ফিলিস্তিনে গনহত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
Published: 8th, April 2025 GMT
ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গনহত্যার নিন্দা ও প্রতিবাদ কর্মসূচি অংশ হিসেবে সোনারগাঁ সরকারি কলেজ ছাত্রদল ও কাজী ফজলুল হক উইমেন্স কলেজ শাখা ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা সোনারগাঁ সরকারি কলেজ ও সোনারগাঁ কাজী ফজলুল হক উইমেন্স কলেজ ক্যাম্পাসে পৃথকভাবে ইসরায়েলি পন্য বয়কট করার আহবান জানিয়ে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদলের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে সোনারগাঁ কাজী ফজলুল হক উইমেন্স কলেজ শাখা সভাপতি সুমাইয়া আক্তার সাদিয়া'র নেতৃত্বে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মামুন মাহমুদ তিনি বলেন, "গনহত্যাকারী ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় হাজার হাজার নিরপরাধ শিশু নারী ও বৃদ্ধ শাহাদাত বরণ করেছেন আমরা এর তীব্র নিন্দা জানাই"।
মিছিল পূর্ব অবস্থান কর্মসূচিতে জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি ওয়াহেদ বিন ইমতিয়াজ বকুল বলেন, "পৃথিবীর মানচিত্র থেকে ফিলিস্তিনের নাম মুছে ফেলতে মানবতা বিরোধী আগ্রাসন চালাচ্ছে ইজরায়েল আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই"।
এসময় সোনারগাঁ সরকারি কলেজের শতাধিক শিক্ষার্থীদের কে নিয়ে বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন কলেজ শাখার সভাপতি প্রার্থী আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক প্রার্থী ভুবন মিয়া।
মিছিলটি ক্যাম্পাস থেকে মোগরাপাড়া বাজার হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে
মোগরাপাড়া চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স ন রগ ও ন র য়ণগঞ জ ছ ত র দল ছ ত রদল স ন রগ
এছাড়াও পড়ুন:
সিএসই-৫০ সূচক সমন্বয়, কার্যকর ১১ নভেম্বর
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসই-৫০ সূচক সমন্বয় করা হয়েছে। সিএসইতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরমেন্সের ভিত্তিতে এ সূচক সমন্বয় করা হয়।
সমন্বিত সূচকে তিনটি কোম্পানি নতুনভাবে যুক্ত হয়েছে। আর বাদ পড়েছে তিনটি কোম্পানি। সমন্বয় পরবর্তী সূচক আগামী ১১ নভেম্বর থেকে কার্যকর হবে।
আরো পড়ুন:
ডিএসইতে সূচক কমলেও সিএসইতে বেড়েছে
কমোডিটি এক্সচেঞ্জ পরীক্ষামূলক চালু ডিসেম্বরে, নতুন দিগন্ত উন্মোচনের অপেক্ষা
সোমবার (৩ নভেম্বর) সিএসই থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তথ্য মতে, সিএসই-৫০ সূচকে নতুন করে যুক্ত হওয়া কোম্পানিগুলো হলো- বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি, মারিকো বাংলাদেশ লিমিটেড এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি।
আর ওই সূচক থেকে বাদ যাওয়া কোম্পানিগুলো হলো- এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ পিএলসি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি এবং সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি।
উল্লেখ, সিএসই-৫০ ইনডেক্স এ অর্ন্তভুক্ত কোম্পানিগুলোর মূলধন বাজারের মোট নিবন্ধিত কোম্পানিগুলোর মূলধনের শতকরা প্রায় ৭২.৭৪ ভাগ, ফ্রি-ফ্লোট বাজার মূলধন সব নিবন্ধিত কোম্পানিগুলোর ফ্রি-ফ্লোট বাজার মূলধনের শতকরা ৭০.৯৮ ভাগ এবং সব নিবন্ধিত কোম্পানিগুলোর বিগত ছয় মাসের (৩০ জুন, ২০২৫ পর্যন্ত) অ্যাভারেজ ডেইলি টার্নওভার ৪৯.১২ ভাগ।
ঢাকা/এনটি/মেহেদী