ওরস সামনে রেখে ঐতিহ্যবাহী ‘লাকড়ি তোড়া’ উৎসব ভক্তদের
Published: 25th, April 2025 GMT
সিলেটের হজরত শাহজালাল (রহ.)–এর মাজারের ঐতিহ্যবাহী ‘লাকড়ি তোড়া’ উৎসব সম্পন্ন হয়েছে। এবার মাজারে ৭০৬তম উৎসব হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আগামী ১৮ ও ১৯ মে মাজারে ৭০৬তম বাৎসরিক ওরস অনুষ্ঠিত হবে। বহু বছর ধরে চলে আসা নিয়ম অনুযায়ী লাকড়ি তোড়া উৎসবে সংগৃহীত কাঠ দিয়ে ওই ওরসে রান্না করা হবে।
লাকড়ি তোড়া উৎসবকে কেন্দ্র করে আজ শুক্রবার দুপুরে মাজার ছিল অনেকটা উৎসবমুখর। সরেজমিনে দেখা যায়, নানা সাজে সজ্জিত হয়ে ভক্তরা উপস্থিত হয়েছেন শাহজালাল (রহ.
মাজারে খোঁজ নিয়ে জানা গেছে, বার্ষিক ওরসের তিন সপ্তাহ আগে হিজরি সন অনুযায়ী এ উৎসব হয়। ৭০০ বছরের অধিক সময় ধরে এটি হয়ে আসছে। লাক্কাতুরা টিলা এলাকা থেকে সংগ্রহ করা জ্বালানি কাঠগুলো হজরত শাহজালাল (রহ.)-এর পুকুরে ধুয়ে রাখা হয়েছে নির্দিষ্ট স্থানে। তবে প্রতিবছর বাদ্যযন্ত্র নিয়ে একদল ভক্তকে লাকড়ি তোড়া উৎসবে অংশ নিতে দেখা গেলেও এবার বাদ্যযন্ত্র নিয়ে কাউকে আসতে দেখা যায়নি।
লাক্কাতুরা টিলা এলাকা থেকে সংগ্রহ করা জ্বালানি কাঠগুলো হজরত শাহজালাল (রহ.)-এর পুকুরে ধুয়ে রাখা হয়েছে নির্দিষ্ট স্থানেউৎস: Prothomalo
কীওয়ার্ড: শ হজ ল ল
এছাড়াও পড়ুন:
পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হলো জাবির জাতীয় বিতর্ক উৎসব
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে‘চির উন্নত মম শির’ স্লোগানকে সামনে রেখে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন (জেইউডিও)-এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে জেইউডিও জাতীয় বিতর্ক উৎসব ২০২৫। গত ২৭ নভেম্বর শুরু হওয়া এই উৎসবে সারা দেশের অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের বিতার্কিকরা অংশ নেন। উৎসবের সমাপনী দিনে শুক্রবার (১২ ডিসেম্বর) চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, যুক্তিবাদী ও মননশীল মানুষ গড়ে তোলার লক্ষ্যে এবারের উৎসবটি তিনটি পর্বে অনুষ্ঠিত হয়। এর মধ্যে ২৭ নভেম্বর ১৪তম আন্তঃকলেজ, ২৮ নভেম্বর ২০তম আন্তঃবিশ্ববিদ্যালয় এবং ১১ ডিসেম্বর ১৪তম আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আরো পড়ুন:
জাবিতে একাডেমিক নিপীড়ন প্রতিরোধে নতুন প্ল্যাটফর্মের যাত্রা শুরু
জাবির ৪৫তম ব্যাচের রাজা আকাশ, রানি ফারিন
প্রতিযোগিতায় আন্তঃবিশ্ববিদ্যালয় পর্বে চ্যাম্পিয়ন হয়েছে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রানার আপ হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)।
আন্তঃকলেজ পর্বে চ্যাম্পিয়ন হয়েছে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ এবং রানার আপ হয়েছে সেন্ট জোসেফ কলেজ। পাশাপাশি আন্তঃস্কুল পর্যায়ে চ্যাম্পিয়ন ট্রফি জিতেছে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এবং রানার আপ হয়েছে সেন্ট গ্রেগরী স্কুল।
জাতীয় বিতর্ক উৎসব ২০২৫-এর স্কুল পর্যায়ের যুগ্ম আহ্বায়ক ছিলেন জান্নাতুন্নেছা বিনতে জামান এমিলি, কলেজ পর্যায়ে আল লুবান এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে সাদমান কৌশিক। উৎসবের মূল আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন জেইউডিও’র সভাপতি মির্জা সাকি।
ঢাকা/হাবীব/জান্নাত