বড় ম্যাচের আগে ছোট নিষেধাজ্ঞায় পার এমবাপ্পে
Published: 16th, April 2025 GMT
রিয়াল মাদ্রিদের সামনে বড় বড় পরীক্ষা অপেক্ষা করছে। বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে কামব্যাকের আশা নিয়ে নামবে লস ব্লাঙ্কোসরা। এরপর বার্সেলোনার বিপক্ষে ২৬ এপ্রিল আছে কোপা দেল রে’র ফাইনাল।
ওই ম্যাচের আগে লা লিগায় বড় নিষেধাজ্ঞার শঙ্কায় ছিলেন রিয়ালের ফ্রান্সম্যান কিলিয়ান এমবাপ্পে। লা লিগা ও এর অর্ন্তভূক্ত প্রতিযোগিতায় দুই থেকে পাঁচ ম্যাচ পর্যন্ত নিষেধাজ্ঞার শঙ্কায় ছিলেন তিনি।
তবে ছোট শাস্তিতে পার পেয়ে গেছেন এমবাপ্পে। তাকে মাত্র এক ম্যাচ নিষিদ্ধ থাকতে হবে। যেটা লাল কার্ড পাওয়ার সাধারণ সাজা। এমবাপ্পে আলাভেসের বিপক্ষে ম্যাচে দলটির ডিফেন্ডার অ্যান্তোনিও ব্লাঙ্কেকে ভয়াবহ ফাউল করেছিলেন। ট্যাকলের আড়ালে তিনি ইচ্ছাকৃত ব্লাঙ্কোর গোড়ালির ওপরে লাথি মারেন বলে অভিযোগ তোলা হয়।
স্প্যানিশ ফুটবল ফেডারেশন এক বিবৃতি দিয়ে বলেছে, ‘এমবাপ্পেকে ম্যাচে অস্বাভাবিক ফাউলের কারণে এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হলো। এছাড়া ৫২ ধারায় তাকে জরিমানা করা হবে।’
চ্যাম্পিয়ন্স লিগের পর রিয়াল মাদ্রিদ লিগে ২০ এপ্রিল অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে ম্যাচ খেলবে। এমবাপ্পে ওই ম্যাচে খেলতে পারবেন না। চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদ সমান ম্যাচ খেলে বার্সার চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থেকে পয়েন্ট টেবিলে দুইয়ে আছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ক ল য় ন এমব প প এমব প প
এছাড়াও পড়ুন:
চব্বিশ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়: ফুয়াদ
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘‘জুলাই, ২৪ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়। জুলাই থেকে শিখে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো। যারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন না তাদের বাস্তবতা অওয়ামী লীগের মতো হবে।
শুক্রবার (১ আগস্ট) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দীন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন।
আমার বাংলাদেশ পার্টির পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক প্রফেসর ড. এএসএম ইকবাল হোসাইনের সভাপতিত্বে চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার ও সাংগঠনিক সম্পাদক গাজী নাসীর। আলোচনা শেষে উপস্থিত সবাই জুলাই আন্দোলনের প্রদর্শিত চিত্র ঘুরে দেখেন।
ইমরান//