন বদলে গেছে। গ্রামবাসী বাড়িতে এসে খোঁজ নেন। শিক্ষকেরা খেলতে উৎসাহ দেন, ছবি তোলেন। স্কুলে সে এখন ‘তারকা’।
দুবাইয়ে বর্শা নিক্ষেপে স্বর্ণপদক জয়ের পর চৈতী