মাদারীপুরে জেলা হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে ছয় মাসের এক শিশু চুরি হয়েছে। শিশুটিকে নিয়ে ইজিবাইকে করে দ্রুত পালিয়ে যায় বোরকা পরা এক নারী; যা ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে।
গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের ষষ্ঠ তলার শিশু ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ঘটনা তদন্তে এরই মধ্যে থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ মাঠে নেমেছে।
চুরি হওয়া শিশু আব্দুর রহমানের বাবা সুমন মুন্সি সদর উপজেলার মহিষেরচর পাকা মসজিদ এলাকার বাসিন্দা।
স্বজনরা জানান, তিন দিন আগে অসুস্থ দুই বছরের ছোট মেয়ে জামিলাকে এ হাসপাতালের ষষ্ঠ তলার শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বড় মেয়েকে খাওয়াচ্ছিলেন মা সুমি আক্তার। এ সময় তাঁর ছয় মাসের শিশু রহমানকে গোলাপি রঙের বোরকা পরা এক নারী কোলে তুলে নেয়। আদর করার জন্য হাসপাতালের বারান্দায় নিয়ে যায়। এর পরই মায়ের চোখ ফাঁকি দিয়ে রহমানকে নিয়ে সটকে পড়ে সে। রহমানকে অনেক খোঁজাখুঁজি করে না পাওয়া গেলে থানা পুলিশকে খবর দেওয়া হয়।
হাসপাতালের বাইরের সিসিটিভি ফুটেজে দেখা যায়, রহমানকে কোলে নিয়ে ইজিবাইকে করে হাসপাতাল ছেড়ে যাচ্ছে এক নারী। হাসপাতালে নিরাপত্তা না থাকায় এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্বজনদের। রহমানকে উদ্ধার ও এ ঘটনার জন্য শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।
রহমানের মা সুমি আক্তার বলেন, ‘আমার আদরের সন্তানকে কোলে নিয়ে এভাবে ওই নারী পালিয়ে যাবে বুঝতে পারিনি। চোখের পলকেই এ ঘটনা ঘটেছে। আমি আমার সন্তানকে ফেরত চাই।’
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা বলেন, হাসপাতাল থেকে এক শিশু চুরির ঘটনার সিসিটিভি ফুটেজ হাতে এসেছে। এরই মধ্যে পুলিশের একাধিক টিম কাজ করছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই চক্রে যে বা যারাই জড়িত থাকুক, সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে কথা বলতে রাজি হয়নি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নুরুল আমিন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: রহম ন
এছাড়াও পড়ুন:
১১ নাটক নিয়ে শিল্পকলায় চলছে ‘জুলাই পুনর্জাগরণ নাট্যোৎসব’
জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে রচিত ১১ দলের ১১টি নতুন প্রযোজনা নিয়ে শিল্পকলা একাডেমিতে চলছে ‘জুলাই পুনর্জাগরণ নাট্যোৎসব’। জাতীয় নাট্যশালায় গত ৩১ জুলাই শুরু হওয়া এই নাট্যোৎসব চলবে ৮ আগস্ট পর্যন্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে আয়োজিত এ উৎসবে নাট্যরূপে উঠে আসছে ইতিহাস, আন্দোলন ও সময়ের গল্প।
উৎসবের দ্বিতীয় দিন গতকাল শুক্রবার জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হয় ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’। তীরন্দাজ রেপার্টরি প্রযোজিত নাটকটির রচনা ও নির্দেশনায় দীপক সুমন। গতকালই ছিল এ নাটকের উদ্বোধনী প্রদর্শনী। সাপ্তাহিক ছুটির দিনে মঞ্চস্থ নতুন এ নাটক নিয়ে আলোচনা হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। বৃষ্টি উপেক্ষা করে উল্লেখযোগ্য দর্শকের উপস্থিতি ছিল। দর্শকদের অনেকেই বলছেন, এই নাটকে যেন এক নাগরিকের নির্জনতা, এক প্রেমিকের না-পাওয়া, এক বিপ্লবীর বিষণ্নতা আর এক সাধারণ মানুষের অসহায়তা একসূত্রে বাঁধা পড়েছে।