খুলনার সেই ৩ প্রতিষ্ঠান কবে খুলবে জানেন না কর্মকর্তা-কর্মচারীরা
Published: 8th, April 2025 GMT
হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের পর বন্ধ রয়েছে খুলনা নগরীর কেএফসি, ডোমিনোজ পিজা ও বাটার শোরুম। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে প্রতিষ্ঠান ৩টি। এ ঘটনায় আলাদা ৩টি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় প্রতিষ্ঠান ৩টি আবার কবে চালু হবে তা বলতে পারছেন না কর্মকর্তা-কর্মচারীরা।
নগরীর ময়লাপোতা মোড়ে কেএফসি নামের রেস্টুরেন্টের সামনে দুপুরে গিয়ে দেখা যায়, লাল দড়ি দিয়ে ঘিরে রাখা হয়েছে। দোতলায় কেএফসিতে উঠার সিড়ির সামনে চেয়ারে বসে আছেন কেএফসির কর্মকর্তা-কর্মচারীরা।
তারা জানান, কেএফসিতে যে খাবার ছিল তা লুটপাট হয়েছে, অনেক খাবার বাইরে ফেলে দিয়েছে। এছাড়া সাইনবোর্ড, ভেতরের চেয়ার-টেবিল, ডেস্ক, ক্যাশ কাউন্টার, টিভি, এসি, ফ্রিজসহ সবকিছু ভেঙে তছনছ করে ফেলেছে। ক্যাশ কাউন্টার থেকে টাকা নিয়ে গেছে। প্রতিষ্ঠানটিতে ২৫ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছে।
তারা জানান, বহুতল ভবনটির দোতলায় কেএফসি এবং নিচতলায় ডোমিনোজ পিজাতে ভাঙচুর-লুটপাট চালিয়েছে। তৃতীয় তলায় বেসরকারি সিটি মেডিকেল কলেজের ডেন্টাল বিভাগের গ্লাস ভাঙচুর করেছে। এছাড়া নিচতলায় ডাচ বাংলা ব্যাংকের বুথ লুট করার চেষ্টা করলেও তা পারেনি।
কেএফসির ব্রাঞ্চ ম্যানেজার সুজন মণ্ডল জানান, তাদের কয়েক কোটি টাকা ক্ষতি হয়েছে। ক্ষতি নিরূপণের কাজ চলছে। এ ঘটনায় তারা মামলা করবেন। তবে যে পরিমাণ ক্ষতি হয়েছে তাতে প্রতিষ্ঠানটি আবার কবে নাগাদ চালু হবে তা তিনি বলতে পারছেন না।
ডোমিনোজ পিজা ঘুরে দেখা গেছে, প্রতিষ্ঠানটির কোনো কিছুই স্বাভাবিক অবস্থায় নেই। সব কিছু ভেঙে তছনছ করে দিয়েছে অতি উৎসাহী লোকজন। প্রতিষ্ঠানের ২০/২৫ জন কর্মকর্তা-কর্মচারী প্রতিষ্ঠানের সামনে ঘোরাফেরা করছেন।
প্রতিষ্ঠানের ম্যানেজার মো.
শিববাড়ি মোড়ে বাটার শোরুমে গিয়ে দেখা গেছে, ত্রিপল দিয়ে শোরুমের সামনের অংশ ঢেকে রাখা হয়েছে। কর্মচারীদের সঙ্গে ভেতরে গিয়ে দেখা যায়, চারিদিকে ভাঙা কাচের স্তূপ। ভেঙে দেওয়া আসবাবপত্র ও জুতা-স্যান্ডেল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
বাটার ব্রাঞ্চ ম্যানেজার তৌহিদুল ইসলাম জানান, তাদের ৯০/৯৫ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। তারা মামলা করবেন। তাদের প্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী ৪ জন। প্রতিষ্ঠানটি আবার কবে চালু হবে তা এখনই বলা যাচ্ছে না।
এদিকে ভাঙচুর-লুটপাটের অভিযোগে পুলিশ রাতভর অভিযান চালিয়ে ৩১ জনকে আটক করেছে। তাদেরকে সোনাডাঙ্গা থানায় রাখা হয়েছে।
তবে ভাঙচুরের ঘটনায় পুলিশ নিরীহ কয়েকজনকে আটক করেছে বলে অভিযোগ করেছে তাদের পরিবার। সোনাডাঙ্গা থানা চত্বরে দাড়িয়ে ছোট বয়রা এলাকার বাসিন্দা মনির হোসেন অভিযোগ করে বলেন, আমার অষ্টম শ্রেণি পড়ুয়া ছেলে হৃদয় সোমবার রাতে দাদা বাড়ি থেকে ফিরছিল। রাত ১২টার দিকে নিউমার্কেট এলাকা থেকে পুলিশ ধরে নিয়ে এসেছে।
একই এলাকার বাসিন্দা আমির হোসেন বলেন, আমার ছেলে ইরফানকে রাতে পুলিশ আটক করেছে। সে অষ্টম শ্রেণিতে পড়ে। সে কোনো ভাঙচুরের সঙ্গে জড়িত ছিল না।
নগরীর টুটপাড়া মহিরবাড়ি খালপাড় এলাকার বাসিন্দা রিকশা চালক আশরাফুলকেও কোনো কারণ ছাড়াই পুলিশ আটক করেছে বলে স্ত্রীসহ তার পরিবারের সদস্যদের অভিযোগ।
অভিযোগ অস্বীকার করে সোনাডাঙ্গা থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, ভিডিও এবং ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের আটক করা হয়েছে। নিরীহ কাউকে আটক করা হয়নি।
খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দার বলেন, ছবি ও ভিডিও ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, ইসরায়েল বিরোধী বিক্ষোভের পর গত সোমবার সন্ধ্যায় ‘বিক্ষুব্ধ লোকজন’ নগরীর ময়লাপোতা মোড়ে কেএফসিতে ও ডোমিনোজ পিজায় ভাঙচুর ও লুটপাট চালায়। এরপর নগরীর শিববাড়ি মোড়ে বাটার শোরুমে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।
উৎস: Samakal
কীওয়ার্ড: কর মকর ত ল টপ ট র স মন ক এফস ঘটন য় নগর র
এছাড়াও পড়ুন:
আজ মুখোমুখি শ্রীলঙ্কা-আফগানিস্তান, যে ম্যাচে ঝুলছে বাংলাদেশের ভাগ্য
এশিয়া কাপে আজকের রাত যেন এক নাটকীয় অধ্যায়। ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে আবুধাবির মাঠে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হওয়া এই লড়াই কেবল দুই দলের নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের ভাগ্যও। কোটি টাইগার সমর্থক তাই আজ তাকিয়ে থাকবে টিভি পর্দায়। কারণ, এই ম্যাচেই নির্ধারিত হবে, বাংলাদেশ কি সুপার ফোরে উড়াল দেবে, নাকি গ্রুপ পর্বেই শেষ হবে স্বপ্নযাত্রা।
গ্রুপের সমীকরণ এখন টানটান নাটকের মতো। তিন ম্যাচে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে শ্রীলঙ্কা। সমান ৪ পয়েন্ট থাকলেও রান রেটে পিছিয়ে দ্বিতীয় স্থানে বাংলাদেশ। আফগানিস্তানের ঝুলিতে আছে ২ পয়েন্ট; এক জয় ও এক হারের ফল। হংকং অবশ্য তিন ম্যাচেই হেরে অনেক আগেই বিদায় নিয়েছে।
আরো পড়ুন:
আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান
আরব আমিরাতকে ১৪৭ রানের টার্গেট দিল পাকিস্তান
এখন হিসাবটা এমন—
আফগানিস্তান হেরে গেলে বাংলাদেশ নিশ্চিতভাবেই সুপার ফোরে।
আফগানিস্তান জিতলে সমীকরণ জটিল হবে। তখন শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাংলাদেশের পয়েন্ট সমান ৪ হলেও নেট রান রেটে স্পষ্ট এগিয়ে থাকবে আফগানরা (২.১৫০)। শ্রীলঙ্কার রান রেট ১.৫৪৬, আর বাংলাদেশ অনেক পিছিয়ে -০.২৭০-তে।
অর্থাৎ আফগানিস্তান যদি জেতে, তবে বাংলাদেশকে তাকিয়ে থাকতে হবে এক অসম্ভব সমীকরণের দিকে। সেটা হলো- লঙ্কানদের অন্তত ৭০ রানের ব্যবধানে হারতে হবে এবং তা করতে হবে ৫০ বল হাতে রেখে। অন্যথায় রান রেটের খেলায় পিছিয়েই থাকতে হবে টাইগারদের। তবে বৃষ্টি যদি হানা দেয় কিংবা ম্যাচ কোনো কারণে পরিত্যক্ত হয়, তাহলে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দু’দলই নিশ্চিতভাবেই চলে যাবে সুপার ফোরে।
ম্যাচকে ঘিরে দুই শিবিরেই চাপ-উত্তেজনার আবহ। আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার গুলবাদিন নাইব মনে করেন, চাপটা আসলে শ্রীলঙ্কার ওপরই বেশি, “আমরা এসব টুর্নামেন্ট খেলতে অভ্যস্ত, আমাদের কোনো চাপ নেই। শ্রীলঙ্কা ভালো দল ঠিকই, তবে তারাও চাপে থাকবে। আমার মনে হয় দারুণ একটা ম্যাচ হবে।”
অন্যদিকে শ্রীলঙ্কার অলরাউন্ডার দাসুন শানাকা বাংলাদেশ প্রসঙ্গ টেনে বলেন, “প্রতিটি ম্যাচই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। হ্যাঁ, বাংলাদেশের সমর্থকরা আমাদের জয়ের জন্য অপেক্ষা করছে। আমরাও জয়ের লক্ষ্যেই মাঠে নামব।”
হংকংয়ের বিপক্ষে জিতলেও শ্রীলঙ্কাকে ঘাম ঝরাতে হয়েছিল। সেই অভিজ্ঞতা বলছে, আফগানিস্তানের বিপক্ষে জয়টা সহজ হবে না তাদের জন্যও। শেষ পর্যন্ত কারা হাসবে জয়ের হাসিতে, আর কোন সমীকরণে দাঁড়াবে বাংলাদেশের ভাগ্য; এই প্রশ্নের উত্তরই দেবে আজকের আবুধাবির রাত।
ঢাকা/আমিনুল