জিতলেই সরাসরি ফেডারেশন কাপের ফাইনালে—এমন সমীকরণ সামনে নিয়েই আজ কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেড।

কোন দল পাবে ফাইনালের টিকিট, সেই উত্তর মেলেনি নির্ধারিত ৯০ মিনিট শেষে। ১০ জন নিয়েও গোল শোধ করে ম্যাচটা অতিরিক্ত সময়ে নিয়ে যায় পিছিয়ে পড়া আবাহনী। স্কোরলাইন দাঁড়ায় ১-১।

কিন্তু অতিরিক্ত ৩০ মিনিটেও দুই দলকে আলাদা করা যায়নি। টাইব্রেকারে প্রথম শটে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত গোলকিপার মিতুল মারমার নেপুণ্যে ৪-২ গোলে কিংসকে হারিয়ে ফাইনালে উঠে গেছে আবাহনী।

টাইব্রেকারের ঠিক আগে গোলকিপার আনিসুর রহমান জিকোকে মাঠে নামান কিংস কোচ ভালেরিউ তিতা। প্রথম শটেই আনিসুর আটকে দেন আবাহনীর জাফর ইকবালের দুর্বল শট। আবাহনীর হয়ে দ্বিতীয় ও তৃতীয় শটে লক্ষ্য ভেদ করেন দুই বিদেশি রাফায়েল ও এমেকা। কিংসের জোনাথন, মোরছালিনও গোল  করেন।

কিন্তু কিংসের রাব্বি হোসেনের তৃতীয় শট আটকে দিয়ে আবাহনীকে ম্যাচে ফেরান গোলকিপার মিতুল মারমা। কিংসের চতুর্থ শট বারের ওপর দিয়ে মারেন নবাগত ব্রাজিলিয়ান ডিফেন্ডার ডেসিয়েল এলিস ডস সান্তোস। পঞ্চম শটে ইব্রাহিম গোল করে আবাহনীকে নিয়ে যান ফাইনালে। ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন মিতুল।

আজই ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ালিফায়ারে পিছিয়ে পড়েও ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। এই ম্যাচও ৯০ মিনিট শেষে ১-১ ছিল। অতিরক্তি সময়ে গাম্বিয়ার ফরোয়ার্ড সলোমন কিংয়ের মহামূল্যবান গোলে ২-১ ব্যবধানে জিতেছে রহমতগঞ্জ। ম্যাচসেরাও হয়েছেন বাংলাদেশের ঘরোয়া ফুটবলে ফিরে আসা সলোমন কিং।

এই ম্যাচ জেতায় ফাইনালে ওঠার একটা সুযোগ থাকছে রহমতগঞ্জের সামনে। আগামী মঙ্গলবার তৃতীয় কোয়ালিফায়ারে কিংসের সঙ্গে লড়বে পুরান ঢাকার দলটি। সেই ম্যাচের জয়ী দলের সঙ্গে ২২ এপ্রিল ফাইনালে খেলবে আবাহনী, ২০২৩ সালের পর আবার ফেডারেশন কাপের ফাইনালে উঠল তারা।

কিংস-আবাহনী ম্যাচের প্রথমার্ধে ছিল কার্ডের ছড়াছড়ি, যার মধ্যে একটি লাল কার্ড। ৪২ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আবাহনীর সেন্টার ব্যাক আসাদুজ্জামান বাবলু। মিডফিল্ডার রবিউলকে তুলে কোচ মাঠে পাঠান ডিফেন্ডার শাকিল হোসেনকে। কিন্তু ৫৬ মিনিটে ভুল করে বসে রক্ষণ। এই সময় গোল উপহার দিয়েছে তারা প্রতিপক্ষকে।

কিংসের ব্রাজিলিয়ান মিডফিল্ডার জোনাথনের আপাত নীরিহ ক্রসে ফ্লিক করে বল জালে পাঠান মজিবর রহমান জনি। মিতুল  দাঁড়িয়ে ছিলেন। তাঁর পাশে ছিলেন শাকিল। বলটা কে ধরবেন, সেই দ্বিধাতেই গোলটা হয়ে যায়। এরপর ব্যবধান বাড়ানোর চেষ্টা করে গেছে কিংস। কিন্তু ১০ জনের প্রতিপক্ষের বিপক্ষে যতটা নিয়ন্ত্রণ নেওয়ার কথা, ততটা নিতে পারেনি লাল জার্সিধারীরা। ১০ জনের দলকে হারাতে না পারা কিংসের বড় ব্যর্থতাই।

উল্টো ৮৩ মিনিটে রাফায়েলের ফ্রি–কিক থেকে আবাহনী ম্যাচে ফেরে। আবার ফিরে এসে প্রথম ম্যাচেই ঝলক দেখান ব্রাজিলিয়ান মিডফিল্ডার। কিংস গোলকিপার মেহেদি হাসান শ্রাবণ বল ফিস্ট করেন। ফিরতি বল আলতো টোকায় জালে পাঠান বদলি ফরোয়ার্ড আরমান ফয়সাল আকাশ।

মধ্যবর্তী দলবদলে আবাহনী শক্তি বাড়ালেও চোটের কবলে পড়ে কিছুটা শক্তি হারিয়েছে কিংস। ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী দলে নেই। সদ্য বাবা হওয়া মিডফিল্ডার মিগুয়েল ফেরেইরাও ব্রাজিল থেকে ফেরেননি। আর্জেন্টিনার স্ট্রাইকার লেসকানো দলেই ছিলেন না। সব মিলিয়ে কিংসের খেলার ধার কমে গেছে অনেকটাই। চলতি মৌসুমে তারা দুবার হেরেছে আবাহনীর কাছে। যদিও আজকের ম্যাচটার ফল লেখা থাকবে ড্র।

গত ডিসেম্বরেই প্রিমিয়ার লিগে শতভাগ স্থানীয় খেলোয়াড় নিয়েই কিংসকে হারিয়েছিল মারুফুল হকের দল। সেটি ছিল প্রিমিয়ার লিগে আট হার আর দুই ড্রয়ের পর কিংসের বিপক্ষে আবাহনীর প্রথম জয়। সেই একই মাঠেও আবাহনী আজ দুই বিদেশি—ব্রাজিলিয়ান রাফায়েল ও  এমেকাকে নিয়ে ট্রাইব্রেকারে কিংসকে হারিয়ে হাসি ফোটাল সমর্থকদের মুখে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ফ ইন ল প রথম

এছাড়াও পড়ুন:

হাদিকে গুলির ঘটনা আ.লীগের নির্বাচনবিরোধী ছকের অংশ: নাহিদ

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলির ঘটনা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নির্বাচনবিরোধী ছকের অংশ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি।

আরো পড়ুন:

জুলাই অভ্যুত্থানকে নস্যাতের ষড়যন্ত্র রুখে দিতে ঐক্যবদ্ধ অবস্থান

দুর্নীতি-সন্ত্রাসের অভিযোগ পেলে প্রার্থিতা বাতিল: নাহিদ 

নাহিদ ইসলাম বলেন, “হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা নয়, আওয়ামী লীগের নির্বাচনবিরোধী ছকের অংশ।”

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে নরমালাইজ করার চেষ্টা চলছে অভিযোগ করে তিনি বলেন, “আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসিত করার চেষ্টা দেখছি।”

এনসিপির আহ্বায়ক বলেন, “প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় সব জায়গায় আওয়ামী লীগকে প্রতিহত করা, প্রশাসনিকভাবে প্রতিহত করা এবং ভারতের হস্তক্ষেপ বন্ধ করার কথা বলেছি।”

পতিতরা নির্বাচন ঠেকাতে চাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “সবাইকে দায়িত্ব নিয়ে নির্বাচনি পরিবেশ ফেরাতে হবে।”

নাহিদ বলেন, “আমরা সর্বাত্মকভাবে জাতীয় ঐক্য ধরে রাখব বলেছি। হামলাকারী ও পরিকল্পনাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছি।”

এর আগে সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে করেছে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৈঠকে তিনটি দলের দুজন করে প্রতিনিধি অংশ নেন।

বিএনপির প্রতিনিধি দলে ছিলেন-দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলে ছিলেন-দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

এছাড়া এনসিপির প্রতিনিধিদলে ছিলেন- দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।

ঢাকা/রায়হান/সাইফ

সম্পর্কিত নিবন্ধ