Risingbd:
2025-12-13@10:17:56 GMT

সুপার লিগে উঠল যারা

Published: 13th, April 2025 GMT

সুপার লিগে উঠল যারা

ঢাকা প্রিমিয়ার লিগের রাউন্ড রবিন লিগের খেলা শেষ হলো আজ। গত ৩ মার্চ ঢাকার ১২ ক্লাব নিয়ে শুরু হয়েছিল দেশের একমাত্র লিস্ট ‘এ’ প্রতিযোগিতা। কয়েকটি প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচ ছাড়া এবারের লিগের বেশিরভাগই ম্যাচ হয়েছে ম্যাড়ম্যাড়ে। আলোড়ন তৈরি করতে পেরেছে কয়েকটি পারফরম্যান্স। এছাড়া সব পারফরম্যান্সই গড়পড়তা।

১২ ক্লাব থেকে সুপার লিগে উঠেছে ছয়টি ক্লাব। বাকি তিনটি ক্লাবের সফর এবারের মতো শেষ। পয়েন্ট তালিকার শেষ তিনটি দল খেলবে রেলিগেশন লিগ। সেখান থেকে একটি দল টিকে যাবে। দুটি দল নেমে যাবে প্রথম বিভাগে।

১১ ম্যাচে নয় জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আবাহনী লিমিটেড। শিরোপাধারীরা এবারের লিগেও দারুণ ছন্দে আছে। সমান ম্যাচে সমান জয় মোহামেডান স্পোর্টিং ক্লাবেরও। রেটে পিছিয়ে থেকে তারা আছে দুই নম্বরে। আবাহনীর রান রেট ১.

৪৬৮। মোহামেডানের ০.৭৭১।

আরো পড়ুন:

তিন ফিফটির সঙ্গে রবিউলের তোপে অগ্রণীর বড় জয়

শেষ ম্যাচেও ধানমন্ডির হার, জিতেও রেলিগেশন লিগে পারটেক্স

পরের চারটি স্থানে আছে গাজী গ্রুপ ক্রিকেটার্স, গুলশান ক্রিকেট ক্লাব, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব ও লিজেন্ডস অব রূপগঞ্জ। গাজী গ্রুপ ১১ ম্যাচে আটটিতে জিতেছে। গুলশান ক্রিকেট ক্লাব ও অগ্রণী ব্যাংক জিতেছে সাতটি করে ম্যাচ। এছাড়া লিজেন্ডস অব রূপগঞ্জ ১১ ম্যাচে ছয় ম্যাচ জিতেছে।

সুপার লিগের লড়াই শুরু হবে ১৬ এপ্রিল থেকে। পরদিন হবে রেলিশেগন ম্যাচ।

পারটেক্স স্পোর্টিং ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব খেলবে রেলিগেশন লিগ। তিন দল জিতেছে যথাক্রমে তিন, দুই ও এক ম্যাচ। তাদের মধ্যে লিগে কে টিকে থাকে সেটাই দেখার।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ব্যর্থতার বৃত্তে নারী ফুটবল দল, ফিফা র‌্যাঙ্কিংয়ে অবনমন

মাস দুয়েক আগেও ফিফা র‌্যাঙ্কিংয়ে ২৪ ধাপ লাফ দিয়ে ইতিহাস গড়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল। কিন্তু সাম্প্রতিক আন্তর্জাতিক মঞ্চে টানা ব্যর্থতার কারণে সেই অর্জন ফিকে হয়ে গেল। টানা চারটি আন্তর্জাতিক ম্যাচে হারের ধাক্কায় ফিফা র‌্যাঙ্কিংয়ে আট ধাপ নিচে নেমে গেল আফঈদা-ঋতুপর্ণাদের দল।

এশিয়ান কাপ বাছাইয়ে গ্রুপসেরা হয়ে মূল পর্বে ওঠার পর আগস্ট মাসে বাংলাদেশ ১০৪তম স্থানে উঠে এসেছিল, যা ছিল দলের ইতিহাসে অন্যতম সেরা অবস্থান। সেই সময় তাদের র‌্যাঙ্কিং পয়েন্ট ছিল ১১৮০।

আরো পড়ুন:

আসিফের মন্তব্যে বাফুফের কাছে বিসিবি সভাপতির দুঃখ প্রকাশ

ফ্লাইট মিস করার পর ঢাকায় পা রাখলেন হামজা

এশিয়ান কাপ বাছাই পর্বের সাফল্যের পর বাংলাদেশ দলের পারফরম্যান্সে দেখা দিয়েছে ধারাবাহিক অবনতি। সাম্প্রতিক সময়ে খেলা চারটি ম্যাচের ফলই ছিল নেতিবাচক, যা র‌্যাঙ্কিংয়ে সরাসরি প্রভাব ফেলেছে।

অক্টোবর (ব্যাংকক): থাইল্যান্ডের বিপক্ষে দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচে যথাক্রমে ৩-০ এবং ৫-১ গোলে পরাজিত হয়।

নভেম্বর-ডিসেম্বর (ঢাকা): ঘরের মাঠে অনুষ্ঠিত তিন জাতি সিরিজে মালয়েশিয়ার কাছে ১-০ গোলে এবং আজারবাইজানের কাছে ২-১ গোলে হেরে যায়।

টানা চারটি পরাজয়ের ফলে বাংলাদেশ এখন ১০৪ নম্বর থেকে নেমে এসেছে ১১২ নম্বরে। তাদের বর্তমান র‌্যাঙ্কিং পয়েন্টও ১১৮০ থেকে কমে দাঁড়িয়েছে ১১৬৮।

যে দলগুলোর কাছে বাংলাদেশ হেরেছে, তাদের র‌্যাঙ্কিং প্রায় অপরিবর্তিত বা উন্নতি হয়েছে। থাইল্যান্ড (৫৩) এবং আজারবাইজান (৭৪) তাদের পূর্বের অবস্থানেই আছে। অন্যদিকে, বাংলাদেশের বিপক্ষে জয় পাওয়া মালয়েশিয়া এক ধাপ উন্নতি করে এখন ৯১ নম্বরে অবস্থান করছে।

বাংলাদেশ নারী দলের এই র‌্যাঙ্কিং পতন স্পষ্টতই সাম্প্রতিক দুর্বল পারফরম্যান্সের ফল। কোচিং স্টাফ এবং খেলোয়াড়দের এখন এই পিছিয়ে পড়া কাটিয়ে ওঠার জন্য নতুন পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ

  • ধুরন্ধর ঝড়: ৭ দিনে আয় ৪১৩ কোটি টাকা
  • ব্যর্থতার বৃত্তে নারী ফুটবল দল, ফিফা র‌্যাঙ্কিংয়ে অবনমন
  • আইফোন ১৭ বাজারে এলেও কেন বিশ্বে বিক্রির শীর্ষে আইফোন ১৬