ঘর থেকে তুলে নিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ, ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে গণপিটুনি
Published: 9th, April 2025 GMT
নোয়াখালীর বেগমগঞ্জে ঘর থেকে তুলে নিয়ে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত যুবককে মারধর করে পুলিশে সোপর্দ করেছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে।
আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান।
আটক মো.
পুলিশ ও স্থানীয়রা জানান, অভিযুক্ত কবির ওষুধ কোম্পানিতে চাকরি করেন। তিনি উপজেলার চৌমুহনী পৌরসভায় বাসা ভাড়া নিয়ে বসবাস করেন। ভুক্তভোগী শিশু তার মা-বাবার সঙ্গে পাশেই ভাড়া বাসায় বসবাস করে। শিশুটির বাবা-মা চাকরি করেন। ঘটনার সময় তার বাবা-মা বাসায় ছিল না। এই সুযোগে কবির তাকে তুলে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করেন। এ সময় শিশুটি চিৎকার করলে স্থানীয়রা ঘটনাস্থলে আসেন। তখন শিশুটিকে উদ্ধার করে অভিযুক্তকে আটক করে গণপিটুনি দেন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। বর্তমানে শিশুটি নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি। একই হাসপাতালে ভর্তি অভিযুক্ত কবির।
২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী বলেন, শিশুটি গাইনি ওয়ার্ডে ভর্তি। তার স্বজনেরা ধর্ষণের অভিযোগ করেছেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, অভিযুক্ত যুবককে স্থানীয়রা আটক করে মারধর করে। পরে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উৎস: Samakal
কীওয়ার্ড: এ ঘটন
এছাড়াও পড়ুন:
রাশিয়ায় ভূমিকম্পের পরে আগ্নেয়গিরির অগ্নুৎপাত শুরু
প্রশান্ত মহাসাগরে শক্তিশালী ভূমিকম্পের পর রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাটকা উপদ্বীপের ক্লিউচেভস্কয় আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। বুধবার রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ এই তথ্য জানিয়েছে।
ক্লিউচেভস্কয় আগ্নেয়গিরিটি ইউরেশিয়ার সবচেয়ে উঁচু সক্রিয় আগ্নেয়গিরি হিসেবে পরিচিত। ১৭০০ সাল থেকে এই আগ্নেয়গিরিটি ৫০ বারেরও বেশি অগ্নুৎপাত করেছে।
বুধবার সকালে রাশিয়ায় আঘাত হানা ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের ফলে দেশটির পূর্ব উপকূলে ৪ মিটার পর্যন্ত ঢেউ সৃষ্টি হয়। এই ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঢাকা/শাহেদ