আর মাত্র এক পয়েন্ট। সেটুকু পেলেই ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন চ্যাম্পিয়ন হয়ে যাবে লিভারপুল। আজ রোববার টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে মাঠে নামবে অলরেডরা। জয় কিংবা ড্র—দুয়ের যেকোনো একটি ফল পেলেই আগেভাগেই শিরোপা নিশ্চিত করবে আর্নে স্লটের দল।
লিভারপুলের শিরোপা উৎসবের মঞ্চ প্রস্তত হয়েছে গত ২৪ এপ্রিল আর্সেনালের হোঁচট খাওয়ায়। ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ২-২ গোলে ড্র করে আর্সেনাল তাদের ৩৪তম ম্যাচ শেষে পয়েন্ট দাঁড় করিয়েছে ৬৭-তে। অন্যদিকে ৩৩ ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৭৯। ফলে টটেনহ্যামের বিপক্ষে অন্তত এক পয়েন্ট পেলেই অলরেডদের আর ধরা সম্ভব হবে না।
শিরোপা সামনে দেখেও বাড়তি আত্মবিশ্বাস দেখাতে নারাজ কোচ আর্নে স্লট। তিনি বলেন, ‘শেষবার আমরা লিগ জিতেছিলাম কোভিডের সময়। এবারও অনেক প্রত্যাশা। তবে এখনই কিছু ভাবছি না। অন্তত এক পয়েন্ট চাই। দলকে পুরো ফিট রাখতে হবে, কারণ রেলিগেশন অঞ্চল থেকেও দলগুলো বড় চমক দেখাচ্ছে। টটেনহ্যাম কঠিন প্রতিপক্ষ, আগেও তাদের বিপক্ষে লড়েছি।’
লিভারপুল সর্বশেষ ২০১৯-২০ মৌসুমে প্রিমিয়ার লিগের ট্রফি জিতেছিল। এরপর ২০২০-২১ মৌসুমে তারা ছিল তৃতীয়, ২০২১-২২ তে রানার্সআপ এবং ২০২২-২৩ মৌসুমে পঞ্চম হয়েছিল। চলতি মৌসুমে স্লটের অধীনে নতুন করে শিরোপার স্বাদ পেতে মুখিয়ে আছে অ্যানফিল্ডের সমর্থকরা। বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিটে টটেনহ্যামের বিপক্ষে শুরু হবে শিরোপা নির্ধারক এই লড়াই।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
আক্কেলপুরের পেট্রলপাম্প থেকে চুরি যাওয়া ট্রাক পাওয়া গেল জয়পুরহাট শহরে
জয়পুরহাটের আক্কেলপুর পৌর শহরের একটি পেট্রলপাম্প থেকে চুরি হওয়ার এক দিন পর পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট শহরের বাস টার্মিনাল–সংলগ্ন একটি পেট্রলপাম্পের সামনের সড়ক থেকে এটি উদ্ধার করা হয়।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত মঙ্গলবার গভীর রাতে আক্কেলপুরে পৌর শহরের চার মাথা মোড়ের একটি পেট্রলপাম্প থেকে ট্রাকটি চুরি হয়। পরে গতকাল বুধবার বিষয়টি টের পান মালিক।
পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গেছে, আক্কেলপুরের ওই পেট্রলপাম্পে দীর্ঘদিন ধরে ট্রাক ও বাস রাখেন চালকেরা। গত মঙ্গলবার রাতে মেসার্স রেখা পরিবহন নামের একটি ট্রাক সেখানে রাখেন চালক হাসান আলী। গতকাল সকালে তিনি দেখেন, ট্রাকটি আর সেখানে নেই। পরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে ট্রাকটি চুরি করে নিয়ে যাচ্ছেন অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি।
এ ঘটনায় ট্রাকটির মালিক মশিউর রহমান বাদী হয়ে থানায় একটি মামলা করেন। আজ সকালে জয়পুরহাট শহরের বাস টার্মিনাল এলাকায় উদয় পেট্রলপাম্পের সামনের সড়কে পরিত্যক্ত অবস্থায় ওই ট্রাক দেখতে পাওয়া যায়। মালিক সেখানে গিয়ে ট্রাকটি শনাক্ত করলে আক্কেলপুর থানা-পুলিশ সেটি জব্দ করে থানায় নিয়ে যায়।
মশিউর রহমান বলেন, ‘কে বা কারা আমার চুরি হওয়া ট্রাকটি জয়পুরহাট শহরের উদয় পেট্রলপাম্পের সামনে ফেলে রেখে চলে গেছে। পুলিশ গিয়ে ট্রাকটি নিয়ে গেছে।’