১০ জনের মোহামেডানের বিপক্ষে গোলশূন্য ড্র আবাহনীর
Published: 26th, April 2025 GMT
আবাহনী-মোহামেডান মানেই বাড়তি উত্তেজনার লড়াই। নব্বই দশকের সেই চেনা ঝাঁজ এখন আর না থাকলেও, দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচে গ্যালারি থেকে মাঠ—সব জায়গাতেই ছড়িয়ে পড়ে টানটান উত্তাপ। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শনিবারের ম্যাচেও দেখা গেল সেই চিত্র। নাটকীয়তা ও দুই দফা খেলা বন্ধ হওয়ার মধ্যেও গোলের দেখা পেল না কোনো দল। ফলে জমজমাট লড়াই শেষ হলো গোলশূন্য ড্রয়ে।
এই ড্রয়ে অবশ্য লাভ হয়েছে মোহামেডানের। আলফাজ আহমেদের দল এখন ৩১ পয়েন্ট নিয়ে রয়েছে শীর্ষে। আর ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আবাহনী।
ম্যাচের শুরুটা ছিল ধীর গতির। অষ্টম মিনিটে সুমন রেজার হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর ধীরে ধীরে গতি পেল খেলা। তবে বিরতির আগে মোহামেডান বড় ধাক্কা খায়। আবাহনীর সুমন রেজাকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন মাহবুব আলম। এ ঘটনা গ্যালারিতে উত্তেজনা ছড়ায়। দর্শকরা ফ্লেয়ার ও বস্তু ছুড়ে মারলে পাঁচ মিনিটের জন্য খেলা বন্ধ হয়ে যায়।
খেলা শুরুর পর আবারও গ্যালারিতে বিশৃঙ্খলা বাধে। এবার বোতল ছুড়ে মারেন দর্শকরা। মোহামেডানের খেলোয়াড়রা শান্ত থাকার আহ্বান জানালেও পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপ প্রয়োজন হয়। দশ মিনিট বন্ধ থাকার পর আবার শুরু হয় ম্যাচ।
এসবের প্রভাব পড়ে মাঠের খেলাতেও। দুই দলই ছন্দ হারিয়ে ফেলে। দ্বিতীয়ার্ধে সহজ সুযোগ হাতছাড়া করেন আবাহনীর মোহাম্মদ ইব্রাহিম। গোলরক্ষক সুজন হোসেনের ভুলে ফাঁকা পোস্ট পেয়েও গোল করতে ব্যর্থ হন তিনি।
শেষ দিকে আবাহনী কিছু আক্রমণ করলেও ফল আসেনি। ফলে ১০ জনের মোহামেডানের বিপক্ষেও ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র বিশেষ সম্পর্কের প্রশংসা করলেন ট্রাম্প
বিশ্বের সবচেয়ে জটিল কিছু সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত প্রতিশ্রুতির প্রশংসা করেছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। একইসঙ্গে ইউক্রেনকে স্বৈরশাসনের (রাশিয়ার পুতিন সরকার) বিরুদ্ধে সমর্থন দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি।
গতকাল বুধবার উইন্ডসর ক্যাসেলে আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন রাজা।
এদিকে রাজার এ বক্তব্যের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বিশেষ সম্পর্কের প্রশংসা করে বলেন, এ সম্পর্ককে ‘বিশেষ’ শব্দ দিয়ে যথাযথভাবে বোঝানো যায় না।
ট্রাম্পের রাষ্ট্রীয় এ সফর চলবে আজ বৃহস্পতিবারও। এদিন নানা অনুষ্ঠানে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে অংশ নেবেন ব্রিটিশ রানি ক্যামিলা ও প্রিন্সেস অব ওয়েলস।উইন্ডসর ক্যাসলে ১৬০ অতিথির জন্য আয়োজিত জাঁকজমকপূর্ণ এ ভোজসভায় রাজার বক্তৃতায় দুই দেশের গভীর বন্ধন এবং সাংস্কৃতিক, বাণিজ্যিক ও সামরিক সম্পর্ক ধরে রাখার গুরুত্ব তুলে ধরা হয়।
রাজা চার্লস বলেন, ‘আমাদের প্রিয় মূল্যবোধ রক্ষার জন্য আমাদের জনগণ একসঙ্গে লড়াই করেছে, প্রাণ দিয়েছে।’
ট্রাম্পের রাষ্ট্রীয় এ সফর চলবে আজ বৃহস্পতিবারও। এদিন নানা অনুষ্ঠানে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে অংশ নেবেন ব্রিটিশ রানি ক্যামিলা ও প্রিন্সেস অব ওয়েলস।
ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশ রাজপ্রাসাদে পৌঁছালে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়