খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ ধর্মগুরু সদ্য প্রয়াত পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া আগামী ২৬ এপ্রিল শনিবার স্থানীয় সময় সকাল ১০টা অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেছে ভ্যাটিকান। অন্ত্যেষ্টিক্রিয়া উপলক্ষে ভ্যাটিকান সিটিতে বিশ্বজুড়ে রাষ্ট্রনেতা ও ধর্মীয় ব্যক্তিত্বদের আগমন ঘটতে যাচ্ছে। 

ভ্যাটিকানের আনুষ্ঠানিক ঘোষণার আগেই একাধিক বিশ্বনেতা তাদের উপস্থিতি নিশ্চিত করেছেন। খবর বিবিসির। 

আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই পোপের মৃত্যুর কিছুক্ষণের মধ্যেই ঘোষণা দেন যে, তিনি অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ করবেন।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছেন।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও পোপ ফ্রান্সিসের শেষ বিদায়ে উপস্থিত থাকার ঘোষণা দিয়েছেন।

ইতোমধ্যে জানানো হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও এই ধর্মীয় আয়োজনে অংশ নিতে পারেন।

এছাড়াও, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ডজন খানেক রাষ্ট্রপ্রধান ও ধর্মীয় নেতা পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে। একইসাথে শত শত ধর্মপ্রাণ মানুষ ভ্যাটিকানে জমায়েত হবেন, যারা পোপ ফ্রান্সিসের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এসেছেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: অন ত য ষ ট ক র উপস থ ত

এছাড়াও পড়ুন:

তালেবানের আমন্ত্রণে আফগানিস্তান সফরে মামুনুল হকসহ সাত আলেম

ইমারাত এ ইসলামিয়ার (তালেবান সরকার) আমন্ত্রণে আফগানিস্তান সফরে গেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ দেশের শীর্ষস্থানীয় সাতজন আলেম। সফরে আফগানিস্তানের প্রধান বিচারপতি, একাধিক মন্ত্রী, শীর্ষ আলেম ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করবেন তাঁরা।

গতকাল বুধবার সকালে আলেমদের এই প্রতিনিধিদল আফগানিস্তানের রাজধানী কাবুলে পৌঁছান। এই দলে মাওলানা মামুনুল হক ছাড়াও আছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আবদুল হামিদ (মধুপুরের পীর), মাওলানা আবদুল আউয়াল, মাওলানা আবদুল হক, মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা মনির হোসাইন কাসেমী ও মাওলানা মাহবুবুর রহমান।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সফরে বাংলাদেশের আলেমদের প্রতিনিধিদল ইমারাত এ ইসলামিয়া (তালেবান) সরকারের প্রধান বিচারপতি, একাধিক মন্ত্রী, শীর্ষ ওলামায়ে কেরাম ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। বিশেষভাবে মানবাধিকার ও নারী অধিকার বিষয়ে পশ্চিমা মহলে যে সমালোচনা রয়েছে, সে প্রসঙ্গেও তাঁরা বাস্তব অবস্থান সরাসরি পরিদর্শন করবেন।

আফগানিস্তানের রাজধানী কাবুলে তালেবান নেতাদের সঙ্গে বৈঠকে বাংলাদেশের আলেমদের প্রতিনিধিদলের সদস্যরা

সম্পর্কিত নিবন্ধ