জয়পুরহাটে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, তিন নারীসহ গ্রেপ্তার ১০
Published: 11th, April 2025 GMT
জয়পুরহাটের আক্কেলপুরে মাদকবিরোধী যৌথ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা সেবনের সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে পৌর এলাকার রেল কলোনির বস্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিন নারীসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ১০জন হলেন- সাহাদুল (৪৬), মানিক (৩৫), গোল্ডেন (৪৮), আব্দুল মজিদ (৩৫), ফেরদৌস মোল্লা (৩৫), আব্দুস সাত্তার (৫৪), রাব্বি হোসেন (২৬), নাজমা বেগম (৩৫), বিথি (৩৬) ও আকলিমা (৪৫)। তিন নারীকে নিয়মিত মামলা, আর বাকিদের ভ্রাম্যমাণ আদলতে জেল জরিমানা করা হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, রেল কলোনির বস্তিতে দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করা হয়- এমন সংবাদের ভিত্তিতে সেখানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে যৌথবাহিনী। বস্তির বিভিন্ন খুপরি ঘড়ে তল্লাশি চালিয়ে হাতেনাতে তিন নারীসহ ১০ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জয়পুরহাট কার্যালয়ের সহকারী পরিচালক নজরুল ইসলাম সমকালকে বলেন, তারা দীর্ঘদিন ধরে এই এলাকায় মাদকব্যবসা করছিল। উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনা করে তাদের হাতানাতে গ্রেপ্তার করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুরুল আলম বলেন, যৌথ অভিযান পরিচালনা করে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ম দকব
এছাড়াও পড়ুন:
সাতক্ষীরা-৩ আসনে মনোনয়নবঞ্চিত বিএনপি নেতার সমর্থকদের বিক্ষোভ
সাতক্ষীরা-৩ (কালীগঞ্জ ও আশাশুনি) সংসদীয় আসনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীনকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মনোনয়নবঞ্চিত দলটির অপর কেন্দ্রীয় কমিটির সদস্য ও ড্যাব নেতা ডা. শহিদুল আলমের সমর্থকরা।
সোমবার (৩ নভেম্বর) রাতে জেলার কালিগঞ্জ উপজেলার নলতার হাসপাতাল মোড় এলাকায় বিক্ষোভ মিছিল করেন তারা। মিছিলটি সানি মার্কেটে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
আরো পড়ুন:
মনোনয়ন না পেয়ে হাজী ইয়াছিনের সমর্থকদের মহাসড়কে বিক্ষোভ
ইবিতে কুরআন ও হিজাববিরোধী মন্তব্যের প্রতিবাদ শিক্ষার্থীদের
সমাবেশে বক্তব্য রাখেন- সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, বিএনপি কর্মী এসএম হাফিজুর রহমান বাবু।
বক্তারা সাতক্ষীরা-৩ আসনের জন্য ঘোষিত কাজী আলাউদ্দীনের মনোনয়ন বাতিল করে ডা. শহিদুল আলমকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। অন্যথায় বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।
ঢাকা/শাহীন/মাসুদ