রাজধানী ঢাকা ও আশপাশের অঞ্চলে এলাকায় বজ্রপাতসহ কালবৈশাখী ঝড় বয়ে যাচ্ছে। আজ রোববার রাত দশটার দিকে কোথাও কোথাও ঝড় শুরু হয়। রাত সাড়ে এগারোটার দিকে ঝড় তীব্র হয়।
রাজধানীতে চলতি বছর এ পর্যন্ত এটাই বড় ঝড় ও বজ্রপাত হতে যাচ্ছে বলে জানান আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক। তিনি প্রথম আলোকে বলেন, রাজধানী ও আশপাশের অঞ্চলে বজ্রপাতসহ কালবৈশাখী ঝড় বয়ে যাচ্ছে।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা যায়, ঘণ্টায় সর্বোচ্চ ৫১ কিলোমিটার বেগে কালবৈশাখী বয়ে যায়। বৃষ্টি হয়েছে ৯ মিলিমিটার।
চলতি এপ্রিল মাসের শুরু থেকেই দেশে বিভিন্ন স্থানে মাঝারি থেকে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে এরই মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় হচ্ছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বকশিশের টাকা ভাগাভাগি নিয়ে হত্যা: সহকর্মীর যাবজ্জীবন
বকশিশের ১০০ টাকা না পেয়ে কাজী মারুফ নামে এক তরুণকে হত্যার ঘটনায় তার সহকর্মীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে কুমিল্লার আদালত। একই সঙ্গে তাকে ২৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
গতকাল বুধবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক মোছা. ফরিদা ইয়াসমিন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি হলেন গোলাম রাব্বী (২২)। তিনি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কৃষ্ণপুর গ্রামের মো. শাহজাহানের ছেলে।
মামলার অভিযোগ ও আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১০ মে সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার এসকে ফিলিং স্টেশনে বকশিশের ১০০ টাকার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে গোলাম রাব্বী নামের এক তরুণ তার সহকর্মী কাজী মারুফে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেলে নেওয়া পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর নিহতের মা মিনুয়ারা বেগম বাদী হয়ে রাব্বীকে একমাত্র আসামি করে সদর দক্ষিণ থানায় হত্যা মামলা দায়ের করেন।