প্রকৃতিতে ফিরেছে গ্রীষ্মকাল। বাংলা বছর শুরুর এই ঋতু মৌসুমি নানা ফলের পাশাপাশি পুষ্পপল্লবেও জানান দিচ্ছে নিজের উপস্থিতি। গ্রামবাংলার সর্বত্র এখন রংবেরঙের বাহারি ফুলের মনমাতানো সৌরভ। তেমনই এক ফুল সোনালু।
বাংলার প্রকৃতিতে সোনালু যেভাবে শোভা ছড়িয়ে চলেছে, তেমনি দেশের ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেও ছড়াচ্ছে মুগ্ধতা। রাঙাচ্ছে মানুষের মন। মহাসড়কে সোনালু ফুলের ‘তোরণ’ যেন অভ্যর্থনা জানাচ্ছে যানবাহনের যাত্রীদের।
ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের প্রায় ১০০ কিলোমিটার অংশ পড়েছে কুমিল্লা জেলায়। রোববার মহাসড়কের কুমিল্লার কোটবাড়ী নন্দনপুর এলাকায় চোখে পড়ল বিভাজকে হলুদ সোনালুর মেলা। কোটবাড়ী নন্দনপুর থেকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার আলেখারচর চক্ষু হাসপাতাল পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার এলাকায় শত শত সোনালুগাছে ফুটে আছে ফুল। পিচঢালা এই মহাসড়কের পথ যেতে যেতে সারি সারি গাছে সোনালু ফুলের দৃষ্টিনন্দন রূপ মোহিত করছে লোকজনকে।
সরেজমিন দেখা গেছে, গাছের শাখা ছাপিয়ে ঝুমকার মতো ঝুলে আছে সোনালু। হলুদ সোনালুর অপরূপ শোভা মন ছুঁয়ে যাবে যে কারও। মহাসড়কের চৌদ্দগ্রাম অংশের বিভিন্ন স্থানেও দেখা মিলছে হলুদ সোনালুর। বিশেষ করে মিয়ার বাজার এলাকার আশপাশে সোনালুর উপস্থিতি চোখে পড়ার মতো। এ ছাড়া মহাসড়কের দাউদকান্দি, চান্দিনা, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিভিন্ন অংশে শত শত গাছে সোনালু ফুল ফুটে রয়েছে। ফুলের সৌরভ আর মনমাতানো রঙে আকৃষ্ট হচ্ছেন চলাচলকারীরা। ব্যস্ততম মহাসড়কের পাশে যানবাহন থামিয়ে সোনালু ফুলের ছবি তুলতেও দেখা যায় অনেককে।
পিচঢালা ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পথ যেতে যেতে সারি সারি গাছে সোনালু ফুলের দৃষ্টিনন্দন রূপ মোহিত করছে লোকজনকে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
চট্টগ্রামে নিষিদ্ধঘোষিত দলের লোকজনকে বাড়ি ভাড়া না দিতে পুলিশের মাইকিং
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় নিষিদ্ধঘোষিত দলের লোকজনকে বাসা ভাড়া না দেওয়ার জন্য থানা-পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। আজ বুধবার বিকেলে কর্ণফুলী থানার পক্ষ থেকে মইজ্জ্যারটেক এলাকায় এই মাইকিং করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ ধরনের একটি ছড়িয়ে পড়েছে।
১ মিনিট ১৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি একটি সিএনজিচালিত অটোরিকশায় বসে একটি কাগজ দেখে দেখে মাইকিং করছিলেন। সেখানে তাঁকে বলতে শোনা যায়, ‘আসসালামু আলাইকুম, সকল বাড়ির মালিককে জানানো যাচ্ছে, কর্ণফুলী থানা এলাকায় নতুন কেউ ভাড়াটিয়া ভাড়া নিতে এলে, সেই ভাড়াটিয়ার ভোটার আইডি কার্ডসহ অন্যান্য ডকুমেন্টস আগে থানায় জমা দিতে হবে। কোনো নিষিদ্ধঘোষিত দলের লোকজনকে বাসা ভাড়া দেওয়া যাবে না। যদি কোনো ভাড়াটিয়া নিষিদ্ধঘোষিত দলের হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে আটক হয়; তাহলে সেই বাড়ির মালিককে সন্ত্রাসী কর্মকাণ্ডের সহযোগী হিসেবে আটক করা হবে। নির্দেশক্রমে সিএমপি, কর্ণফুলী থানা।’
মাইকিংয়ের বিষয়ে জানতে চাইলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শরীফ প্রথম আলোকে বলেন, সরকারঘোষিত নিষিদ্ধ সব সংগঠনকে বোঝানো হয়েছে। নির্দিষ্ট কোনো সংগঠনকে ইঙ্গিত করা হয়নি।