হারিয়ে যাওয়া ৭৯টি মোবাইল উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর
Published: 21st, April 2025 GMT
ঢাকা মহানগর এলাকায় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৭৯টি মোবাইল উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দিলেন পুলিশ। গত ১৫ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে তথ্য-প্রযুক্তির সহায়তায় ৭৯টি মোবাইল উদ্ধার করে পল্টন মডেল থানা পুলিশ।
রোববার পল্টন মডেল থানার সম্মেলন কক্ষে ডিএমপির মতিঝিল জোনের সহকারী কমিশনার (এসি) হুসাইন মুহাম্মাদ ফারাবী এসব মোবাইল মালিকদের কাছে হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন পল্টন থানার সেকেন্ড অফিসার মমিনুর রহমান।
এসি হুসাইন মুহাম্মাদ ফারাবী জানান, বিভিন্ন কারণে হারিয়ে যাওয়া মোবাইলের প্রকৃত মালিকরা সাধারণ ডায়েরির (জিডি) করেন। পরে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নির্দেশে পল্টন থানা পুলিশ হারানো মোবাইলগুলো উদ্ধার করেন। এতে পল্টন মডেল থানার এএসআই ইকবাল হোসেন সক্রিয় ভূমিকা পালন করেন।
তিনি জানান, ইতোপূর্বেও বিভিন্ন সময়ে পল্টন মডেল থানা পুলিশ কর্তৃক ১৫০টির অধিক হারানো মোবাইল ফোন উদ্ধারপূর্বক প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। হারিয়ে যাওয়া মোবাইলগুলো দ্রুততম সময়ে ফিরে পেয়ে আনন্দিত মোবাইল ফোন মালিকরা ডিএমপির প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
৫ রানে নেই ৭ উইকেট, তবু রেকর্ডটা বাংলাদেশের নয়
কলম্বোয় কাল শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে রান তাড়ায় শুরুটা ভালোই হয়েছিল বাংলাদেশের। ১০০ রান উঠেছিল মাত্র ১৬.২ ওভারে, উইকেট পড়েছিল মাত্র ১টি। তানজিদ হাসান খেলছিলেন দারুণ। নাজমুল হোসেন রানআউট হওয়ার আগে সব ঠিকঠাকই মনে হচ্ছিল। তারপর যেন সব উল্টে গেল।
২৭ বলের মধ্যে ৫ রানে নেই বাংলাদেশের ৭ উইকেট! ১০০/১ থেকে দেখতে না দেখতেই বাংলাদেশ ১০৫/৮। ওয়ানডে ইতিহাসে সবচেয়ে কম রানে দ্বিতীয় থেকে অষ্টম উইকেট হারানোর রেকর্ড এটিই। তবে ইনিংসের যে কোনো পর্যায়ে সবচেয়ে কম রানের মধ্যে ৭ উইকেট হারানোর রেকর্ড এটি নয়।
ওয়ানডে ইতিহাসে এর চেয়ে বাজে ৭ উইকেটের ধস আছে মাত্র একটি। ২০০৮ সালে হারারেতে শ্রীলঙ্কার বিপক্ষে জিম্বাবুয়ে ১২৪/৩ থেকে অলআউট হয়েছিল ১২৭ রানে—শেষ ৭ উইকেট হারিয়েছিল ৩ রানে।
২০১৪ সালে মিরপুরে ভারতের বিপক্ষে ৮ রানে শেষ ৭ উইকেট হারিয়েছিল বাংলাদেশ