এনসিপির দাবির কারণে নির্বাচন ঘোষণা ব্যত্যয়ের কারণ দেখছেন না সৈয়দা রিজওয়ানা
Published: 17th, April 2025 GMT
পরিবেশবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তার রাজনৈতিক দাবি কীভাবে আদায় করবে, সেটি এনসিপি বুঝবে। এটার সঙ্গে সরকারের নির্বাচনসংক্রান্ত যে ঘোষণা, সেটির ব্যত্যয় ঘটার কোনো কারণ তিনি দেখছেন না।
আজ বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত জানাতে এ সংবাদ ব্রিফিংয়ের আয়োজন হয়।
নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদনের সময়সীমা কমপক্ষে ৯০ দিন (তিন মাস) বাড়ানোর জন্য নির্বাচন কমিশনকে (ইসি) অনুরোধ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ দুপুরে ইসির জ্যেষ্ঠ সচিবকে দেওয়া এক লিখিত আবেদনে এই অনুরোধ জানায় জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের উদ্যোগে গঠিত নতুন এই দলটি।
নির্বাচন কমিশনের কাছে রাজনৈতিক দলের নিবন্ধনের সময় বাড়ানো এবং নির্বাচন কমিশনের সংস্কারসংক্রান্ত এনসিপির দাবির প্রসঙ্গ টেনে একজন সাংবাদিক জানতে চান, এ ব্যাপারে সরকারের অবস্থান কী বা নির্বাচন কমিশনের সঙ্গে সরকারের কথাবার্তা হয় কি না?
জবাবে উপদেষ্টা আরও বলেন, ‘নির্বাচন কমিশনের সঙ্গে সেভাবে তো সরকারের কথাবার্তা বলার সুযোগ নেই। তবে যেটা হলো, সরকার বলবে নির্বাচন কখন হবে, সেই মোতাবেক তারা নিশ্চয়ই প্রস্তুতি নেবে। আর এনসিপির এটি একটি রাজনৈতিক অবস্থান। এটি নিয়ে আজকে উপদেষ্টা পরিষদে কোনো আলোচনা হয়নি। আমরা আসলে আপনার মুখ থেকেই শুনলাম।’
এ বিষয়ে ওই সাংবাদিক সম্পূরক প্রশ্ন করলে জবাবে রিজওয়ান হাসান বলেন, এনসিপির দাবিটি রাজনৈতিক দলের অবস্থান থেকে তাদের রাজনৈতিক দাবি। এনসিপি তার রাজনৈতিক দাবি কীভাবে আদায় করবে, কীভাবে নিষ্পত্তি করবে, এটি এনসিপি বুঝবে। এটার সঙ্গে সরকারের নির্বাচনসংক্রান্ত যে ঘোষণা, সেটার ব্যত্যয় ঘটার কোনো কারণ তিনি দেখছেন না।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র জন ত ক দ এনস প র সরক র র উপদ ষ ট
এছাড়াও পড়ুন:
হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশোধন
হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য ১৪ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত অবকাশকালীন বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি। তবে এ বিষয়ে ২৮ আগস্ট জারি করা সুপ্রিম কোর্টের ৩৯৭-এ নম্বর বিজ্ঞপ্তির আংশিক সংশোধন আনা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সরকার এক তথ্য বিবরণীতে বিজ্ঞপ্তির আংশিক সংশোধনের বিষয়টি জানায়।
সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন যৌথভাবে ডিভিশন বেঞ্চে বসবেন। তারা হাইকোর্টের মূল ভবনের ২৩ নম্বর কক্ষে নির্ধারিত তারিখে বেলা ১১টা ৪০ থেকে দুপুর ২টা পর্যন্ত শুনানি গ্রহণ করবেন।
এ সময়ে দুর্নীতি দমন কমিশন আইন ও মানি লন্ডারিং আইন সংশ্লিষ্ট মামলা, জরুরি ফৌজদারি মোশন, ফৌজদারি আপিল ও জামিন সংক্রান্ত আবেদনপত্র, জেল আপিল, রিভিশন এবং অন্যান্য ফৌজদারি বিবিধ মামলার শুনানি হবে। এছাড়া, বেঞ্চে স্থানান্তরিত বিষয়গুলোতেও শুনানি ও আদেশ দেওয়া হবে।
ঢাকা/নঈমুদ্দীন/টিএই