দুই স্তরে দাম কমছে ইন্টারনেটের, কতটা সাশ্রয় হবে গ্রাহকের
Published: 27th, April 2025 GMT
সরবরাহব্যবস্থার দুটি স্তরে ইন্টারনেটের দাম কমানোর ঘোষণা দিয়েছে একাধিক প্রতিষ্ঠান। দাম কমানোর হার ১০ থেকে ২০ শতাংশ। প্রশ্ন উঠেছে, গ্রাহক এর কী সুফল পাবেন, কতটা পাবেন।
অপারেটররা বলছে, ইন্টারনেটের দাম কমানো নির্ভর করে একাধিক বিষয়ের ওপর। শুধু দুই স্তরে ব্যান্ডউইথের মূল্য কিছুটা কমলেই ইন্টারনেটের দাম কমবে, এমন আশা করা যায় না।
ব্যান্ডউইথের দাম কমানোর প্রথম ঘোষণা আসে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন কেবল পিএলসি (বিএসসিপিএলসি) কাছ থেকে। তারা গত ২২ মার্চ ঘোষণা দেয়, তাদের সব ধরনের সেবার ক্ষেত্রে ১০ শতাংশ দাম কমবে। দেশের প্রায় অর্ধেক ব্যান্ডউডইথ আসে এই কোম্পানির মাধ্যমে।
অবশ্য তখন গ্রাহক পর্যায়ে সেবাদানকারীরা তখন বলেছিলেন, বিএসসিপিএলসি বেসরকারি প্রতিষ্ঠানের (আইটিসি) চেয়ে বেশি দাম রাখে। ফলে তারা দর কিছুটা কমালেও খুব একটা সুফল পাওয়া যাবে না।
সাবমেরিন কেবল কোম্পানির পর ইন্টারনেট সেবাদাতা বেসরকারি প্রতিষ্ঠান ফাইবার অ্যাট হোমও দাম কমানোর কথা জানায়। তারা ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল কেবল (আইটিসি) পর্যায়ে ১০ শতাংশ, ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) পর্যায়ে ১০ শতাংশ ও নেশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন) পর্যায়ে ১৫ শতাংশ দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে।
সর্বশেষ ২২ এপ্রিল ইন্টারনেট সেবাদাতা বেসরকারি প্রতিষ্ঠান সামিট কমিউনিকেশনসও নিজেদের সেবার দাম কমানোর কথা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। তারা বলেছে, সরকারি উদ্যোগকে সমর্থন করতে এবং ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে (আইএসপি) সাশ্রয়ী দামে উন্নত মানের ইন্টারনেট দিতে ইন্টারনেটের দামে ১০ শতাংশ আর এনটিটিএনের দামে ১৫ থেকে ২০ শতাংশ ছাড় দেওয়া হবে।
দাম কমানোর এসব ঘোষণার মধ্যে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব ২১ এপ্রিল নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বলেন, ইন্টারনেট-সেবায় লাইসেন্সের ধাপে ধাপে মোট তিন থেকে চারটি স্তরে দাম কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি মোবাইল অপারেটরদের দেওয়া একাধিক সুবিধার কথা উল্লেখ করে বলেন, বেসরকারি মোবাইল কোম্পানিগুলোর ইন্টারনেটের দাম না কমানোর কোনো ধরনের যৌক্তিক কারণ কিংবা অজুহাত অবশিষ্ট থাকে না। সরকার তাদের নীতিগত সহায়তা দিয়েছে।
ইন্টারনেট-সেবার ক্ষেত্রে বিদেশ থেকে ব্যান্ডউইডথ আসে সাবমেরিন কেব্ল ও আইটিসির (ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিরিয়াল কেবল) মাধ্যমে। সেখান থেকে আইআইজির মাধ্যমে মোবাইল অপারেটর ও ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতারা ব্যান্ডউইডথ নেয়। ব্যান্ডউইডথ সঞ্চালনের তার বা অপটিক্যাল ফাইবার কেব্ল স্থাপন করে এনটিটিএন অপারেটররা। এসব স্তরেই দাম কমানোর ঘোষণা এসেছে।
যা বলছে আইএসপিএবিদেশে মোবাইল ইন্টারনেটের গ্রাহক বেশি। তারপর রয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেটের গ্রাহক। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারি শেষে মোবাইল ইন্টারনেটের গ্রাহক দাঁড়িয়েছে ১১ কোটি ৬০ লাখ। আর ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের (আইএসপি) ব্রডব্যান্ড ইন্টারনেটের গ্রাহক ১ কোটি ৪০ লাখ।
আইএসপিদের সংগঠন আইএসপিএবি ১৯ এপ্রিল জানায়, তারা ৫০০ টাকায় ১০ এমবিপিএস (মেগাবিট পার সেকেন্ড) গতির ইন্টারনেট দেবে, যা আগে ছিল ৫ এমবিপিএস। অবশ্য গতির অন্যান্য স্তরে তারা দাম কমানো বা গতি বাড়ানোর ঘোষণা দেয়নি।
আইএসপিএবির সভাপতি মো.
এনটিটিএন পর্যায়েও বাজারমূল্যের চেয়ে বেশি দাম ধরে বিটিআরসি রাজস্বের ভাগ নেয় দাবি করে ইমদাদুল হক বলেন, দাম কোন পর্যায়ে কমছে এবং গ্রাহক স্বার্থ রক্ষিত হচ্ছে কি না, তা পরবর্তী মাসের ইনভয়েস (পণ্য বা সেবার মূল্য পরিশোধের নথি) পেলে বোঝা যাবে।
আরও পড়ুনইন্টারনেটের দাম ৩ স্তরে কমছে: ফয়েজ আহমদ২১ এপ্রিল ২০২৫‘শুধু একটি বিষয়ের ওপর নির্ভরশীল নয়’বিএসসিপিএলসি ২২ মার্চ ব্যান্ডউইডথের দাম কমানোর ঘোষণা দেওয়ার পর সরকারি মোবাইল অপারেটর টেলিটক পবিত্র ঈদুল ফিতর থেকে ১০ শতাংশ মূল্যছাড়ের দিয়েছিল।
টেলিটকের গ্রাহক কম, মাত্র ৬৫ লাখ ৫০ হাজার (মুঠোফোন গ্রাহক)। গ্রাহক বেশি গ্রামীণফোন, রবি আজিয়াটা ও বাংলালিংকের।
জানতে চাইলে গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস শারফুদ্দিন আহমেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ইন্টারনেটের দাম শুধু একটি বিষয়ের ওপর নির্ভরশীল নয়। এখানে তরঙ্গ, টাওয়ার, ফাইবার, বিদ্যুৎসহ বিভিন্ন বিষয় যুক্ত। এগুলোর সম্মিলিত খরচের ভিত্তিতে চূড়ান্ত দাম নির্ধারিত হয়। তবে গ্রাহকদের কথা মাথায় রেখে গ্রামীণফোন বিষয়টি সামগ্রিকভাবে মূল্যায়ন করছে।
আরও পড়ুনকথা বলা ও ইন্টারনেট সেবায় মধ্যস্বত্বভোগী কমবে, গ্রাহকের লাভ কী২৩ এপ্রিল ২০২৫ইন্টারনেটের দাম বেশি হওয়ার সঙ্গে উচ্চ হারে করের প্রসঙ্গ টেনে গ্রামীণফোনের এই কর্মকর্তা বলেন, বাংলাদেশে টেলিযোগাযোগ খাত দীর্ঘদিন ধরে অযৌক্তিকভাবে উচ্চ হারে করের আওতাভুক্ত। এটি গ্রাহক কর ও করপোরেট কর—দুয়ের ক্ষেত্রেই প্রযোজ্য।
ইন্টারনেটের দাম কমিয়ে আনতে সরকারের পদক্ষেপকে স্বাগত জানিয়ে রবি আজিয়াটার চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম প্রথম আলোকে বলেন, বিভিন্ন স্তরে খরচ কমানোর প্রতিফলন মোবাইল ইন্টারনেটের মূল্যে দেখা যাবে এবং তার সুফল গ্রাহকেরাও পাবেন। তিনি বলেন, দাম কমানোর প্রকৃত সুফল পেতে কিছুটা সময় প্রয়োজন। সময়ের সঙ্গে সঙ্গে খরচ কমে এলে ইন্টারনেটের দাম অবশ্যই কমে আসবে।
সাহেদ আলম বলেন, ঘোষণা দিয়ে দাম কমানোর চেয়ে কার্যকর মূল্যহ্রাসের ওপর বেশি জোর দেওয়া উচিত।
আরও পড়ুনকর না কমালে সুলভ মূল্যে ইন্টারনেট দেওয়া সম্ভব নয়১৬ জানুয়ারি ২০২৫উৎস: Prothomalo
কীওয়ার্ড: র দ ম কম ন র ব ট আরস ব সরক র স ফল প পর য য় প এলস প রথম র ওপর
এছাড়াও পড়ুন:
রাঙামাটির পাহাড়ে ইউপিডিএফের আস্তানায় সেনা অভিযান
রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) আস্তানায় অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
মঙ্গলবার (২৯ জুলাই) সকালে চালানো এই অভিযানে সন্ত্রাসীদের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, সেনাবাহিনী ঘটনাস্থল থেকে একে-৪৭ রাইফেলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। অভিযান এখনো চলছে।
১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রামের দীর্ঘদিনের সংঘাত নিরসনে তৎকালীন সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) মধ্যে শান্তিচুক্তি সই হয়। চুক্তিতে বহু ধারার উল্লেখ ছিল—এর কিছু বাস্তবায়ন করা হয়, আর বাকিগুলোর বাস্তবায়নের জন্য সময়সীমা নির্ধারণ করা হয়। তবে পাহাড়ি জনগোষ্ঠীর একটি বড় অংশের অভিযোগ, চুক্তির অধিকাংশ গুরুত্বপূর্ণ ধারা এখনও বাস্তবায়িত হয়নি।
এই চুক্তির বিরোধিতা করেই ১৯৯৮ সালের জুনে আত্মপ্রকাশ করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। সংগঠনটি মূলত চুক্তিবিরোধী অবস্থান নিয়ে পাহাড়ি তরুণদের মধ্যে শক্ত অবস্থান গড়ে তোলে।
এরপর থেকেই পার্বত্য অঞ্চলে আধিপত্য বিস্তার নিয়ে ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে বিরোধ চরমে ওঠে। দুই সংগঠনের সংঘর্ষে বিভিন্ন সময়ে বহু কর্মী নিহত হন, আর সশস্ত্র সহিংসতায় পাহাড়জুড়ে বিরাজ করে আতঙ্ক।
২০১০ সালে জেএসএসের মূল ধারা (সন্তু লারমা নেতৃত্বাধীন) থেকে একটি অংশ বেরিয়ে এসে জেএসএস (এম এন লারমা) নামে নতুন একটি সংগঠন গঠন করে।
পরে ২০১৭ সালে ইউপিডিএফের অভ্যন্তরীণ বিভাজনের পর প্রসীত খিসার নেতৃত্বাধীন মূল সংগঠন থেকে আলাদা হয়ে আরেকটি অংশ ইউপিডিএফ-গণতান্ত্রিক নামে আত্মপ্রকাশ করে।
ঢাকা/হাসান/ইভা