বর্ষ বরণের প্রস্তুতিতে মেতে উঠেছেন তিতুমীরের শিক্ষার্থীরা
Published: 13th, April 2025 GMT
বাঙালির অন্যতম উৎসব বাংলা নববর্ষের আগমনে সারা দেশজুড়ে বইছে আনন্দের হাওয়া। পুরনোকে বিদায় দিয়ে নতুনকে বরণ করে নেওয়ার আনন্দে উদ্দীপ্ত পুরো জাতি। এর ব্যতিক্রম ঘটেনি সরকারি তিতুমীর কলেজও।
পবিত্র রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে আবারো চিরচেনা পরিবেশে ফিরেছে সরকারি তিতুমীর কলেজ। শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে ক্যাম্পাসের প্রতিটি প্রান্ত। চলছে আগামীকালের সাংস্কৃতিক অনুষ্ঠানের পূর্ব প্রস্তুতি। ক্যাম্পাসে ফিরে শিক্ষার্থীরা রংতুলি হাতে ব্যস্ত হয়ে পড়েছেন আলপনা আঁকায়।
রবিবার (১৩ এপ্রিল) সরেজমিনে দেখা গেছে, বিজ্ঞান ভবনের সামনের রাস্তা, অডিটোরিয়াম চত্বর, বিভিন্ন একাডেমিক ভবন ও বিভাগের প্রাঙ্গণ জুড়ে শিক্ষার্থীদের সৃজনশীল ছোঁয়ায় ফুটে উঠেছে নানা রঙের মনোমুগ্ধকর আলপনা। যেন কলেজ প্রাঙ্গণ তার অতীতের সব গ্লানি ঝেড়ে ফেলে ফিরে পেয়েছে এক নতুন প্রাণচাঞ্চল্য। এসব আয়োজন বাংলা নববর্ষের আমেজকে আরো দ্বিগুণ করে তুলেছে।
শিক্ষার্থীদের মনে একটাই কামনা, পুরোনো বছরের সকল গ্লানি, জরা ও ক্লান্তি মুছে গিয়ে নতুন বছর যেন তাদের জীবনে নিয়ে আসে নতুন রঙ, নতুন স্বপ্ন ও আনন্দের বারতা।
তিতুমীর আর্ট ক্লাবের এক সদস্য জানান, বাংলা নববর্ষ সবার প্রিয় একটা উৎসব। এ দিনটিকে ঘিরে সবার মধ্যে আলাদা একটা উচ্ছ্বাস কাজ করে। আলপনা আঁকার মাধ্যমে আমরা আমাদের আনন্দ আর উদ্দীপনাটুকু প্রকাশ করার চেষ্টা করছি। নিজের হাতে রঙ তুলিতে সাজানো এই আয়োজনের সঙ্গে যুক্ত হতে পেরে তারা খুবই আনন্দিত।
ঢাকা/হাফছা/মেহেদী
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
দুদিনের সফরে কলকাতায় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দুদিনের সফরে বুধবার কলকাতায় পৌঁছেছেন। বিকেলে তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস ও রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পরে নদীয়া জেলার কল্যাণীতে অবস্থিত অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের (এইমস) প্রথম সমাবর্তন উৎসবে যোগ দেন। সেখানে তাঁকে সংবর্ধনা জানান এইমসের পরিচালক রামজি সিং। অনুষ্ঠানে রাষ্ট্রপতি কৃতী শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন।
সন্ধ্যা ছয়টার দিকে রাষ্ট্রপতি যান দক্ষিণেশ্বর কালীমন্দিরে। সেখানে কালীমন্দিরে পূজা অর্চনা করেন তিনি। সঙ্গে ছিলেন তাঁর কন্যা ইতিশ্রী মুর্মু।
দক্ষিণেশ্বর কালীমন্দিরের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও রামকৃষ্ণদেবের বংশধর কৌশিক চক্রবর্তী রাষ্ট্রপতির হাতে মন্দিরে নিবেদিত পদ্মফুল ও প্রসাদ তুলে দেন। পরে রাষ্ট্রপতি রামকৃষ্ণদেবের বসতঘর পরিদর্শন করে রাজভবনের উদ্দেশে রওনা হন।
বৃহস্পতিবার সকালে রাষ্ট্রপতি ঝাড়খন্ড রাজ্যের দেওঘরে যাবেন। সেখানে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এইমস), দেওঘরের প্রথম সমাবর্তন উৎসবে যোগ দেবেন। এ প্রতিষ্ঠানেও এই প্রথমবার সমাবর্তনের আয়োজন করা হয়েছে।