গাজীপুরের শ্রীপুরে এক বিএনপি নেতার বিরুদ্ধে ইজারার অজুহাত দেখিয়ে একটি বাজারের প্রায় এক বিঘা জমি দখলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার উপজেলার সাতখামাইর বাজারে তাঁর নেতৃত্বে ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকানপাট গুঁড়িয়ে দেওয়া হয়। এলাকাবাসীর অভিযোগ, এ সময় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
গতকাল শুক্রবার ওই জমি চাষ করে পাটের বীজ বপন করে দেওয়া হয়। বিষয়টি নিয়ে এলাকায় আলোড়ন দেখা দিয়েছে।
শুক্রবার বিকেলে সাতমাখাইরে সাপ্তাহিক হাট ছিল। ক্ষুদ্র ব্যবসায়ীরা জায়গা না পেয়ে পাশে সাতখামাইর-দুর্লভপুর জামে মসজিদ সড়কের ওপর বসে পণ্য বিক্রি করেন। বাজারের ইজারাদার রুহুল আমিনের ভাষ্য, হাটের জমি দখলে নেতৃত্ব দেন বরমী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহসাধারণ সম্পাদক আফজাল হোসেন, তাঁর সৎ ভাই টফি ও সোহরাব হোসেন সোহেল নামে রেলওয়ের এক কর্মী। আফজাল এক বিঘা জমি রেলওয়ের কাছ থেকে ইজারা নেওয়ার দাবি করেছিলেন।
এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার দুপুরে শ্রীপুর থানার এএসআই কামরুজ্জামান সাতখামাইর বাজারে যান। তিনি সেখানে যাওয়ার পর পরই আফজাল, টফি ও সোহরাব হোসেনের নেতৃত্বে ২০-২৫ জন ব্যক্তি কোদাল-শাবল দিয়ে ছোট ছোট অর্ধশত দোকান গুঁড়িয়ে দেয়। পরে সেদিন রাতেই ট্রাক্টর দিয়ে জমিটি চষে ফেলা হয়। শুক্রবার সকালে পাটবীজ বপন করে বাঁশের বেষ্টনী দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দা কফিল উদ্দিন সরকার বলেন, ওই প্রভাবশালীরা মাস দেড়েক আগেও বাজারের নিরীহ ব্যবসায়ী ফারুকের একটি ঘরে তালা ঝুলিয়ে দেয়।
এ বিষয়ে বিএনপি নেতা আফজাল হোসেনের দাবি, ওই জমিটি তাদের ইজারা নেওয়া। ১০ বছর আগে ইজারা নিয়েছেন। নিজের জায়গায় চাষ করেছেন। এটি বাজারের জায়গা নয়। ইজারার কাগজপত্রও আছে।
এ বিষয়ে রেলওয়ের কোনো কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, পুলিশের উপস্থিতির বিষয়টি জানা নেই। বিষয়টি জানতে ইউএনও তাঁকে কল দিয়েছিলেন। তিনি খোঁজ নিয়ে দেখছেন। পুলিশের কেউ জড়িত থাকলে তদন্ত করে নেওয়া হবে।
ওই থানার এএসআই কামরুজ্জামান বলেন, ‘আমি সেখানে গিয়েছিলাম, এটি সত্য। ওই রাস্তা দিয়ে কাওরাইদ বাজারে ডিউটি করতে যাওয়ার পথে নেমেছিলাম।’
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজীব আহমেদ বলেন, ‘শুনছি আফজাল হোসেন রেলের জায়গা লিজ নিয়েছেন। কিন্তু এভাবে তিনি জায়গা না নিয়ে রেলের লোকজন এসে বুঝিয়ে দিলে ভালো হতো। একজন পুলিশ কর্মকর্তা এতে সহায়তা করেছেন বলে শুনেছি। শনিবার আমি গিয়ে তদন্ত করব। রেলওয়ের সঙ্গেও কথা বলব।’
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বিডি পেইন্টসের ক্রেডিট রেটিং নির্ণয়
পুঁজিবাজারে এসএমই প্ল্যাটফর্মের তালিকাভুক্ত কোম্পানি বিডি পেইন্টস লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করে প্রকাশ করা হয়েছে। কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড।
সোমবার (৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বিডি পেইন্টস লিমিটেডের দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এ+’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি- ২’।
কোম্পানির ৩০ জুন, ২০২৪ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২৫ সালের ১ নভেম্বর পর্যন্ত বিভিন্ন প্রয়োজনীয় তথ্য পর্যালোচনা করে এ রেটিং নির্ণয় করা হয়েছে।
ঢাকা/এনটি/ইভা