‘নিশানের ফাঁসি চাই’ স্লোগান দিয়ে ‘দাগি’ দেখলেন নিশোর ভক্তরা
Published: 19th, April 2025 GMT
এবারের ঈদে মুক্তি পেয়েছে আফরান নিশো অভিনীত সিনেমা ‘দাগি’। এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও চরকি প্রযোজিত সিনেমাটি দর্শকদের মাঝে সাড়া ফেলেছে। মুক্তির তিন সপ্তাহ পরও শিহাব শাহীন পরিচালিত এ সিনেমার বেশ কিছু শো যাচ্ছে হাউসফুল।
দেশের বাইরে অস্ট্রেলিয়াতেও দর্শকের উন্মাদনা চোখে পড়েছে। এবার ‘দাগি’র উন্মাদনায় এলাহি আয়োজন করে সিনেমা দেখলেন আফরান নিশোর শতাধিক ভক্ত। শোডাউন নিয়ে প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখলেন তাঁরা।
শনিবার বিকেলে স্টার সিনেপ্লেক্সের এসকেএস টাওয়ার শাখায় এক শর বেশি নিশো–ভক্ত ‘দাগি’ সিনেমা দেখেন। এর আগে ‘দাগি’ সিনেমার ব্যানার হাতে ‘নিশানের ফাঁসি চাই’ স্লোগানে র্যালি নিয়ে এসকেএস টাওয়ারে প্রবেশ করেন তাঁরা। এ সময় তাঁদের পরনে ছিল ‘দাগি’ সিনেমার ‘৭৮৬’ লেখা সেই পোশাক।
আফরান নিশোর ভক্তদের এমন আয়োজনে উচ্ছ্বসিত ‘দাগি’ টিম। ভক্তদের উৎসাহ দিতে তাঁদের সঙ্গে দেখা করেন ‘দাগি’ সিনেমার অনেকে।
বিষয়টি নিয়ে ‘দাগি’ সিনেমা প্রযোজক শাহরিয়ার শাকিল প্রথম আলোকে বলেন, ‘আফরান নিশো বাংলাদেশের অন্যতম বড় তারকা। ঈদে তাঁর সিনেমা ‘‘দাগি’’ মুক্তি পেয়েছে। ভক্তদের উন্মাদনা থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু আয়োজনটা এমন হবে, সেটা ভাবিনি। গতকালই আমরা বিষয়টি জানতে পেরেছি। ফলে তাঁদের উৎসাহ দিতে আমরা এসেছি।’
শিহাব শাহীন পরিচালিত ‘দাগি’ সিনেমায় আফরান নিশোর বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা। আরও অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপুসহ অনেকে।
আরও পড়ুন‘দাগি’ কতটা দাগ কাটতে পারল০৯ এপ্রিল ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আফর ন ন শ
এছাড়াও পড়ুন:
বে-মেয়াদি রূপান্তর হতে চায় দুই ফান্ড, ভোটের তারিখ ঘোষণা
পুঁজিবাজারের তালিকাভুক্ত এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড ও ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ট্রাস্টি মেয়াদি (ক্লোজ-এন্ড) থেকে বে-মেয়াদি (ওপেন-এন্ড) ফান্ডে রূপান্তর করার আগ্রহ প্রকাশ করেছে। এ জন্য ইউনিটহোল্ডারদের ভোটের জন্য সভার আহ্বান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আরো পড়ুন:
বিনিয়োগকারীদের সচেতনতায় নির্দেশিত প্রোগ্রাম প্রচারের অনুরোধ
৪ কোম্পানির আর্থিক প্রতিবেদনে অনিয়ম: ৭ অডিটর নিষিদ্ধ
তথ্য মতে, ফান্ড দুটির বর্তমান মেয়াদ শেষ হবে আগামী ২৩ ডিসেম্বর। তার আগেই ফান্ড দুটিকে মেয়াদি থেকে বে-মেয়াদিতে রূপান্তরের জন্য সভা ও রেকর্ড ডেট এর তারিখ ঘোষণা করা হয়েছে।
ভ্যানগার্ড এএমএল বিডির ইউনিটহোল্ডারদের ভোটের জন্য আগামী ২৯ অক্টোবর সকাল ১১ টায় হোটেল পূর্বানিতে সভা অনুষ্ঠিত হবে। আর এসইএমএল লেকচার ইক্যুইটি ফান্ডের ইউনিটহোল্ডারদের ভোটের জন্য আগামী ৩০ অক্টোবর সকাল ১১ টায় মহাখালিতে রাওয়া কনভেনশন হলে সভা অনুষ্ঠিত হবে।
এজন্য ফান্ড দুটির আগামী ২২ অক্টোবর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। ওইদিন যাদের কাছে ফান্ড দুটির ইউনিট থাকবে, তারা সভায় গিয়ে বে-মেয়াদিতে রূপান্তরের পক্ষে বা বিপক্ষে ভোট দিতে পারবে।
ঢাকা/এনটি/ফিরোজ