ছাদ আলাদা হয়েছিল বহু আগেই। চলছিলো মামলা। অবশেষে আইনিভাবে বিচ্ছেদ হল রোশন সিং ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়। শুক্রবার তাদের বিচ্ছেদের আইনি সিলমোহর দিলেন আদালত। শ্রাবন্তীর সঙ্গে আইনি বিচ্ছেদের খবরের ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে নিশ্চত করেছেন রোশন সিং নিজেই। এটি ছিল শ্রাবন্তীর তৃতীয় বিয়ে।

রোশন সিং জানান, সবটাই শান্তিপূর্ণভাবে মিটে গেছে। প্রেম ও বিয়ের আগে যেমন অপরিচিত ছিলেন, আইনি বিচ্ছেদের পর তারা তেমনই থাকবেন।

এর আগেই জানা গিয়েছিল রোশনের সঙ্গে বিচ্ছেদের মামলায়, মাসিক ৭ লাখ টাকা খোরপোশ চেয়েছিলেন অভিনেত্রী। গতবছর তার সেই আবেদনে স্টে অর্ডার দিয়েছিল আদালত। তবে রোশন সিং-কে কি আদৌ মাসিক ৭ লক্ষ টাকা খোরপোশ দিতে হচ্ছে অভিনেত্রীকে- এ বিষয়টি নিয়ে অবশ্য এদিন কিছু জানাননি রোশন।

দীর্ঘদিন ধরেই রোশান-শ্রাবন্তীর আইনি বিচ্ছেদ নিয়ে টানাপড়েন চলছিল। অবশেষে তাঁরা গত সেপ্টেম্বরে (২০২৪) পাকাপাকিভাবে বিচ্ছেদের পথে আরও এক ধাপ এগিয়ে যান। শুধু বাকি ছিল দুজনের স্বাক্ষর-এর। তার জন্যই আদালত ৮ এপ্রিল দিনটি ধার্য করেছিল। তবে এতদিন এই বিচ্ছেদ নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন শ্রাবন্তী ও রোশন দুজনেই।

এদিকে শ্রাবন্তীর থেকে আলাদা হওয়ার পরই বর্তমান প্রেমিকা অনামিকার সঙ্গে ঘর বাঁধতে প্রস্তুত রোশন সিং। পেশায় তিনি একজন জিম প্রশিক্ষক। সেই পেশাগত দিকটা একটু গুছিয়ে নিয়েই ফের নতুন করে জীবন সাজাতে প্রস্তুত তিনি।

২০১৯ সালের শুরুর দিকে রোশন-শ্রাবন্তীর প্রেমপর্ব শুরু হয়। ‘গুগলি’ ছবির প্রিমিয়ারে প্রথমবার একসঙ্গে দেখা গিয়েছিল দুজনকে। মাস কয়েকের মধ্যেই পঞ্জাবে গিয়ে লুকিয়ে বিয়ে সারেন তাঁরা। বিয়ের দিন দশেক পর বিয়ের খবর জানিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু সুখের সংসারে ভাঙন ধরে ২০২০-র সালের পূজার ঠিক আগে। যদিও শুরুতে কেউ কিছু বলেননি। পরে জানা যায়, শ্রাবন্তীর আরবানার ফ্ল্যাট ছেড়েছেন রোশন সিং। তারপরই তাঁদের আলাদা হওয়ার খবর ছড়িয়ে পড়ে।

প্রসঙ্গত, মাত্র ১৬ বছর বয়সে পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী। এরপর ২০১৬ সালে মডেল কৃষাণ ব্রজকে বিয়ে করেন তিনি। বছর ঘুরতে না ঘুরতেই বিচ্ছেদের আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিনেত্রী। ২০১৯ সালের গোড়ার দিয়েই চূড়ান্ত হয় কৃষাণ-শ্রাবন্তীর ডিভোর্স। কয়েক মাসের মাথাতেই রোশনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন অভিনেত্রী।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ন শ র বন ত শ র বন ত র

এছাড়াও পড়ুন:

রাকেফেত কারাগার–ইয়েলো লাইন–ফেলানী অ্যাভিনিউ কী

১. বাংলাদেশে প্রাণিকল্যাণ আইন প্রণয়ন করা হয় কত সালে?

ক. ২০১২ সালে

খ. ২০০৩ সালে

গ. ২০০৮ সালে

ঘ. ২০১৯ সালে

উত্তর: ঘ. ২০১৯ সালে

২. ২০২৫ সালে মোট কতজন নারীকে ‘রোকেয়া পদক’ প্রদান করা হয়?

ক. ৩ জন

খ. ৪ জন

গ. ৫ জন

ঘ. ২ জন

উত্তর: খ. ৪ জন [নারীশিক্ষা শ্রেণিতে (গবেষণা) রুভানা রাকিব, নারী অধিকার শ্রেণিতে (শ্রম অধিকার) কল্পনা আক্তার, মানবাধিকার শ্রেণিতে নাবিলা ইদ্রিস ও নারী জাগরণ শ্রেণিতে (ক্রীড়া) ঋতুপর্ণা চাকমা]

৩. ‘ফেলানী অ্যাভিনিউ’ কোথায় অবস্থিত?

ক. গুলশান

খ. আগারগাঁও

গ. মতিঝিল

ঘ. মিরপুর

উত্তর: ক. গুলশান

আরও পড়ুনপরিবার পরিকল্পনা অধিদপ্তরের ২৭ পদের চাকরি পেতে আর কত অপেক্ষা৪ ঘণ্টা আগে

৪. মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ঘোষিত নতুন নাম—

ক. নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়

খ. নারী ও শিশু মন্ত্রণালয়

গ. মহিলা ও শিশু মন্ত্রণালয়

ঘ. নারীবিষয়ক মন্ত্রণালয়

উত্তর: খ. নারী ও শিশু মন্ত্রণালয়

৫. সম্প্রতি ইউনেসকোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে—

ক. পুথিচিত্র

খ. মৈমনসিংহ গীতিকা

গ. রাজশাহী সিল্ক বয়নশিল্প

ঘ. টাঙ্গাইল শাড়ি বয়নশিল্প

উত্তর: ঘ. টাঙ্গাইল শাড়ি বয়নশিল্প

৬. বর্তমানে বাংলাদেশে কতটি ইউনেসকো ঘোষিত অধরা/বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে?

ক. ৪টি

খ. ৫টি

গ. ৬টি

ঘ. ৭টি

উত্তর: গ. ৬টি (বাউলসংগীত, জামদানি বয়নশিল্প, পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা, শীতলপাটি বয়নশিল্প, রিকশা ও রিকশা পেইন্টিং এবং টাঙ্গাইল শাড়ি বয়নশিল্প)

৭. সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের কত শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী নিয়মিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করেন?

ক. ৭৫%

খ. ৮৮%

গ. ৯৬%

ঘ. ১০০%

উত্তর: গ. ৯৬%

আরও পড়ুনসরকারি আবাসন পরিদপ্তরে নিয়োগ, পদ ৮১০৪ ডিসেম্বর ২০২৫

৮. ফিফার ইতিহাসে প্রথম শান্তি পুরস্কার (FIFA Peace Prize) পান—

ক. ডোনাল্ড ট্রাম্প

খ. নেলসন ম্যান্ডেলা

গ. বান কি মুন

ঘ. পোপ ফ্রান্সিস

উত্তর: ক. ডোনাল্ড ট্রাম্প

৯. গাজা ভূখণ্ডে ইসরায়েলের দাবি করা নতুন সীমানা কী নামে পরিচিত?

ক. Read Line

খ. Line Zero

গ. Yellow Zone

ঘ. Yellow Line

উত্তর: ঘ. Yellow Line

১০. সম্প্রতি অন্তর্বর্তী সরকার কোন দুটি দেশে বাংলাদেশের নতুন দুটি দূতাবাস খোলার প্রস্তাব অনুমোদন করেছে?

ক. আয়ারল্যান্ড, আর্জেন্টিনা

খ. অস্ট্রিয়া, সার্বিয়া

গ. হংকং, আর্মেনিয়া

ঘ. মাল্টা, সাইপ্রাস

উত্তর: ক. আয়ারল্যান্ড, আর্জেন্টিনা

১১. যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত বিচারপতি হিসেবে নির্বাচিত হয়েছেন—

ক. ফারিয়া ইয়াসমিন

খ. সোমা এস সাঈদ

গ. কামাল সিদ্দিকি

ঘ. আবুল হাসান শাহরিয়ার

উত্তর: খ. সোমা এস সাঈদ

১২. বর্তমানে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে?

ক. কাজী হাবিবুল আউয়াল

খ. সোহরাব হোসাইন

গ. এ এম এম নাসির উদ্দীন

ঘ. আব্দুর রহমানেল মাছউদ

উত্তর: গ. এ এম এম নাসির উদ্দীন

আরও পড়ুনসহকারী শিক্ষক নিয়োগে দুই ধাপের লিখিত পরীক্ষা ২ জানুয়ারি২১ ঘণ্টা আগে

১৩. ‘রাকেফেত’ কারাগার কোন দেশে অবস্থিত?

ক. সিরিয়া

খ. ইসরায়েল

গ. আফগানিস্তান

ঘ. মেক্সিকো

উত্তর: খ. ইসরায়েল

১৪. সম্প্রতি অত্যাধুনিক যুদ্ধবিমান ‘ইউরোফাইটার টাইফুন’ ক্রয়ে বাংলাদেশ কোন দেশের সঙ্গে চুক্তি সাক্ষর করেছে?

ক. ফ্রান্স

খ. জার্মানি

গ. ইতালি

ঘ. যুক্তরাষ্ট্র

উত্তর: গ. ইতালি

১৫. যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম ‘শাটডাউন’ কত দিন স্থায়ী ছিল?

ক. ৩৩ দিন

খ. ৪৩ দিন

গ. ৪০ দিন

ঘ. ৩৮ দিন

উত্তর: ৪৩ দিন

আরও পড়ুনবায়রাকতার কিজিলেলমা–ডিটওয়া–বুটানটান-ডিভি কী০৪ ডিসেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • রাকেফেত কারাগার–ইয়েলো লাইন–ফেলানী অ্যাভিনিউ কী