Risingbd:
2025-09-18@02:09:49 GMT

সুপার লিগে উঠল যারা

Published: 13th, April 2025 GMT

সুপার লিগে উঠল যারা

ঢাকা প্রিমিয়ার লিগের রাউন্ড রবিন লিগের খেলা শেষ হলো আজ। গত ৩ মার্চ ঢাকার ১২ ক্লাব নিয়ে শুরু হয়েছিল দেশের একমাত্র লিস্ট ‘এ’ প্রতিযোগিতা। কয়েকটি প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচ ছাড়া এবারের লিগের বেশিরভাগই ম্যাচ হয়েছে ম্যাড়ম্যাড়ে। আলোড়ন তৈরি করতে পেরেছে কয়েকটি পারফরম্যান্স। এছাড়া সব পারফরম্যান্সই গড়পড়তা।

১২ ক্লাব থেকে সুপার লিগে উঠেছে ছয়টি ক্লাব। বাকি তিনটি ক্লাবের সফর এবারের মতো শেষ। পয়েন্ট তালিকার শেষ তিনটি দল খেলবে রেলিগেশন লিগ। সেখান থেকে একটি দল টিকে যাবে। দুটি দল নেমে যাবে প্রথম বিভাগে।

১১ ম্যাচে নয় জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আবাহনী লিমিটেড। শিরোপাধারীরা এবারের লিগেও দারুণ ছন্দে আছে। সমান ম্যাচে সমান জয় মোহামেডান স্পোর্টিং ক্লাবেরও। রেটে পিছিয়ে থেকে তারা আছে দুই নম্বরে। আবাহনীর রান রেট ১.

৪৬৮। মোহামেডানের ০.৭৭১।

আরো পড়ুন:

তিন ফিফটির সঙ্গে রবিউলের তোপে অগ্রণীর বড় জয়

শেষ ম্যাচেও ধানমন্ডির হার, জিতেও রেলিগেশন লিগে পারটেক্স

পরের চারটি স্থানে আছে গাজী গ্রুপ ক্রিকেটার্স, গুলশান ক্রিকেট ক্লাব, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব ও লিজেন্ডস অব রূপগঞ্জ। গাজী গ্রুপ ১১ ম্যাচে আটটিতে জিতেছে। গুলশান ক্রিকেট ক্লাব ও অগ্রণী ব্যাংক জিতেছে সাতটি করে ম্যাচ। এছাড়া লিজেন্ডস অব রূপগঞ্জ ১১ ম্যাচে ছয় ম্যাচ জিতেছে।

সুপার লিগের লড়াই শুরু হবে ১৬ এপ্রিল থেকে। পরদিন হবে রেলিশেগন ম্যাচ।

পারটেক্স স্পোর্টিং ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব খেলবে রেলিগেশন লিগ। তিন দল জিতেছে যথাক্রমে তিন, দুই ও এক ম্যাচ। তাদের মধ্যে লিগে কে টিকে থাকে সেটাই দেখার।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ঘোষণা

কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) ঘোষণা করেছে, ২৪তম সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পুরস্কারের ঘোষণা দেন সিজেএফবির টাইটেল স্পন্সর একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও এমডি তাসনোভা মাহবুব সালাম। 

এ সময় ২৪তম পুরস্কারের লোগো উন্মোচন করেন খ্যাতিমান সংগীত তারকা বেবী নাজনীন এবং একুশে টিভির চেয়ারম্যান আবদুস সালাম। 

আরো পড়ুন:

ফারুকীর রহস্যঘেরা ওয়েব সিরিজ ‘৮৪০’ ওটিটিতে

রানিরা কাউকে অনুসরণ করে না: অপু বিশ্বাস

অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত লালনগীতির কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সংগঠনের সভাপতি এনাম সরকার জানান, আগামী ১৭ অক্টোবর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হবে এ বছরের অ্যাওয়ার্ড অনুষ্ঠান। 

সংগঠনটির প্রধান উপদেষ্টা তামিম হাসান জানান, বরাবরের মতো এবারো বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠানটি হবে। সার্বিক পরিকল্পনা তুলে ধরেন সিজেএফবির সাধারণ সম্পাদক এম এস রানা। 

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সিজেএফবির ইভেন্ট পার্টনার অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী, একুশে টিভির পরিচালক ব্যারিস্টার তানজীব, এবং সিজেএফবির যুগ্ম-সম্পাদক শাকিলুর রহমান (শাকিল)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রাবণ্য তৌহিদা। 

বরাবরের মতো এবারো সংগীত, চলচ্চিত্র ও টেলিভিশন মিডিয়ার বছর সেরা তারকারাই মনোনীত ও পুরস্কৃত হবেন। একইসঙ্গে থাকবে দেশের স্বনামখ্যাত শিল্পীদের ঝলমলে পারফরম্যান্স।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • ওভালজয়ী সিরাজই আগস্টের সেরা ক্রিকেটার
  • সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ঘোষণা