আড়াই কোটি ছাড়িয়ে ‘চাঁদ মামা’, টানা দুই সপ্তাহ ট্রেন্ডিংয়ে ১ ও ২
Published: 17th, April 2025 GMT
প্রকাশের ২০ দিনে ইউটিউবে আড়াই কোটি ভিউ পার করেছে ‘বরবাদ’ সিনেমার ‘চাঁদ মামা’ গানটি। শুধু তা-ই নয়, দুটি ইউটিউব চ্যানেল থেকে আপলোড হওয়া গানটি টানা ১৫ দিন ধরে রয়েছে ট্রেন্ডিংয়ের ১ ও ২ নম্বরে। টিজারেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল, ‘বরবাদ’ সিনেমার আইটেম গান ‘চাঁদ মামা’ হতে যাচ্ছে দুর্দান্ত নাচের গান। শাকিব খানের সঙ্গে গানটিতে পশ্চিমবঙ্গের অভিনেত্রী নুসরাত জাহানের রসায়নের প্রশংসাও করেছিলেন ভক্ত-অনুসারীরা। পূর্ণাঙ্গ গানটি প্রকাশের পরও গানপ্রেমীরা মেতে ওঠেন ‘চাঁদ মামা’ গানের সঙ্গে।
আরও পড়ুন১ নম্বরে ‘চাঁদ মামা’, ‘কন্যা’ কত নম্বরে০৩ এপ্রিল ২০২৫‘চাঁদ মামা’ গানটি ৩ মিনিট ৩ সেকেন্ড ব্যাপ্তির। প্রীতম হাসান গানটি গেয়েছেন। তাঁর সঙ্গে কণ্ঠ দিয়েছেন দোলা রহমান। গানটির কথা-সুরও প্রীতমের। ‘চাঁদ মামা’ গানটি রিয়েল এনার্জি প্রোডাকশনের ইউটিউব থেকে ১ কোটি ৫৯ লাখের বেশি এবং প্রীতম হাসানের ইউটিউব থেকে ১ কোটি ১ লাখের বেশি ভিউ হয়েছে। দুই ইউটিউব চ্যানেলে গান নিয়ে মন্তব্য করা হয়েছে ২৪ হাজারের বেশি।
গত বছর রায়হান রাফীর ‘তুফান’ সিনেমায় প্রীতমের কণ্ঠে ‘লাগে উরাধুরা’ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। সেই গানের তালে নেচেছিলেন শাকিব খান ও মিমি চক্রবর্তী। ‘চাঁদ মামা’র টিজার দেখে অনেকে মন্তব্য করেছিলেন, এটি হয়তো ‘লাগে উরাধুরা’র মতোই জনপ্রিয়তা পাবে। মুক্তির পর থেকেই গানটি নিয়ে দর্শক ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়ে যাচ্ছেন।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আজ প্রথম প্রেম দিবস
বেশিরভাগ ক্ষেত্রে প্রথম প্রেম পূর্ণতা পায় না। কিন্তু প্রথম প্রেমের মিষ্টিমধুর সময়টা মনে গেঁথে থাকে। কখনও কবিতায়, কখনও গানে সেই প্রেমের স্মৃতি ফিরে পায় মানুষ। আজ প্রথম প্রেম দিবস। আজ ১৮ সেপ্টেম্বর, প্রথম প্রেম দিবস। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে দিবসটি পালন করা হয়।এরপর থেকে প্রতিবছরই উদ্যাপিত হচ্ছে দিবসটি।
প্রথম প্রেম মানুষ ভোলে না কেন?
মানুষ প্রথম প্রেমে পড়ে কৈশোর কিংবা প্রথম তারুণ্যে। এ সময় শরীরে হ্যাপি হরমোনের প্রভাব থাকে প্রবল। যার ফলে ভালোবাসার মানুষের প্রতি আকর্ষণ থাকে বেশি।
আরো পড়ুন:
আজ বিশ্ব বাঁশ দিবস
কাজাকিস্তানের যাযাবর জাতির করুণ ইতিহাস
ভালো লাগার মুহূর্তগুলোত মানুষকে সুখের অনুভূতি দেয়। যাকে ভাবলে এই সুখ অনুভূতি হয়, যে কাছে থাকলে নিজেকে পৃথিবীর সেরা সুখী মানুষ মনে হয়-সেই মানুষটিকে কোনো কারণে হারিয়ে ফেললেও ভোলা যায় না।
আক্ষরিক অর্থে কেউ কাউকে ভালোবাসা শেখায় না, কিন্তু ভালোবাসার উপলক্ষ্য এনে দেয়। ভালোবাসার অনুভূতিগুলো যাকে প্রথম বলা যায়, তাকে তো ভোলার কথা না!
ন্যাশনাল ডে ক্যালেন্ডার অবলম্বনে
ঢাকা/লিপি