উখিয়ার আশ্রয়শিবিরে ছুরিকাঘাতে রোহিঙ্গা যুবককে হত্যা
Published: 23rd, April 2025 GMT
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে ছুরিকাঘাতে নুরুল ইসলাম (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে নুরুল ইসলামকে ছুরিকাঘাত করা হয়। আজ বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হত্যার সঙ্গে জড়িত সন্দেহে সৈয়দুল আমিন ওরফে কালা সোনা মিয়া নামের একজনকে আটক করেছে পুলিশ।
নিহত নুরুল ইসলাম উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোসেন।
আশ্রয়শিবিরের রোহিঙ্গাদের বরাত দিয়ে ওসি বলেন, মাদক কেনাবেচা নিয়ে বিরোধের জের ধরে এ হত্যার ঘটনা ঘটে। গতকাল রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে আশ্রয়শিবিরের আমগাছতলা এলাকায় সালেহ নামের একজন রোহিঙ্গা মুদিদোকানি নুরুল ইসলামকে ডেকে নেন। এ সময় শিবিরের বাসিন্দা নুরুল আজিম (৩০), সৈয়দুল আমিন (৪০), মো.
খবর পেয়ে আহত নুরুল ইসলামের বড় ভাই মো. রিদোয়ান (২৭) এবং বন্ধু মো.ফারুক (২২) তাঁকে উদ্ধার করতে গেলে হামলাকারীরা তাঁদেরও কুপিয়ে জখম করেন। আহত তিনজনকে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান স্থানীয় লোকজন। গুরুতর আহত নুরুল ইসলাম আজ বুধবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তিনি আরও বলেন, নুরুল ইসলামের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সৈয়দুল আমিনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ন র ল ইসল ম
এছাড়াও পড়ুন:
২৭ নভেম্বরই জকসু নির্বাচন চায় ছাত্রশিবির
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন চলতি মাসের ২৭ নভেম্বর আয়োজনের দাবি জানিয়েছে শাখা ইসলামী ছাত্রশিবির।
সোমবার (৩ নভেম্বর) সংগঠনটির নেতারা জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান বরাবর এ দাবি জানিয়ে একটি স্মারকলিপি দেন।
আরো পড়ুন:
জকসু নির্বাচন নিয়ে একে অপরকে দোষারোপ ছাত্র সংগঠনগুলোর
জবি প্রশাসনের কাছে ২০ দাবি জানাল ইউটিএল
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২০ বছর পর এই প্রথম জকসু নির্বাচন হতে যাচ্ছে। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ও আন্দোলনের পর প্রশাসন নির্বাচন আয়োজনের রোডম্যাপ প্রকাশ করেছে। কিন্তু সম্প্রতি একটি গোষ্ঠী নির্বাচন বানচালের নীলনকশা শুরু করেছে, যা শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্নের অপচেষ্টা।
এতে আরো বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচন না করলে তা হবে শিক্ষার্থীদের ভোটাধিকার হরণের সামিল। কারণ ১৩ ডিসেম্বর থেকে ২১তম ব্যাচের ভর্তি পরীক্ষা, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং পরবর্তী শীতকালীন ছুটির কারণে ডিসেম্বর মাসে নির্বাচন করা সম্ভব নয়।
এ সময় সংগঠনটির নেতারা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঘোষিত তারিখ অনুযায়ী ২৭ নভেম্বরই জকসু নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। নির্বাচন বিলম্বের কোনো যৌক্তিক কারণ নেই।
ঢাকা/লিমন/মেহেদী