বাড়ি থেকে ডেকে নেওয়ার পর ‘পান-বিড়ি খেয়ে অসুস্থ’ কৃষক, হাসপাতালে মৃত্যু
Published: 18th, April 2025 GMT
দিনাজপুরের বিরল উপজেলায় ভবেশ চন্দ্র রায় (৫৫) নামের এক কৃষকের ‘রহস্যজনক’ মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর ‘পান–বিড়ি খেয়ে অসুস্থতার’ খবর জানানো হয় পরিবারকে। স্থানীয় বাজার থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা ভবেশকে মৃত ঘোষণা করেন।
ভবেশ চন্দ্র রায় দিনাজপুরের বিরল উপজেলার শহরগ্রাম ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় কৃষক ছিলেন। ‘পান–বিড়ি খেয়ে’ কীভাবে একজন মানুষ অসুস্থ হয়ে মারা যেতে পারেন, সেই প্রশ্ন তুলেছে পরিবার। পুলিশ বলছে, নিহত ভবেশের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
ভবেশের পরিবারের সদস্যরা বলছেন, গতকাল বিকেল পাঁচটায় মো.
ভবেশের ছেলে স্বপন চন্দ্র দিনাজপুর সরকারি কলেজ থেকে উদ্ভিদবিজ্ঞান বিষয়ে সদ্য স্নাতক সম্পন্ন করেছেন। শহরের কালীতলা এলাকায় থেকে তিনি ফ্রিল্যান্সিংয়ের কাজ করেন। আজ শুক্রবার দুপুরে মুঠোফোনে স্বপন চন্দ্র প্রথম আলোকে বলেন, ‘গতকাল সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটে বাবার ফোন থেকে আমার সঙ্গে কথা বলেন রতন ভাই। তিনি আমাকে বলেন, ‘‘তোমার বাবা নাড়াবাড়িতে আছে, পান-বিড়ি খেয়েছে। অসুস্থ হয়ে এখন বমি করতেছে।’’ সে সময় আমি বলি, তাহলে একটা ভ্যানে তুলে দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। কিছুক্ষণ পর আবারও ফোন দিয়ে বলেন, ‘‘তোমার বাবার অবস্থা খুবই খারাপ বাড়িতে পাঠানো যাবে না, তুমি অ্যাম্বুলেন্স পাঠাও।’’ পরে অ্যাম্বুলেন্সে বাবাকে নিয়ে রাত সোয়া নয়টায় মেডিকেলে ভর্তি করাই। তিনতলায় উঠে ডাক্তার ইসিজি করে বাবাকে মৃত ঘোষণা করেন।’
ভবেশের স্ত্রী সান্ত্বনা রানীর ভাষ্য, ভবেশকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া যুবক মো. রতন একই ইউনিয়নের আবদুস সাত্তারের ছেলে এবং অপরজন হলেন বাসুদেবপুর গ্রামের আবদুল কাদেরের ছেলে আখতারুল ইসলাম ওরফে আতিক। তবে অপর দুজনের নাম বলতে পারেননি সান্ত্বনা রানী। তিনি প্রশ্ন রাখেন, পান আর সিগারেট খেয়ে কীভাবে একটা সুস্থ মানুষ মারা যেতে পারেন?
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ রানা বলেন, হাসপাতালে পৌঁছার আগেই ভবেশ চন্দ্রের মৃত্যু হয়েছে। তারপরও কর্তব্যরত চিকিৎসক ইজিসি করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র জানায়, বিরলের নাড়াবাড়ি ও ফুলবাড়ী বাজার এলাকায় অনেকেই দাদন ব্যবসার সঙ্গে যুক্ত। একই সঙ্গে ওই এলাকা ভারতীয় মাদক চোরাচালানের পথ। ভবেশের মৃত্যুর সঙ্গে এগুলোর যোগসূত্র থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয় বাসিন্দারা।
ঘটনার পর থেকে রতন ও আতিক নামের ওই দুই যুবক গা ঢাকা দেওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সবুর বলেন, ‘রাত সাড়ে ১১টায় পরিবার থেকে আমাদেরকে ফোনে জানানো হয়। বাড়িতে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। তাঁর শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। পরে লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পরিবার থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
উৎস: Prothomalo
কীওয়ার্ড: পর ব র
এছাড়াও পড়ুন:
আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।
আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।
ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।
আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫