ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গনহত্যার নিন্দা ও প্রতিবাদ কর্মসূচি অংশ হিসেবে সোনারগাঁ সরকারি কলেজ ছাত্রদল ও কাজী ফজলুল হক উইমেন্স কলেজ শাখা ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। 

মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা সোনারগাঁ সরকারি কলেজ ও সোনারগাঁ কাজী ফজলুল হক উইমেন্স কলেজ ক্যাম্পাসে পৃথকভাবে ইসরায়েলি পন্য বয়কট করার আহবান জানিয়ে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদলের নেতাকর্মীরা। 

বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে সোনারগাঁ কাজী ফজলুল হক উইমেন্স কলেজ শাখা সভাপতি সুমাইয়া আক্তার সাদিয়া'র নেতৃত্বে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মামুন মাহমুদ তিনি বলেন, "গনহত্যাকারী ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় হাজার হাজার নিরপরাধ শিশু নারী ও বৃদ্ধ শাহাদাত বরণ করেছেন আমরা এর তীব্র নিন্দা জানাই"।

মিছিল পূর্ব অবস্থান কর্মসূচিতে জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি ওয়াহেদ বিন ইমতিয়াজ বকুল বলেন, "পৃথিবীর মানচিত্র থেকে ফিলিস্তিনের নাম মুছে ফেলতে মানবতা বিরোধী আগ্রাসন চালাচ্ছে ইজরায়েল আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই"।

এসময় সোনারগাঁ সরকারি কলেজের শতাধিক শিক্ষার্থীদের কে নিয়ে বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন কলেজ শাখার সভাপতি প্রার্থী আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক প্রার্থী ভুবন মিয়া।

মিছিলটি ক্যাম্পাস থেকে মোগরাপাড়া বাজার হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে
মোগরাপাড়া চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স ন রগ ও ন র য়ণগঞ জ ছ ত র দল ছ ত রদল স ন রগ

এছাড়াও পড়ুন:

বেড়েছে মাছ, মুরগি ও ডিমের দাম

উৎপাদন ও বাজারে সরবরাহ কম থাকায় বেড়েছে ডিমের দাম। বিক্রেতারা বলছেন, উৎপাদন কম হওয়ায় খামারিরা মুরগি বিক্রি করে দিচ্ছেন এবং টানা বৃষ্টিপাতের জন্য সরবরাহ ব্যাহত হচ্ছে।

শুক্রবার (১ আগস্ট) রাজধানীর নিউ মার্কেট, রায়েরবাজারসহ গুরুত্বপূর্ণ বাজারগুলো ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত সপ্তাহে ফার্মের মুরগির ডিম বিক্রি হয়েছে প্রতি ডজন ১২০ টাকায়, এ সপ্তাহে তা বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকায়। সেই হিসেবে ডিমের দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা।

সবজির দাম স্বাভাবিক
এ সপ্তাহে বাজারে টমেটো ছাড়া অন্যান্য সবজির দাম স্বাভাবিক আছে। গত সপ্তাহে টমেটো বিক্রি হয়েছিল ১২০ থেকে ১৩০ টাকায়, এ সপ্তাহে বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। কাঁচামরিচ ২০০ টাকা, শশা ৭০ টাকা, বেগুন ৭০ থেকে ৮০ টাকা, করলা ৭০ টাকা, গাজর (দেশি) ১২০ থেকে ১৩০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, বরবটি ৭০ থেকে ৮০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, পটল ৫০ টাকা, কাকরোল ৬০ টাকা, কচুরমুখী ৬০ টাকা, প্রতিটি পিস জালি কুমড়া ৫০ টাকা এবং লাউ ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

মুদিবাজারে চালসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল আছে। তবে, পেঁয়াজের দাম সামান্য বেড়েছে। এ সপ্তাহে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। গত সপ্তাহে ৫৫ টাকায় কেজিতে বিক্রি হয়েছে। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়। রসুন ১৮০ থেকে ২০০ টাকা এবং দেশি আদা ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।

বেড়েছে মাছ ও মুরগির দাম
বিক্রেতারা বলছেন, নদীতে পানি বৃদ্ধির জন্য জেলেদের জালে মাছ কম ধরা পড়ছে এবং উজানের পানিতে খামারিদের পুকুর ও ঘের তলিয়ে যাওয়ায় মাছের দাম বেড়েছে। বাজারে এখন মাঝারি সাইজের চাষের রুই মাছ বিক্রি হচ্ছে ৩০০ থেকে থেকে ৩৫০ টাকায়। চাষের পাঙাসের কেজি ২০০ থেকে ২২০ টাকা, তেলাপিয়া ২০০ থেকে ২২০ টাকা, মাঝারি সাইজ কৈ মাছ ২৫০ থেকে ২৮০ টাকা, দেশি শিং ৬৫০ থেকে ৭০০ টাকা, বড় সাইজের পাবদা ৬০০ টাকা, চিংড়ি ৭০০ থেকে ৮০০ টাকা, দেশি পাঁচমিশালি ছোট মাছ ৬০০ টাকা এবং এক কেজির বেশি ওজনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৬০০ টাকায়।

এ সপ্তাহে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে  ১৭০ থেকে ১৮০ টাকা, যা গত সপ্তাহ ছিল ১৫০ থেকে ১৬০ টাকা। সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকায়। গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ১৫০ থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

ঢাকা/রায়হান/রফিক 

সম্পর্কিত নিবন্ধ