চট্টগ্রামে রিমান্ডের আসামিকে নিয়ে পুলিশের মহড়া
Published: 7th, April 2025 GMT
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে সঙ্গে নিয়ে রাস্তায় মহড়া দিয়েছেন পুলিশ সদস্যরা। হাতকড়া লাগানো সাজ্জাদের পরনে ভেস্ট, মাথায় ছিল হেলমেট। অস্ত্র হাতে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের বিশেষ প্রশিক্ষিত সোয়াত সদস্যরা ছিলেন তার সামনে ও পেছনে। পুলিশ সদস্যরা হ্যান্ডমাইকে সন্ত্রাসীদের সতর্ক করছিলেন। সোমবার নগরীর অক্সিজেন ও রোববার রাউজান উপজেলা এলাকায় এই সন্ত্রাসীকে নিয়ে এভাবেই মহড়া দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। রিমান্ডে থাকা অবস্থায় আসামিকে নিয়ে এভাবে মহড়া দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। তবে পুলিশ বলছে, অস্ত্র উদ্ধারে অভিযান চলছে।
গত ১৫ মার্চ রাতে রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে পাঁচটি খুনসহ ১৭টি মামলা আছে। গ্রেপ্তারের পর ব্যবসায়ী তাহসিন হত্যা মামলায় সাজ্জাদকে সাত দিনের রিমান্ডে নেয় পুলিশ। কিন্তু পুলিশ কোনো অস্ত্র উদ্ধার ও তার সহযোগীদের গ্রেপ্তার করতে পারেনি। রোববার দ্বিতীয় দফায় তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। ওইদিন বিকালে তাকে রাউজান উপজেলায় নিয়ে মহড়া দেওয়া হয়।
আজ বিকেলে নগরীর অক্সিজেন এলাকায় সাজ্জাদকে নিয়ে মহড়া দেওয়ার সময় হ্যান্ডমাইকে পুলিশকে বলতে শোনা যায়, ‘আপনাদের এলাকার শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ ও ছিনতাইকারী ছোট সাজ্জাদকে পুলিশ কমিশনারের নির্দেশে গ্রেপ্তার করেছে সিএমপি। ছোট সাজ্জাদের মতো যদি কোনো সন্ত্রাসী চট্টগ্রামের আনাচে-কানাচে অবস্থান করে থাকে, তাদেরও এমন পরিণতি হবে। রাষ্ট্র কোনোদিন কোনো সন্ত্রাসীর কাছে হার মানবে না। আপনাদের আশপাশে কোনো সন্ত্রাসী যদি মাথাচাড়া দেয়, আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করুন।’
এ প্রসঙ্গে জানতে চাইলে পুলিশের পক্ষ থেকে বলা হয়, অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হয়েছে। এটি মহড়া নয়। যেসব এলাকায় অভিযান চালানো হয়েছে সেগুলো ছিল সাজ্জাদের আস্তানা। তাকে নিয়ে বের হলেই লোকজন জড়ো হয়ে যায়। তার সহযোগীরা যাতে ভয় পায় এ জন্য সচেতনতামূলক মাইকিং করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একাধিক কর্মকর্তা বলেন, আসামিকে রিমান্ডে নিয়ে তথ্য আদায় করা পুলিশের কাজ। এভাবে মাইকিং করে মহড়া দেওয়ার নজির নেই। তার কাছ থেকে তথ্য পেয়ে অস্ত্র উদ্ধার, সহযোগীদের গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডের মোটিভ বের করতে মনোযোগী হওয়া উচিত।
.উৎস: Samakal
কীওয়ার্ড: সহয গ
এছাড়াও পড়ুন:
হাদিকে গুলি: দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে ইউনূসের আহ্বান
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির নেতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। গত শুক্রবার গুলিবিদ্ধ জুলাই অভ্যুত্থানের মুখ শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার প্রেক্ষাপটে এই বৈঠক হয়। ১২ ফেব্রুয়ারি ভোট সামনে রেখে ইউনূস সতর্ক করেন যে, এটি নির্বাচন বানচাল করার পূর্বপরিকল্পিত ষড়যন্ত্র। তিনি প্রশিক্ষিত শুটার ও ক্ষমতাচ্যুত শক্তির বিরুদ্ধে জুলাইপন্থীদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ভুলে এক থাকার আহ্বান জানান।