আওয়ামী লীগকে নিষিদ্ধ করাসহ জুলাই গণহত্যার বিচার, রাষ্ট্রীয় সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সেখানে তাঁরা বলেন, বিচার ও সংস্কারের আগে জাতীয় নির্বাচন করতে দেওয়া হবে না।

আজ শনিবার বিকেল সাড়ে চারটার দিকে রাজধানীর মিরপুর ১০ নম্বরের স্বাধীনতা চত্বরে (গোলচত্বর) এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে দলটি। এতে জাতীয় নাগরিক পার্টির মিরপুর ও রাজধানীর বিভিন্ন এলাকার নেতা–কর্মীরা অংশ নেন। সমাবেশ শেষে একটি মিছিল মিরপুর ১০ থেকে শুরু হয়ে মিরপুর মডেল থানার সামনে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিল থেকে ‘বিচার, বিচার, বিচার চাই, আওয়ামী লীগের বিচার চাই’, ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাশশন’, ‘আওয়ামী লীগের গদিতে, আগুন জ্বালো একসাথে’ এমন বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

সমাবেশে যোগ দিয়ে বক্তব্য দেন শহীদ মিরাজের বাবা মাসুদ ফরাজী। তিনি বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের হত্যার বিচারের আগে দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। আগে বিচার ও সংস্কার, পরে নির্বাচন হতে হবে। আমরা আজকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানাচ্ছি।’

এনসিপির মিরপুর থানা প্রতিনিধি রাসেল খন্দকার বলেন, ‘বিচারের আগে কোনো নির্বাচন নয়, আগে জুলাই গণ-অভ্যুত্থানের স্বীকৃতি দিতে হবে। না হলে আমাদের আন্দোলনের বৈধতা কোথায়? শহীদদের বৈধতা কোথায়? এখানে সংবিধানের দোহাই দিয়ে ’৭২ সাল থেকে স্বৈরাচার কায়েম করা হয়েছে।’

সংস্কার এবং জুলাই গণ-অভ্যুত্থানের প্রোক্লেমেশন (ঘোষণাপত্র) ছাড়া কোনো নির্বাচন নয় উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের দাবি না মানা হলে আগামী এক সপ্তাহের মধ্যে মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করা হবে।’

সমাবেশে বক্তব্য দেন এনসিপির মিরপুর মডেল থানা প্রতিনিধি এস এম সায়েম, তানভীর আহমেদ, গোলাম রব্বানী, শাহ আলী থানা প্রতিনিধি রানা খানসহ প্রমুখ।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এনস প আওয় ম

এছাড়াও পড়ুন:

হাদিকে গুলির ঘটনা আ.লীগের নির্বাচনবিরোধী ছকের অংশ: নাহিদ

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলির ঘটনা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নির্বাচনবিরোধী ছকের অংশ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি।

আরো পড়ুন:

জুলাই অভ্যুত্থানকে নস্যাতের ষড়যন্ত্র রুখে দিতে ঐক্যবদ্ধ অবস্থান

দুর্নীতি-সন্ত্রাসের অভিযোগ পেলে প্রার্থিতা বাতিল: নাহিদ 

নাহিদ ইসলাম বলেন, “হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা নয়, আওয়ামী লীগের নির্বাচনবিরোধী ছকের অংশ।”

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে নরমালাইজ করার চেষ্টা চলছে অভিযোগ করে তিনি বলেন, “আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসিত করার চেষ্টা দেখছি।”

এনসিপির আহ্বায়ক বলেন, “প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় সব জায়গায় আওয়ামী লীগকে প্রতিহত করা, প্রশাসনিকভাবে প্রতিহত করা এবং ভারতের হস্তক্ষেপ বন্ধ করার কথা বলেছি।”

পতিতরা নির্বাচন ঠেকাতে চাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “সবাইকে দায়িত্ব নিয়ে নির্বাচনি পরিবেশ ফেরাতে হবে।”

নাহিদ বলেন, “আমরা সর্বাত্মকভাবে জাতীয় ঐক্য ধরে রাখব বলেছি। হামলাকারী ও পরিকল্পনাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছি।”

এর আগে সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে করেছে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৈঠকে তিনটি দলের দুজন করে প্রতিনিধি অংশ নেন।

বিএনপির প্রতিনিধি দলে ছিলেন-দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলে ছিলেন-দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

এছাড়া এনসিপির প্রতিনিধিদলে ছিলেন- দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।

ঢাকা/রায়হান/সাইফ

সম্পর্কিত নিবন্ধ