স্নাতক শিক্ষার্থীর জন্য প্রতিযোগিতা
Published: 20th, April 2025 GMT
বাংলাদেশ রাউন্ডের সেরা আট শিক্ষার্থী ‘টেক ফর গুড’ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য চীন ভ্রমণের সুযোগ পাবেন। চ্যাম্পিয়ন পাবেন ব্র্যান্ডের মেটবুক। প্রথম ও দ্বিতীয় রানারআপের জন্য থাকছে প্যাড আর স্মার্টওয়াচ
শিক্ষার্থীর জ্ঞান বিকাশে ও বাংলাদেশের আইসিটি খাতের উন্নয়নে উদ্ভাবনী ব্র্যান্ড হুয়াওয়ে ‘সিডস ফর দ্য ফিউচার’ প্রতিযোগিতা ঘোষণা করেছে। স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবেন।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, বর্তমানে অন্তর্বর্তী সরকার এআই, ক্লাউড ও সেমিকন্ডাক্টর খাতের জন্য জাতীয় নীতিমালা প্রণয়নে কাজ করছে। এসব বিষয়ের জন্য বৃহৎ ডিজিটাল রূপান্তরের মাস্টারপ্ল্যান চালু করব। আইসিটি ও টেলিযোগাযোগ খাতে হুয়াওয়ে ব্র্যান্ডের উল্লেখযোগ্য অংশীদারিত্ব রয়েছে। অতএব, তাদের এখানে ভূমিকা রয়েছে, যা এমন রূপান্তরকে সাহায্য করতে পারে। হুয়াওয়েকে এআই, ডিজিটাল ও কম্পিউটার প্রযুক্তির ল্যাবের মাধ্যমে আরও বেশি সংখ্যক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করতে স্বাগত জানাই, যাতে দেশের তরুণরা সুযোগ পেতে পারে।
সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, বাংলাদেশ ডিজিটাল রূপান্তরের দিকে এগিয়ে চলেছে। রূপান্তর প্রক্রিয়ায় হুয়াওয়ে বাংলাদেশের অংশীজন। উদ্ভাবনী এ ব্র্যান্ড ও চীনকে দারুণ বৈশ্বিক উদ্যোগের জন্য সাধুবাদ জানাই। এমন উদ্যোগের মাধ্যমে সারাবিশ্বে ১৮ হাজারের বেশি শিক্ষার্থীকে সহায়তা করেছে। অন্যদিকে, পাঁচ শতাধিক প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব করেছে।
হুয়াওয়ে সাউথ এশিয়া অঞ্চলের প্রেসিডেন্ট ও বাংলাদেশের সিইও উ জি বলেন, অনেক বছর ধরে এই প্রতিযোগিতা বৈশ্বিক উদ্ভাবন ও স্থানীয় সম্ভাবনার মধ্যে সেতুবন্ধ হিসেবে কাজ করেছে। বাংলাদেশি শিক্ষার্থীরা বিশ্বমানের প্রশিক্ষণ, আন্তঃসাংস্কৃতিক অভিজ্ঞতা এবং আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হাতে-কলমে শেখার সুযোগ পেয়েছেন। তাদের অনুপ্রাণিত করতে, সুদক্ষ করে গড়ে তুলতে ও ভবিষ্যতের জন্য প্রস্তুত করার লক্ষ্যে এমন উদ্যোগে কাজ করছি, যেন তারা দেশের ডিজিটাল অগ্রগতির নেতৃত্ব দিতে পারে।
বাংলাদেশে চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওপেং বলেন, স্থানীয় মেধা বিকাশে হুয়াওয়ের প্রতিশ্রুতির সঙ্গে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে চীন-বাংলাদেশ সহযোগিতা সুদৃঢ় করেছে। টানা ১১ বছর ধরে কর্মসূচি সম্পন্ন করেছে। ১২০ জনের বেশি বাংলাদেশি অংশগ্রহণকারী চীনে প্রশিক্ষণের সুযোগ পেয়েছেন। তাদের অনেকেই এখন বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে শীর্ষ পর্যায়ে কাজ করছেন। অনেকে হুয়াওয়ে বাংলাদেশের হয়ে কাজ করছেন। ফলে প্রতিযোগিতাটি এখন চীন-বাংলাদেশ সহযোগিতার ক্ষেত্রেও অবদান রাখছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: ক জ করছ ক জ কর র জন য
এছাড়াও পড়ুন:
‘নির্বাচন যতো ঘনিয়ে আসছে একদল আরেকদলকে আক্রমণ করছি’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় সারা দেশ যখন ক্ষোভে উত্তাল, তখন ঘটনাটি ঘিরে মন্তব্য করলেন চলচ্চিত্র নির্মাতা ও অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
সামাজিক যোগাযোগমাধ্যমে ফারুকী এ প্রসঙ্গে আজ একটি পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, “জুলাইতে ওরা শত শত স্বাধীনতাকামী মানুষকে খুন করেছে। তারপর ভারতে পালিয়ে গিয়েও খুনের হুমকি দিচ্ছে, খুন করছে। ওদের ‘খুনের জুলাই’ চলমান। আর আমরা কি করছি? নির্বাচন যতো ঘনিয়ে আসছে একদল আরেকদলকে আক্রমণ করছি, রেটোরিকের লড়াই চালাচ্ছি। মনে রাখবেন, আমাদের অনৈক্যই খুনীদের শক্তি।’’
“এখনই সময় আবার ঘন হয়ে আসার, গোল হয়ে আসার। ফ্যাসিবাদীরা বিচারের মুখোমুখি হওয়া তো দূরের কথা কোনো অনুশোচনা বোধ করে নাই। বরং খুনের রাজনীতি চালিয়ে যাচ্ছে। এখনই সময় সিদ্ধান্ত নেয়ার-ফ্যাসিবাদীদের আর এক চুলও ছাড় নয়। রাজনৈতিক দলগুলোকে বিনয়ের সাথে একটু খেয়াল করিয়ে দিতে চাই-আপনারা যদি কেবল ইলেকশনকেই পুলসিরাত মনে করেন মহা ভুল করবেন। বাংলাদেশের পুলসিরাত আগামী দশ বছরের লম্বা পথ। বি ওয়াইজ। অ্যাক্ট রেসপন্সিবলি। অ্যান্ড প্রটেক্ট দ্য ভেরি স্পিরিট অব জুলাই। লং লিভ বাংলাদেশ।” লিখেছেন ফারুকী।
তিনি আরো লিখেছেন, “বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিরোধী শক্তির প্রতি একটাই বার্তা- জুলাই আমাদের বদলে দিয়েছে চিরতরে। বাংলাদেশ আর কারো দাসত্ব করবে না। হাদী একজন না। হাদীরা হাজারে হাজার, কাতারে কাতার।’’
ঢাকা/রাহাত//