মঙ্গল গ্রহে থাকা অদ্ভুত কাঠামো কি প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষ
Published: 8th, April 2025 GMT
লাল গ্রহ মঙ্গল নিয়ে আমাদের জানার অনেক আগ্রহ। ইলন মাস্কের মতো অনেক প্রযুক্তিবিদ ২০৩০ সালে মঙ্গলের বুকে মানুষের পদচিহ্ন আঁকার চেষ্টা করছেন। দূর থেকে মঙ্গল গ্রহের উপরিভাগকে একটি খালি লাল মরুভূমির মতো দেখায়। একটু ভালোভাবে সেই পৃষ্ঠে তাকালে অদ্ভুত সব কাঠামো দেখা যায়। এসব কাঠামো সেখানকার প্রাচীন কোনো সভ্যতার ধ্বংসাবশেষ বলে মনে করেন দ্য কাইডোনিয়া ইনস্টিটিউট নামে পরিচিত মঙ্গল গ্রহসংক্রান্ত গবেষণা দলের প্রতিষ্ঠাতা জর্জ জে.
জর্জ জে. হাস নিজের লেখা নতুন বই ‘দ্য গ্রেট আর্কিটেক্টস অব মার্স’–এ মঙ্গল গ্রহের পৃষ্ঠের বিভিন্ন কাঠামোর কয়েক ডজন ছবি বিশ্লেষণ করেছেন। তাঁর ধারণা, মঙ্গল গ্রহে থাকা পিরামিড থেকে শুরু করে তোতাপাখির মতো দেখতে কাঠামোগুলো কোনো এক সময়ের জাঁকজমকপূর্ণ শহরের। তবে লিংকন বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী রবিন ক্রেমার বলেন, ‘কখনো কখনো আমরা কল্পনায় এমন মুখ দেখি যা আসলে নেই। মুখের মতো নকশা লক্ষ করলে এমনটা মনে হয়। কোনো গাড়ির সামনের দিক বা পোড়া ব্রেডের টোস্টের দিকে তাকালে মানুষের মুখ দেখতে পারেন। একে ফেস প্যারেডোলিয়া বলা হয়। আমাদের মস্তিষ্ক অন্য কোনো কাঠামোকে মানুষের চেহারা বা মুখের মতো মনে করে ভুল করে। মঙ্গলের অনেক কাঠামো দেখে এমন মনে হয়।’
আরও পড়ুনঅন্য সব গ্রহে নতুন বছরের হিসাব কেমন৩১ ডিসেম্বর ২০২৪মঙ্গল গ্রহে চাবির মতো কাঠামোউৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ, সারা দেশে ৮টি কেন্দ্রে
ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে। এ প্রশিক্ষণের মেয়াদ দুই মাস। প্রশিক্ষণটি আগামী ১২ অক্টোবর শুরু হবে, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। প্রশিক্ষণ শেষে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রত্যেক শিক্ষার্থীকে সরকারি সনদ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ৯ অক্টোবরের মধ্যে ইমাম প্রশিক্ষণ একাডেমিতে আবেদন করতে হবে।
প্রশিক্ষণের বিষয়১. বেসিক কম্পিউটার,
২. অফিস অ্যাপ্লিকেশন ও ইউনিকোড বাংলা,
৩. ইন্টারনেট,
৪. গ্রাফিক ডিজাইন,
৫. ফ্রিল্যান্সিং,
৬. মার্কেটপ্লেস ও কনসালটিং।
আরও পড়ুনহার্ভার্ড এনভায়রনমেন্টাল ফেলোশিপ, দুই বছরে ১ লাখ ৮৫ হাজার ডলার১১ সেপ্টেম্বর ২০২৫আবেদনের যোগ্যতা১. ন্যূনতম দাখিল বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে,
২. হাফেজদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে,
৩. উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে,
৪. প্রার্থীকে কম্পিউটার চালনায় বেসিক জ্ঞান থাকতে হবে,
৫. যাঁদের নিজস্ব কম্পিউটার আছে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।
ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে।যে ৮টি কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া হবে১. ঢাকা,
২. চট্টগ্রাম,
৩. রাজশাহী,
৪. খুলনা,
৫. বরিশাল,
৬. সিলেট,
৭. দিনাজপুর,
৮. গোপালগঞ্জ।
আরও পড়ুনবিনা মূল্যে ২ লাখ টাকার প্রশিক্ষণ, নন-আইটি স্নাতক শিক্ষার্থীদের সুযোগ ৭ ঘণ্টা আগেদরকারি কাগজপত্র১. শিক্ষাগত যোগ্যতার সব সনদের সত্যায়িত ফটোকপি,
২. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি,
৩. এক কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি জমা দিতে হবে,
৪. ইমামদের ক্ষেত্রে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনারের কাছ থেকে নেওয়া ইমামতির প্রমাণপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে,
৫. মাদ্রাসাছাত্রদের ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে ছাত্রত্ব প্রমাণের কপি জমা দিতে হবে।
নিবন্ধন ফিমনোনীত প্রার্থীদের নিবন্ধন ফি হিসেবে ৫০০ টাকা দিতে হবে।
দেশের ৮টি প্রশিক্ষণকেন্দ্রে এ প্রশিক্ষণ দেওয়া হবে