মেয়ের বলিউড অভিষেক নিয়ে মুখ খুললেন কাজল
Published: 9th, April 2025 GMT
বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি অজয় দেবগন ও কাজল। তাদের দুই সন্তান— নিশা ও যুগ। সুইজারল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছেন নিশা। শোবিজ অঙ্গনে এখনো পা রাখেননি। কিন্তু নিয়মিত আলোচনায় থাকেন এই তারকা সন্তান।  
কিছু দিন ধরে গুঞ্জন উড়ছে, বলিউডে পা রাখতে যাচ্ছেন নিশা। নিউজ১৮ আয়োজিত এক অনুষ্ঠানে এই গুঞ্জন নিয়ে কথা বলেন কাজল। মেয়ের বলিউড অভিষেক নিয়ে কাজল বলেন, “মোটেও না। তার বয়স এখন ২২ বছর অথবা ২২ হতে চলেছে। আমার মনে হয়, চলচ্চিত্রে আসার সিদ্ধান্ত আপাতত সে নেয়নি।”
তরুণ অভিনয়শিল্পীদের কী পরামর্শ দেবেন? এমন প্রশ্নের জবাবে কাজল বলেন, প্রথমত বলতে চাই, সবার কাছ থেকে পরামর্শ নেবেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি যদি ঘুরে ঘুরে জিজ্ঞাসা করেন, ‘আমার কী করা উচিত?’ তাহলে এক শ লোক লাইনে দাঁড়িয়ে বলবে, ‘তোমার এটা করা উচিত, তোমার নাক বদলানো উচিত, তোমার হাত বদলানো উচিত, চুলের রঙ বদলানো উচিত, এটা করা উচিত, ওটা করা উচিত।”
আরো পড়ুন:
কৃষ ফোর: হৃতিকের সঙ্গী প্রীতি, প্রিয়াঙ্কা, নোরা?
কুকুর ঘেউ ঘেউ করবেই, ডিভোর্স প্রসঙ্গে গোবিন্দর স্ত্রী
১৯৯২ সালে ‘বেখুদি’ সিনেমার মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু হয় কাজলের। মুক্তির পর খুব একটা চলেনি। তারপরই শুরু হয় কাজলের বিজয়রথ। ১৯৯৩ সালে ‘বাজিগর’ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে কাজ করেন কাজল। প্রথম সিনেমায় নিজেকে মেলে ধরতে না পারলেও ‘বাজিগর’ দিয়ে নিজের জাত চেনান। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি কাজলকে।
১৯৯৯ সালে অভিনেতা অজয় দেবগনকে বিয়ে করেন কাজল। ২০০৩ সালে তাদের সংসার আলো করে জন্ম নেয় নিশা। ২০১০ সালে জন্মগ্রহণ করে পুত্র যুগ। সিঙ্গাপুরের ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজ অব সাউথ ইস্ট এশিয়াতে লেখাপড়া শেষ করে বর্তমানে সুইজারল্যান্ডে উচ্চতর ডিগ্রি নিচ্ছেন নিশা।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র ক জল অজয় দ বগন
এছাড়াও পড়ুন:
ফিলিস্তিনি বন্দীকে নির্যাতনের ভিডিও ফাঁস, ইসরায়েলে সেনাবাহিনীর সাবেক প্রসিকিউটর গ্রেপ্তার
ইসরায়েলি পুলিশ দেশটির সেনাবাহিনীর সাবেক একজন প্রসিকিউটরকে গ্রেপ্তার করেছে। একজন ফিলিস্তিনি বন্দীর ওপর ইসরায়েলি সেনাদের নির্যাতনের ভিডিও ফাঁস হওয়ার পর ওই নারীকে গ্রেপ্তার করা হয়।
মেজর জেনারেল পদমর্যাদার ওই সাবেক প্রসিকিউটরের নাম ইয়াফাত তোমের-ইয়েরুশালমি। গতকাল সোমবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ইসরায়েলের জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী।
জানা যায়, অনলাইনে ওই ভিডিওটি ফাঁস হওয়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছিল। তখন তিনি তাঁর পদ থেকে পদত্যাগ করেন। এরপর নিখোঁজ ছিলেন।
ওই ভিডিওতে দেখা গেছে, সৈন্যরা এক বন্দীকে আলাদা স্থানে নিয়ে ঘিরে দাঁড়িয়ে আছেন। তাঁদের সঙ্গে একটি কুকুর রয়েছে। তাঁরা দাঙ্গা নিয়ন্ত্রণের সরঞ্জাম ব্যবহার করে নিজেদের কার্যকলাপ এমনভাবে আড়াল করে রেখেছেন, যাতে কেউ দেখতে না পারে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভিডিও ফাঁসের ঘটনাকে রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে ‘জনসংযোগের ওপর সবচেয়ে তীব্র আক্রমণ’ বলে মন্তব্য করেছেন।
আরও পড়ুনফিলিস্তিনি বন্দীর ওপর নির্যাতনের ভিডিও ফাঁস ঘিরে ইসরায়েলের শীর্ষ আইনি কর্মকর্তার পদত্যাগ০১ নভেম্বর ২০২৫অধিকৃত পশ্চিম তীরের রামাল্লা থেকে আল-জাজিরার নউর ওদেহ বলেন, ওই নারী প্রসিকিউটরের আটকের ঘটনা ইসরায়েলে ‘রাজনৈতিক ও আইনি ঝড়’ তৈরি করেছে। তবে আটক হওয়া ব্যক্তির ওপর বাড়তি মনোযোগ মূল ঘটনা থেকে নজর সরিয়ে দিচ্ছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলের কারাগারগুলোয় অন্তত ৭৫ জন ফিলিস্তিনি বন্দীর মৃত্যু হয়েছে।
আরও পড়ুন‘স্বপ্ন ছিল বুকে জড়িয়ে ধরার, এখন আশা দাফনটা যদি অন্তত করতে পারি’২ ঘণ্টা আগে