ইউরেনাস গ্রহে কত ঘণ্টায় দিন হয় জানেন
Published: 13th, April 2025 GMT
সৌরজগতের বেশ রহস্যময় গ্রহ ইউরেনাস। সৌরজগতের সবচেয়ে বেশি কার্বন ডাই-অক্সাইডসমৃদ্ধ কিছু লক্ষণ ইউরেনাসের চাঁদে খুঁজে পাওয়া গেলেও দূরে থাকার কারণে গ্রহটির বিষয়ে এখন পর্যন্ত খুব বেশি তথ্য জানা যায়নি। এবার হাবল স্পেস টেলিস্কোপের সংগ্রহ করা প্রায় এক দশকের তথ্য বিশ্লেষণ করে ইউরেনাস গ্রহে কত ঘণ্টায় দিন হয়, তা জানিয়েছেন বিজ্ঞানীরা।
বিজ্ঞানীদের তথ্যমতে, ইউরেনাস গ্রহের একটি পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করতে ১৭ ঘণ্টা, ১৪ মিনিট এবং ৫২ সেকেন্ড সময় প্রয়োজন হয়। এই হিসাবে গ্রহের অরোরা থেকে আসা চৌম্বক ক্ষেত্র ও রেডিও তরঙ্গ পরিমাপ করে জানা গেছে। হাবল স্পেস টেলিস্কোপের সংগ্রহ করা তথ্য অনুযায়ী ইউরেনাস গ্রহে ১৭ ঘণ্টা, ১৪ মিনিট এবং ৫২ সেকেন্ডে এক দিন হয়। নিজ অক্ষে এই সময়ে একটি ঘূর্ণন সম্পন্ন করে গ্রহটি। এই তথ্য নাসার ভয়েজার ২ মহাকাশযানের সংগ্রহ করা তথ্যের চেয়ে ২৮ সেকেন্ড বেশি।
আরও পড়ুনইউরেনাসের চাঁদে প্রাণের সম্ভাবনা১৭ নভেম্বর ২০২৪ফ্রান্সের প্যারিস অবজারভেটরির বিজ্ঞানী লরেন্ট লামির নেতৃত্বে একদল বিজ্ঞানী গত ১০ বছরের অরোরা পর্যবেক্ষণের রেকর্ড পরীক্ষা করে ইউরেনাস গ্রহের চৌম্বক মেরুর তথ্য প্রকাশ করেছেন। দীর্ঘমেয়াদি এ পর্যবেক্ষণের ফলেই গ্রহটির নির্ভুল ঘূর্ণনকাল জানা সম্ভব হয়েছে। গ্যাসীয় এই গ্রহের বিষয়ে আরও তথ্য সংগ্রহ করতে আগ্রহী বিজ্ঞানীরা।
আরও পড়ুনঅন্য সব গ্রহে নতুন বছরের হিসাব কেমন৩১ ডিসেম্বর ২০২৪ইউরেনাস গ্রহের ঘূর্ণনকালের সময় ভয়েজার ২ মহাকাশ যানের সংগ্রহ করা তথ্য কাজে লাগিয়ে প্রথম অনুমান করা হয় ১৯৮৬ সালে। বিজ্ঞানীদের তথ্যমতে, ইউরেনাস গ্রহ পৃথিবীর তুলনায় বেশি হেলানো অবস্থায় আবর্তিত হচ্ছে। গ্রহের ঘূর্ণনের কারণে চৌম্বক মেরু একটি বিশাল বৃত্ত তৈরি করেছে। সেই বৃত্তের তথ্য পর্যালোচনা করেই ইউরেনাস গ্রহে কত ঘণ্টায় দিন হয়, তা নতুন করে জানা গেছে।
সূত্র: গ্যাজেটস ৩৬০
আরও পড়ুনবিভিন্ন গ্রহের কক্ষপথ আলাদা কেন২২ জানুয়ারি ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: দ ন হয়
এছাড়াও পড়ুন:
আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের
লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ
জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!
রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।
ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!
২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।
এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।
এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।