সাতক্ষীরার কলারোয়ায় দুই বছরের গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার জালালাবাদ ইউনিয়নের বাটরা গ্রামে শিশুটির নানার বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ শিশুটির মাকে আটক করেছে।  

নিহত শিশু খাদিজা খাতুন মা তানিয়া খাতুন ওরফে আসমার (৩০) সঙ্গে বাটরা মিলপাড়া এলাকার নানা বাড়িতেই থাকত।

আসমার স্বজনরা জানায়, ১০ বছর আগে তৌহিদুর রহমানের সঙ্গে আসমার বিয়ে হয়। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। বছর খানেক হলো আছমা মানসিক ভারসাম্যহীনতায় ভুগছে। এ কারণে তৌহিদুর ছেলে-মেয়েসহ আছমাকে বাবার বাড়ি পাঠিয়ে দেয়। শুক্রবার দুপুরে বাড়িতে কেউ না থাকায় বঁটি দিয়ে ২ বছর বয়সী মেয়ে খাদিজা খাতুনকে গলাকেটে হত্যা করে আছমা। মেয়েকে হত্যার পর ছেলে তানভীরকে হত্যা করতে গেলে শিশুটির নানী আটকায়। 

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মেয়েটির মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এছাড়া সন্তানকে হত্যার অভিযোগে আছমা খাতুনকে আটক করা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান তিনি। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আটক

এছাড়াও পড়ুন:

হাদিকে গুলি: দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে ইউনূসের আহ্বান

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির নেতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। গত শুক্রবার গুলিবিদ্ধ জুলাই অভ্যুত্থানের মুখ শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার প্রেক্ষাপটে এই বৈঠক হয়। ১২ ফেব্রুয়ারি ভোট সামনে রেখে ইউনূস সতর্ক করেন যে, এটি নির্বাচন বানচাল করার পূর্বপরিকল্পিত ষড়যন্ত্র। তিনি প্রশিক্ষিত শুটার ও ক্ষমতাচ্যুত শক্তির বিরুদ্ধে জুলাইপন্থীদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ভুলে এক থাকার আহ্বান জানান।

সম্পর্কিত নিবন্ধ