আর্সেনালে হোঁচট, লিভারপুল চাইলে শুরু করে দিতে পারে শিরোপা উদ্যাপন
Published: 24th, April 2025 GMT
আর্সেনাল ২:২ ক্রিস্টাল প্যালেস
ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে আর্সেনাল ম্যাচটা হারলেই নিশ্চিত হতো লিভারপুলের লিগ শিরোপা। কিন্তু মাঠে না নেমেই লিভারপুলকে উদ্যাপনের সে সুযোগটা দিল না মিকেল আরতেতার দল। বলা যায়, সামান্যের জন্য ঝুলে থাকল লিভারপুলের চূড়ান্ত উদ্যাপন।
প্যালেসের বিপক্ষে আজ পরপর দুবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করেছে আর্সেনাল।
আর্সেনাল ম্যাচটা না হারায় অন্য রকম সুবিধাও হলো লিভারপুলের। এখন ঘরের মাঠে ম্যাচ জিতেই শিরোপা উৎসবে মাতার সুযোগ পাচ্ছে তারা। সে জন্য আগামী রোববার রাতে টটেনহামের বিপক্ষে অ্যানফিল্ডের ম্যাচটা ড্র করলেই চলবে।
এমিরেটসে আজ ড্রয়ের পর আর্সেনালের পয়েন্ট ৩৪ ম্যাচে ৬৭। এক ম্যাচ কম খেলা লিভারপুলের পয়েন্ট এখন ৭৯। অর্থাৎ এখনো কাগজে-কলমে লিভারপুলকে ছুঁয়ে ফেলার সুযোগ আছে আর্সেনালের। সে জন্য অবশ্য লিভারপুলকে সব ম্যাচ হারতে হবে এবং আর্সেনালকে সব ম্যাচ জিতত হবে।
এরপরও অবশ্য খুব একটা লাভ নাও হতে পারে। কারণ পয়েন্ট সমান হলে প্রিমিয়ার লিগে শিরোপা নির্ধারণ হবে গোল ব্যবধান দিয়ে। যেখানে আর্সেনালের চেয়ে ১০ গোলে এগিয়ে আছে লিভারপুল। ফলে সব মিলিয়ে অসম্ভব এক সমীকরণের সামনেই দাঁড়িয়ে আছে আর্সেনাল। তাই লিভারপুল চাইলে উৎসবটা এখনই শুরু করে দিতে পারে।
আরও পড়ুনশিরোপা থেকে ১ জয়ের দূরত্বে লিভারপুল, ফিরেই নায়ক আলেকজান্ডার–আরনল্ড২০ এপ্রিল ২০২৫এমিরেটসে আর্সেনাল ম্যাচ শুরুই করে গোল দিয়ে। ম্যাচের তৃতীয় মিনিটে ফ্রি-কিক থেকে বল পেয়ে গোল করে দলকে এগিয়ে দেন জাকোভ কিউইওর৷ গোল খেয়েও ক্রিস্টাল অবশ্য দমে যায়নি। প্রতি-আক্রমণ থেকে বারবার চেষ্টা করে যাচ্ছিল তারা। কয়েকবার কাছাকাছি গিয়েও পাওয়া হয়নি গোল।
শেষ পর্যন্ত অবশ্য সাফল্য ঠিকই পেয়ে যায় ক্রিস্টাল। ম্যাচের ২৭ মিনিটে দুর্দান্ত এক ভলিতে গোল করে দলকে সমতা ফেরান এবেরেচি এজে। এই সমতা অবশ্য শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি তারা। ম্যাচের ৪২ মিনিটে আর্সেনালকে এগিয়ে দেন লেয়ান্দ্রো ত্রোসার। এই লিড নিয়েই বিরতিতে যায় আর্সেনাল।
দুইবার এগিয়ে গিয়েও জিততে পারেনি আর্সেনাল.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল
শিল্পীর সৌজন্যে