Prothomalo:
2025-08-01@02:00:28 GMT
সিন্দাবাদের ‘সোলেমানি তরবারি’, এক চোখের কেহেরমান; ‘আলিফ লায়লা’ সম্পর্কে কতটা জানেন
Published: 20th, April 2025 GMT
‘আমাদের শৈশবকে রঙিন করেছে “আলিফ লায়লা”। সিরিয়ালটি দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকতাম। স্মৃতিময় দিনগুলো খুব মিস করি।’ প্রথম আলোকে বলছিলেন তাজনিন নাহার নামে ৩৭ বছর বয়সী এক দর্শক।
নব্বই দশকের আলোচিত সিরিয়াল ‘আলিফ লায়লা’র সঙ্গে বহু দর্শকের স্মৃতি জড়িয়ে আছে। বিটিভিতে প্রচারের পর সিরিয়ালটি দর্শকমহলে রীতিমতো আলোড়ন তুলেছিল। প্রতি শুক্রবার রাত আটটার বাংলা সংবাদের পর ‘আলিফ লায়লা’ দেখতে টিভি সেটের সামনে হুড়োহুড়ি করতেন দর্শকেরা।
‘আলিফ লায়লা’ সিরিয়ালের দৃশ্য.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল
শিল্পীর সৌজন্যে