পরিবেশবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তার রাজনৈতিক দাবি কীভাবে আদায় করবে, সেটি এনসিপি বুঝবে। এটার সঙ্গে সরকারের নির্বাচনসংক্রান্ত যে ঘোষণা, সেটির ব্যত্যয় ঘটার কোনো কারণ তিনি দেখছেন না।

আজ বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত জানাতে এ সংবাদ ব্রিফিংয়ের আয়োজন হয়।

নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদনের সময়সীমা কমপক্ষে ৯০ দিন (তিন মাস) বাড়ানোর জন্য নির্বাচন কমিশনকে (ইসি) অনুরোধ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ দুপুরে ইসির জ্যেষ্ঠ সচিবকে দেওয়া এক লিখিত আবেদনে এই অনুরোধ জানায় জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের উদ্যোগে গঠিত নতুন এই দলটি।

নির্বাচন কমিশনের কাছে রাজনৈতিক দলের নিবন্ধনের সময় বাড়ানো এবং নির্বাচন কমিশনের সংস্কারসংক্রান্ত এনসিপির দাবির প্রসঙ্গ টেনে একজন সাংবাদিক জানতে চান, এ ব্যাপারে সরকারের অবস্থান কী বা নির্বাচন কমিশনের সঙ্গে সরকারের কথাবার্তা হয় কি না?

জবাবে উপদেষ্টা আরও বলেন, ‘নির্বাচন কমিশনের সঙ্গে সেভাবে তো সরকারের কথাবার্তা বলার সুযোগ নেই। তবে যেটা হলো, সরকার বলবে নির্বাচন কখন হবে, সেই মোতাবেক তারা নিশ্চয়ই প্রস্তুতি নেবে। আর এনসিপির এটি একটি রাজনৈতিক অবস্থান। এটি নিয়ে আজকে উপদেষ্টা পরিষদে কোনো আলোচনা হয়নি। আমরা আসলে আপনার মুখ থেকেই শুনলাম।’

এ বিষয়ে ওই সাংবাদিক সম্পূরক প্রশ্ন করলে জবাবে রিজওয়ান হাসান বলেন, এনসিপির দাবিটি রাজনৈতিক দলের অবস্থান থেকে তাদের রাজনৈতিক দাবি। এনসিপি তার রাজনৈতিক দাবি কীভাবে আদায় করবে, কীভাবে নিষ্পত্তি করবে, এটি এনসিপি বুঝবে। এটার সঙ্গে সরকারের নির্বাচনসংক্রান্ত যে ঘোষণা, সেটার ব্যত্যয় ঘটার কোনো কারণ তিনি দেখছেন না।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র জন ত ক দ এনস প র সরক র র উপদ ষ ট

এছাড়াও পড়ুন:

শনি গ্রহের একাধিক চাঁদে কার্বন ডাই–অক্সাইডের সন্ধান

জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে শনি গ্রহের আটটি মাঝারি আকারের চাঁদে কার্বন ডাই–অক্সাইড শনাক্ত করেছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা। বর্তমানে মিমাস, এনসেলাডাস, ডায়োন, টেথিস, রিয়া, হাইপেরিয়ন, লাপেটাস ও ফিবি নামের চাঁদগুলোর তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তনের তথ্য টেলিস্কোপের মাধ্যমে সংগ্রহ করা হচ্ছে। তথ্য বিশ্লেষণ করার পাশাপাশি চাঁদগুলোর ওপরে নিয়মিত নজরও রাখছেন বিজ্ঞানীরা।

বিজ্ঞানীদের তথ্যমতে, ডায়োন ও রিয়া চাঁদে থাকা কার্বন ডাই–অক্সাইড শনির প্রধান বলয়ের বরফের অনুরূপ। ফিবি চাঁদে কার্বন ডাই–অক্সাইড জৈব পদার্থের বিকিরণের মাধ্যমে উৎপন্ন হয়ে থাকে। লাপেটাস ও হাইপেরিয়নের অন্ধকার অঞ্চলে কার্বন ডাই–অক্সাইড দেখা যায়। বরফযুক্ত এসব চাঁদে কার্বন ডাই–অক্সাইডের অবস্থা সম্পর্কে আরও জানতে আগ্রহী বিজ্ঞানীরা।

ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির বিজ্ঞানী মাইকেল ব্রাউন ও তাঁর সহকর্মীরা এক গবেষণাপত্রে লিখেছেন, কঠিন কার্বন ডাই–অক্সাইড সৌরজগতের প্রান্তসীমার বিভিন্ন জায়গায় দেখা যায়। যদিও সেই অবস্থানে কার্বন ডাই–অক্সাইড স্থিতিশীল নয়। আমরা শনির উপগ্রহে কার্বন ডাই–অক্সাইডের অবস্থান জানার মাধ্যমে ভিন্ন পরিবেশ বোঝার চেষ্টা করছি। বিভিন্ন গ্রহে কার্বন ডাই–অক্সাইড কীভাবে আটকে আছে, তা জানার সুযোগ আছে এখানে।

বিজ্ঞানীরা মনে করছেন, শনির চাঁদে আটকে থাকা কার্বন ডাই–অক্সাইড থেকে আদর্শ ল্যাবের মতো তথ্য পাওয়া যাবে। ধারণা করা হচ্ছে, শনি গ্রহের বিভিন্ন চাঁদে কমপক্ষে দুটি পৃথক উৎস থেকে কার্বন ডাই–অক্সাইড তৈরি হয়েছে।

সূত্র: এনডিটিভি

সম্পর্কিত নিবন্ধ