নৌপরিবহনে কর্মপরিকল্পনা অর্থনীতিতে সহায়ক হবে: উপদেষ্টা
Published: 23rd, April 2025 GMT
নৌপরিবহন ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন, একটি সুপরিকল্পিত জাতীয় কর্মপরিকল্পনা নৌপরিবহন খাতকে প্রতিযোগিতামূলক করে তুলবে এবং অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বুধবার (২৩ এপ্রিল) রাজধানীর সিরডাপে ‘নৌপরিবহন খাতে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার, জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসা, আধুনিক বন্দর অবকাঠামো এবং পরিবেশবান্ধব জাহাজ নির্মাণে জোর দিতে হবে।
উপদেষ্টা জানান, গ্রিনভয়েজ প্রকল্পের আওতায় ২০৫০ সালের মধ্যে সামুদ্রিক খাত থেকে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ শূন্যে নামিয়ে আনার লক্ষ্যে জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়নে বাংলাদেশকে সহায়তা করা হচ্ছে।
তিনি বলেন, টেকসই নৌপরিবহন নিশ্চিত করতে জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি, দক্ষ জনবল এবং গবেষণায় বিনিয়োগ প্রয়োজন। আন্তর্জাতিক সহযোগিতা এবং সেরা অনুশীলন বিনিময় এই লক্ষ্য অর্জনে সহায়ক হবে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ বিশেষ অতিথির বক্তব্যে বলেন, এই কর্মপরিকল্পনা বাস্তবায়নে সরকারি-বেসরকারি অংশীজনদের একযোগে কাজ করতে হবে।
ঢাকা/আসাদ/এনএইচ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশোধন
হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য ১৪ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত অবকাশকালীন বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি। তবে এ বিষয়ে ২৮ আগস্ট জারি করা সুপ্রিম কোর্টের ৩৯৭-এ নম্বর বিজ্ঞপ্তির আংশিক সংশোধন আনা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সরকার এক তথ্য বিবরণীতে বিজ্ঞপ্তির আংশিক সংশোধনের বিষয়টি জানায়।
সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন যৌথভাবে ডিভিশন বেঞ্চে বসবেন। তারা হাইকোর্টের মূল ভবনের ২৩ নম্বর কক্ষে নির্ধারিত তারিখে বেলা ১১টা ৪০ থেকে দুপুর ২টা পর্যন্ত শুনানি গ্রহণ করবেন।
এ সময়ে দুর্নীতি দমন কমিশন আইন ও মানি লন্ডারিং আইন সংশ্লিষ্ট মামলা, জরুরি ফৌজদারি মোশন, ফৌজদারি আপিল ও জামিন সংক্রান্ত আবেদনপত্র, জেল আপিল, রিভিশন এবং অন্যান্য ফৌজদারি বিবিধ মামলার শুনানি হবে। এছাড়া, বেঞ্চে স্থানান্তরিত বিষয়গুলোতেও শুনানি ও আদেশ দেওয়া হবে।
ঢাকা/নঈমুদ্দীন/টিএই