নির্মাতা সঞ্জয়লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ ‍সিনেমা মুক্তি পাওয়ার কথা ছিল আগামী মাসে। কিন্তু শুটিং শেষ না হওয়ায় পেছানো হয়েছে মুক্তির তারিখ। দু’দিন আগের খবর অনুযায়ী রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশল অভিনীত সিনেমাটি ১৪ আগস্ট মুক্তি দিতে চাইছেন সঞ্জয়লীলা বানসালি।

মজার বিষয় হল- ঠিক একই দিনে কার্তিক আরিয়ানের ‘নাগজিলা’ সিনেমা মুক্তির ঘোষণাও হয়ে গেছে। শুধু তাই নয়, বরুণ ধাওয়ান অভিনীত ‘ভেদিয়া ২’ একই সপ্তাহে মুক্তি পাবে বলে জানানো হয়েছিল বছরের শুরুতেই।

একটি সূত্রের বরাত দিয়ে বলিউড হাঙ্গামা জানিয়েছে, ‘ভেদিয়া ২’ সিনেমা মুক্তিতে দেরি হচ্ছে। ম্যাডক ফিল্মসের দিনেশ ভিজান এবং তার টিম ইতিমধ্যেই নতুন মুক্তির তারিখ খুঁজছেন।

সূত্র আরও জানিয়েছে, একই দিনে তিনটি বড় ছবি মুক্তি পেলে স্ক্রিন শেয়ারিং নিয়ে বড় সমস্যা তৈরি হত। তবে ‘ভেদিয়া ২’ পিছিয়ে যাওয়ায় ‘লাভ অ্যান্ড ওয়ার’ ও ‘নাগজিলা’ একসাথে মুক্তি পেতে পারবে। দুটি ছবি ভিন্ন ঘরানার, এবং উভয়ই তারকাবহুল। ফলে দর্শকদের মধ্যে দারুণ উত্তেজনা তৈরি হবে এবং হলে টানবে।

তবে ‘লাভ অ্যান্ড ওয়ার’ মুক্তির তারিখ এখনও চূড়ান্ত নয়। শিগগিরিই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ১৪ আগস্ট তাদের ইচ্ছার তালিকার শীর্ষে রয়েছে।

অন্যদিকে, ‘নাগজিলা’ সিনেমার নির্মাতারা মনে করেন, এই তারিখটি তাদের ছবির জন্য একেবারেই উপযুক্ত, কারণ, ছবিটি সাপ নিয়ে। আর ১৭ আগস্ট নাগ পঞ্চমী হওয়ায় তারা ১৪ আগস্ট মুক্তির পরিকল্পনা করছেন।

‘ভেদিয়া ২’ একমাত্র হরর-কমেডি সিনেমা নয় যেটি পিছিয়ে গেছে। ম্যাডক হরর কমেডি সিনেম্যাটিক ইউনিভার্সের আরেকটি ছবি ‘শক্তি শালিনী’, যাতে কিয়ারা আদবানি অভিনয় করেছেন। সেটির মুক্তিও পিছিয়ে গেছে। এটি ৩১ ডিসেম্বর, ২০২৫-এ আসবে না। সূত্র: বলিউড হাঙ্গামা।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: রণব র ক প র ক র ত ক আর য় ন আগস ট

এছাড়াও পড়ুন:

রাজধানীর শাহজাহানপুরে মিনিবাসচাপায় নারী নিহত, চালক আটক

রাজধানীর শাহজাহানপুরে মিনিবাসের চাপায় এক পথচারী নারী নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে আটটার দিকে শাহজাহানপুর কবরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটি জব্দ করেছে পুলিশ। চালককেও আটক করা হয়েছে।

নিহত ওই নারীর পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ৫৫ বছর। পরনে ছিল প্রিন্টের শাড়ি।

স্থানীয় লোকজন আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে প্রথমে ইসলামিয়া হাসপাতালে নেন। পরে রাত পৌনে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

উদ্ধারকারী আদনান অনিক বলেন, আমান গ্রাফিকস অ্যান্ড ডিজাইন লিমিটেডের একটি স্টাফ বাস হেমায়েতপুর থেকে বৌদ্ধমন্দিরের দিকে যাচ্ছিল। শাহজাহানপুর কবরস্থানের সামনে রাস্তা পার হওয়ার সময় ওই নারীকে ধাক্কা দেয় বাসটি। এতে তিনি ছিটকে পড়ে মাথায় আঘাত পান এবং বাসের নিচে চাপা পড়েন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক প্রথম আলোকে বলেন, নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ