বড় ম্যাচের আগে ছোট নিষেধাজ্ঞায় পার এমবাপ্পে
Published: 16th, April 2025 GMT
রিয়াল মাদ্রিদের সামনে বড় বড় পরীক্ষা অপেক্ষা করছে। বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে কামব্যাকের আশা নিয়ে নামবে লস ব্লাঙ্কোসরা। এরপর বার্সেলোনার বিপক্ষে ২৬ এপ্রিল আছে কোপা দেল রে’র ফাইনাল।
ওই ম্যাচের আগে লা লিগায় বড় নিষেধাজ্ঞার শঙ্কায় ছিলেন রিয়ালের ফ্রান্সম্যান কিলিয়ান এমবাপ্পে। লা লিগা ও এর অর্ন্তভূক্ত প্রতিযোগিতায় দুই থেকে পাঁচ ম্যাচ পর্যন্ত নিষেধাজ্ঞার শঙ্কায় ছিলেন তিনি।
তবে ছোট শাস্তিতে পার পেয়ে গেছেন এমবাপ্পে। তাকে মাত্র এক ম্যাচ নিষিদ্ধ থাকতে হবে। যেটা লাল কার্ড পাওয়ার সাধারণ সাজা। এমবাপ্পে আলাভেসের বিপক্ষে ম্যাচে দলটির ডিফেন্ডার অ্যান্তোনিও ব্লাঙ্কেকে ভয়াবহ ফাউল করেছিলেন। ট্যাকলের আড়ালে তিনি ইচ্ছাকৃত ব্লাঙ্কোর গোড়ালির ওপরে লাথি মারেন বলে অভিযোগ তোলা হয়।
স্প্যানিশ ফুটবল ফেডারেশন এক বিবৃতি দিয়ে বলেছে, ‘এমবাপ্পেকে ম্যাচে অস্বাভাবিক ফাউলের কারণে এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হলো। এছাড়া ৫২ ধারায় তাকে জরিমানা করা হবে।’
চ্যাম্পিয়ন্স লিগের পর রিয়াল মাদ্রিদ লিগে ২০ এপ্রিল অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে ম্যাচ খেলবে। এমবাপ্পে ওই ম্যাচে খেলতে পারবেন না। চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদ সমান ম্যাচ খেলে বার্সার চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থেকে পয়েন্ট টেবিলে দুইয়ে আছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ক ল য় ন এমব প প এমব প প
এছাড়াও পড়ুন:
ঢাকায় অটোমোবাইল ও কৃষি যন্ত্রপাতির প্রদর্শনী শুরু হচ্ছে শনিবার
ঢাকায় দুই দিনব্যাপী অটোমোবাইল ও কৃষি যন্ত্রপাতির প্রদর্শনী শুরু হচ্ছে আগামী শনিবার। এতে অটোমোবাইল, কৃষি যন্ত্রপাতিসহ হালকা প্রকৌশল খাতের ২৬টি স্টল থাকবে। পাশাপাশি শিল্পের সহায়ক প্রতিষ্ঠানের স্টল থাকবে আরও ১২টি। প্রদর্শনীর উদ্বোধন করবেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
বাংলাদেশ অটোমোবাইলস অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ও অ্যাগ্রিকালচার মেশিনারি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের সহযোগিতায় এই প্রদর্শনীর আয়োজন করছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)। ঢাকার তেজগাঁও শিল্প এলাকায় এডিসন প্রাইম ভবনের ছাদে এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এই ভবনেই বিসিআইয়ের কার্যালয় অবস্থিত।
আজ বৃহস্পতিবার বিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দুই দিনব্যাপী এই প্রদর্শনী নিয়ে বিস্তারিত জানান চেম্বারটির সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী। আরও উপস্থিত ছিলেন অ্যাগ্রিকালচার মেশিনারি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের সভাপতি আলিমুল আহসান চৌধুরী, বিসিআইয়ের পরিচালক মো. শাহেদ আলম, এস এম শাহ আলম, জিয়া হায়দার প্রমুখ।
বিসিআইয়ের সভাপতি বলেন, হালকা প্রকৌশল খাতে বাংলাদেশে বর্তমানে ছোটবড় প্রায় ৫০ হাজার প্রতিষ্ঠান রয়েছে। এই খাতে কাজ করেন ১০ লাখ মানুষ। হালকা প্রকৌশল খাতে স্থানীয় বাজার ১২ বিলিয়ন ডলারের হলেও দেশীয় উৎপাদকেরা অর্ধেক পূরণ করতে পারছেন। তা ছাড়া হালকা প্রকৌশল খাতের বৈশ্বিক বাজারের আকার প্রায় ৮ ট্রিলিয়ন ডলার। তিনি আরও বলেন, তৈরি পোশাক খাত আর বেশি মূল্য সংযোজন করতে পারবে না। ফলে আমাদের অর্থনীতিকে টেকসই করতে হলে আমাদের অন্য খাতে যেতে হবে। সে ক্ষেত্রে হালকা প্রকৌশল খাত পারে বড় সম্ভাবনার।
অ্যাগ্রিকালচার মেশিনারি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের সভাপতি আলিমুল আহসান চৌধুরী বলেন, প্রতিবছর কৃষিজমি কমছে। কৃষকের বয়স বাড়ছে, তার কারণ তরুণেরা খুব কম কৃষিকাজে আসছেন। বিশ্বের অনেক দেশেই মোট জনগোষ্ঠীর ১০ শতাংশের কম কৃষিকাজে নিয়োজিত। ১০ শতাংশ মানুষ বাকি ৯০ শতাংশের জন্য খাদ্য জোগান দিচ্ছে। সে কারণে যন্ত্রের ব্যবহার বাড়ছে। বাংলাদেশেও কৃষিকাজে যন্ত্রের ব্যবহার বাড়ছে। তবে বড় অংশই আমদানি করতে হচ্ছে।
আলিমুল আহসান চৌধুরী বলেন, বাংলাদেশে ১২০০ থেকে ১৫০০ কোটি টাকার কৃষি যন্ত্রপাতির বাজার আছে। তার মধ্যে দেশীয় কোম্পানিগুলো সরবরাহ করছে মাত্র ৪০০ থেকে ৪৫০ কোটি টাকার যন্ত্রাংশ। নীতিসহায়তা পেলে দেশীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়বে বলে মন্তব্য করেন তিনি।