সারাবিশ্বেই সক্রিয় অ্যাপ হিসেবে তুমুল জনপ্রিয় হোয়াটসঅ্যাপ, যার মাধ্যমে গ্রাহক খুলতে পারবেন বিশেষ চ্যানেল। ব্যক্তিগতভাবে জরুরি আপডেট পৌঁছে দিতে যা কাজ করে। গ্রাহক যাকে ফলো করবেন, তা অন্য ফলোয়াররা দেখতে পাবেন না। ফিচারটি উদ্যোক্তা ও ফলোয়ার– দুই তরফের ব্যক্তিতথ্য সুরক্ষিত রাখবে বলে মেটার দাবি। হোয়াটসঅ্যাপ চ্যানেল পাওয়া যাবে ‘আপডেট’ নামে নতুন ট্যাবে। এখানেই গ্রাহক সেসব চ্যানেল ও তাদের পোস্ট দেখতে পাবেন। যাদের তারা ফলো করেন বা ফলো করতে চান। চ্যানেলের আপডেট নোটিফিকেশন পাওয়ার জন্য প্রথমেই অ্যাপের সর্বশেষ সংস্করণ ব্যবহার করতে হবে। ইতোমধ্যে ফিচারটি অ্যান্ড্রয়েড ও আইওএস সিস্টেমে সক্রিয়। প্রথমে অ্যাপ খুললেই স্ক্রিনের ঠিক ওপরের দিকে ‘আপডেটস’ নামক অপশন দৃশ্যমান হবে। অপশনে রয়েছে চ্যানেলের তালিকা, আগ্রহীরা যেসব চ্যানেল ফলো করার সুযোগ পাবেন। চ্যানেল ফলো করতে গেলে প্রথমে ‘+’ বাটনে ক্লিক করতে হবে, যা চ্যানেলের নামের পাশেই থাকে। প্রোফাইলটি দেখতে চাইলে ওই চ্যানেলের নামে ট্যাপ করলেই হবে। চ্যানেলের যে কোনো আপডেটে অ্যাপের ডিফল্ট ইমোজি ব্যবহার করে রিঅ্যাক্ট করা যাবে। তার জন্য মেসেজ প্রেস করে হোল্ড করলে কাজটি হয়ে যাবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: আপড ট
এছাড়াও পড়ুন:
বিকাশ-এ লেনদেনের তথ্য-শেয়ার এখন আরও সহজ ও নিরাপদ
বিকাশ অ্যাপে লেনদেন করে তার তথ্য সংশ্লিষ্ট ব্যক্তিকে পাঠানো এখন আরও সহজ, নিরাপদ এবং সুরক্ষিত। বিল দেওয়া, পেমেন্ট, বিশেষ করে কাউকে টাকা পাঠানোর পর স্ক্রিনশট শেয়ার করার বিষয়টি চর্চিত এবং প্রায় অবধারিত। গ্রাহকের এই প্রয়োজনকে সহজ করতে বিকাশ অ্যাপে যুক্ত হয়েছে এক-ক্লিকেই শেয়ার অপশন।
বিকাশ অ্যাপ থেকে সেন্ডমানি করার সাথে সাথেই স্ক্রিনে শেয়ার অপশন দেখতে পান গ্রাহক। যে অ্যাকাউন্ট থেকে টাকা পাঠানো হয়েছে এবং যে অ্যাকাউন্টে পাঠানো হয়েছে, ট্রানজেকশন আইডি, টাকার পরিমাণ, সময়-তারিখ এবং রেফারেন্স -এই তথ্যগুলো শেয়ার স্ক্রিনে দেওয়া থাকে। গ্রাহক এক ট্যাপেই হোয়াটসঅ্যাপ, ম্যাসেঞ্জার, ই-মেইলসহ যেকোনো পছন্দের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিকে তথ্য শেয়ার করে দিতে পারেন।
এই পদ্ধতিতে তথ্য শেয়ারের সময় গ্রাহকের সবশেষ ব্যালেন্স স্বয়ংক্রিয়ভাবে বাদ দিয়ে দেওয়া হয়, ফলে গ্রাহকের অ্যাকাউন্ট-ব্যালেন্সের তথ্য থাকে সুরক্ষিত।
কোনো গ্রাহক এই শেয়ার অপশন না ব্যবহার করে স্ক্রিনশট দিয়ে তথ্য শেয়ার করতে চাইলেও বর্তমান ব্যালেন্সকে এক ট্যাপেই হাইড করা সম্ভব। বর্তমান ব্যালেন্সের ঠিক পাশেই থাকা ‘আই’ (চোখ) -আইকনে ক্লিক করে বর্তমান ব্যালেন্স হাইড করে রাখতে পারেন।
অনেক গ্রাহক আছেন যারা ম্যাসেজ পাঠানো বা শেয়ারের চেয়ে কল করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। সেসব গ্রাহকদের কথা বিবেচনায় রেখে টাকা পাঠানোর সাথে সাথে পরের স্ক্রিনেই সংশ্লিষ্ট ব্যক্তিকে সরাসরি কল করার অপশনও যুক্ত করা হয়েছে। এতে আর ঐ ব্যক্তিকে কন্টাক্ট লিস্টে গিয়ে কল করতে হয় না। ফলে তার সময় বাঁচে। গ্রাহক পেয়ে যান বাড়তি স্বাচ্ছন্দ্য।
অনেক গ্রাহক আছেন লেনদেন করার পর কেবল ট্রানজেকশন আইডিটি কপি করে কাউকে পাঠান বা কোনো ফরম পূরণ করতেও ব্যবহার করেন। তেমন গ্রাহকদের জন্য এই স্ক্রিনেই কেবল ট্রানজেকশন আইডি কপি করার সুযোগ রয়েছে। ট্রানজেকশন আইডির পাশেই ‘কপি’ চিহ্নিত আইকন ট্যাপ করলেই নম্বরটি ক্লিপবোর্ডে কপি হয়ে যায়। পরে গ্রাহক তার প্রয়োজন অনুসারে যেকোনো উইন্ডোতে পেস্ট করে তথ্যটি কাজে লাগাতে পারেন।
একইভাবে, পেমেন্ট, বিল পে সহ অন্যান্য তথ্য সহজেই শেয়ার করতে পারছেন গ্রাহক। বর্তমান সময়ে এসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ব্যক্তিগত তথ্যের সুরক্ষা। গ্রাহকের সুবিধার কথা বিবেচনায় তাই এমন ছোট ছোট গুরুত্বপূর্ণ সেবার সংযোজনে গ্রাহকের লেনদেনের তথ্য নিয়ন্ত্রিতভাবে কাজে লাগানোর সাথে সাথে তার সুরক্ষাকে নিশ্চিত করা হচ্ছে।
ঢাকা/টিপু