লাল গ্রহ মঙ্গল নিয়ে আমাদের জানার অনেক আগ্রহ। ইলন মাস্কের মতো অনেক প্রযুক্তিবিদ ২০৩০ সালে মঙ্গলের বুকে মানুষের পদচিহ্ন আঁকার চেষ্টা করছেন। দূর থেকে মঙ্গল গ্রহের উপরিভাগকে একটি খালি লাল মরুভূমির মতো দেখায়। একটু ভালোভাবে সেই পৃষ্ঠে তাকালে অদ্ভুত সব কাঠামো দেখা যায়। এসব কাঠামো সেখানকার প্রাচীন কোনো সভ্যতার ধ্বংসাবশেষ বলে মনে করেন দ্য কাইডোনিয়া ইনস্টিটিউট নামে পরিচিত মঙ্গল গ্রহসংক্রান্ত গবেষণা দলের প্রতিষ্ঠাতা জর্জ জে.

হাস।

জর্জ জে. হাস নিজের লেখা নতুন বই ‘দ্য গ্রেট আর্কিটেক্টস অব মার্স’–এ মঙ্গল গ্রহের পৃষ্ঠের বিভিন্ন কাঠামোর কয়েক ডজন ছবি বিশ্লেষণ করেছেন। তাঁর ধারণা, মঙ্গল গ্রহে থাকা পিরামিড থেকে শুরু করে তোতাপাখির মতো দেখতে কাঠামোগুলো কোনো এক সময়ের জাঁকজমকপূর্ণ শহরের। তবে লিংকন বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী রবিন ক্রেমার বলেন, ‘কখনো কখনো আমরা কল্পনায় এমন মুখ দেখি যা আসলে নেই। মুখের মতো নকশা লক্ষ করলে এমনটা মনে হয়। কোনো গাড়ির সামনের দিক বা পোড়া ব্রেডের টোস্টের দিকে তাকালে মানুষের মুখ দেখতে পারেন। একে ফেস প্যারেডোলিয়া বলা হয়। আমাদের মস্তিষ্ক অন্য কোনো কাঠামোকে মানুষের চেহারা বা মুখের মতো মনে করে ভুল করে। মঙ্গলের অনেক কাঠামো দেখে এমন মনে হয়।’

আরও পড়ুনঅন্য সব গ্রহে নতুন বছরের হিসাব কেমন৩১ ডিসেম্বর ২০২৪মঙ্গল গ্রহে চাবির মতো কাঠামো

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

রেকর্ড গড়েই জিততে হবে ইংল্যান্ডকে

হেডিংলিতে সিরিজ শুরুর ম্যাচটি দুর্দান্ত এক রান তাড়ায় জিতেছিল ইংল্যান্ড। ৩৭১ রানের লক্ষ্য ইংল্যান্ড পেরিয়েছিল ৫ উইকেট হাতে রেখেই।

সিরিজের শেষটাও কি শুরুর মতোই করতে পারবে ইংলিশরা? প্রথম টেস্টের মতো শেষ টেস্টেও যে ম্যাচ জিততে বড় রানই তাড়া করতে হবে ইংল্যান্ডকে, গড়তে হবে নতুন ইতিহাসও। ৩৭৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ১ উইকেটে ৫০ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করেছে ইংল্যান্ড। বেন ডাকেট ৩৪ রান নিয়ে উইকেটে আছেন।

যশস্বী জয়সোয়ালের সেঞ্চুরি উদ্‌যাপন

সম্পর্কিত নিবন্ধ