কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে ছুরিকাঘাতে নুরুল ইসলাম (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে নুরুল ইসলামকে ছুরিকাঘাত করা হয়। আজ বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হত্যার সঙ্গে জড়িত সন্দেহে সৈয়দুল আমিন ওরফে কালা সোনা মিয়া নামের একজনকে আটক করেছে পুলিশ।

নিহত নুরুল ইসলাম উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোসেন।

আশ্রয়শিবিরের রোহিঙ্গাদের বরাত দিয়ে ওসি বলেন, মাদক কেনাবেচা নিয়ে বিরোধের জের ধরে এ হত্যার ঘটনা ঘটে। গতকাল রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে আশ্রয়শিবিরের আমগাছতলা এলাকায় সালেহ নামের একজন রোহিঙ্গা মুদিদোকানি নুরুল ইসলামকে ডেকে নেন। এ সময় শিবিরের বাসিন্দা নুরুল আজিম (৩০), সৈয়দুল আমিন (৪০), মো.

সাদেক (২০), মো. কায়সার (১৯) ও মুদিদোকানি সালেহ নুরুল ইসলামকে এলোপাতাড়ি ধারালো চাকু দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন।

খবর পেয়ে আহত নুরুল ইসলামের বড় ভাই মো. রিদোয়ান (২৭) এবং বন্ধু মো.ফারুক (২২) তাঁকে উদ্ধার করতে গেলে হামলাকারীরা তাঁদেরও কুপিয়ে জখম করেন। আহত তিনজনকে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান স্থানীয় লোকজন। গুরুতর আহত নুরুল ইসলাম আজ বুধবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি আরও বলেন, নুরুল ইসলামের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সৈয়দুল আমিনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন র ল ইসল ম

এছাড়াও পড়ুন:

হাদিকে গুলির ঘটনা আ.লীগের নির্বাচনবিরোধী ছকের অংশ: নাহিদ

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলির ঘটনা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নির্বাচনবিরোধী ছকের অংশ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি।

আরো পড়ুন:

জুলাই অভ্যুত্থানকে নস্যাতের ষড়যন্ত্র রুখে দিতে ঐক্যবদ্ধ অবস্থান

দুর্নীতি-সন্ত্রাসের অভিযোগ পেলে প্রার্থিতা বাতিল: নাহিদ 

নাহিদ ইসলাম বলেন, “হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা নয়, আওয়ামী লীগের নির্বাচনবিরোধী ছকের অংশ।”

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে নরমালাইজ করার চেষ্টা চলছে অভিযোগ করে তিনি বলেন, “আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসিত করার চেষ্টা দেখছি।”

এনসিপির আহ্বায়ক বলেন, “প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় সব জায়গায় আওয়ামী লীগকে প্রতিহত করা, প্রশাসনিকভাবে প্রতিহত করা এবং ভারতের হস্তক্ষেপ বন্ধ করার কথা বলেছি।”

পতিতরা নির্বাচন ঠেকাতে চাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “সবাইকে দায়িত্ব নিয়ে নির্বাচনি পরিবেশ ফেরাতে হবে।”

নাহিদ বলেন, “আমরা সর্বাত্মকভাবে জাতীয় ঐক্য ধরে রাখব বলেছি। হামলাকারী ও পরিকল্পনাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছি।”

এর আগে সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে করেছে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৈঠকে তিনটি দলের দুজন করে প্রতিনিধি অংশ নেন।

বিএনপির প্রতিনিধি দলে ছিলেন-দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলে ছিলেন-দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

এছাড়া এনসিপির প্রতিনিধিদলে ছিলেন- দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।

ঢাকা/রায়হান/সাইফ

সম্পর্কিত নিবন্ধ