খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ ধর্মগুরু সদ্য প্রয়াত পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া আগামী ২৬ এপ্রিল শনিবার স্থানীয় সময় সকাল ১০টা অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেছে ভ্যাটিকান। অন্ত্যেষ্টিক্রিয়া উপলক্ষে ভ্যাটিকান সিটিতে বিশ্বজুড়ে রাষ্ট্রনেতা ও ধর্মীয় ব্যক্তিত্বদের আগমন ঘটতে যাচ্ছে। 

ভ্যাটিকানের আনুষ্ঠানিক ঘোষণার আগেই একাধিক বিশ্বনেতা তাদের উপস্থিতি নিশ্চিত করেছেন। খবর বিবিসির। 

আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই পোপের মৃত্যুর কিছুক্ষণের মধ্যেই ঘোষণা দেন যে, তিনি অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ করবেন।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছেন।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও পোপ ফ্রান্সিসের শেষ বিদায়ে উপস্থিত থাকার ঘোষণা দিয়েছেন।

ইতোমধ্যে জানানো হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও এই ধর্মীয় আয়োজনে অংশ নিতে পারেন।

এছাড়াও, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ডজন খানেক রাষ্ট্রপ্রধান ও ধর্মীয় নেতা পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে। একইসাথে শত শত ধর্মপ্রাণ মানুষ ভ্যাটিকানে জমায়েত হবেন, যারা পোপ ফ্রান্সিসের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এসেছেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: অন ত য ষ ট ক র উপস থ ত

এছাড়াও পড়ুন:

মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল কিশোরী, সাপের কামড়ে মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সাপের কামড়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জানান, রাতে ঘুমন্ত অবস্থায় ওই কিশোরীকে একটি বিষধর সাপ ছোবল দেয়। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় তার।

নিহত কিশোরীর নাম নাঈমা আকতার (১৩)। সে আনোয়ারার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামের বক্সি মিয়াজিবাড়ির মোহাম্মদ হাসানের মেয়ে। স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী ছিল সে।

পরিবারের সদস্যরা জানান, রাতে খাওয়াদাওয়া সেরে মা ও ছোট বোনের সঙ্গে ঘুমিয়ে ছিল নাঈমা। রাত তিনটার দিকে সাপের ছোবলে তার ঘুম ভাঙে। বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তাকে উদ্ধার করে রাতেই আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাঈমাকে মৃত ঘোষণা করেন। জানতে চাইলে নাঈমার চাচা কফিল উদ্দিন প্রথম আলোকে বলেন বলেন, ‘সাপে কামড় দিয়েছে জানার পর আমরা নাঈমাকে হাসপাতালে নিয়েছিলাম। কিন্তু তাকে বাঁচানো যায়নি।’

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, সাপে কামড় দেওয়া এক কিশোরীকে হাসপাতালে আনা হয়ছিল। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ