সাবেক এমপি নদভী ও পরিবারের অবৈধ সম্পদ অনুসন্ধান শুরু
Published: 27th, April 2025 GMT
চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী, তার স্ত্রী ও শ্যালকের অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপ-পরিচালক তিন সদস্যের অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দেন।
অনুসন্ধান কমিটির দলনেতা করা হয়েছে দুদকের সহকারী পরিচালক এমরান হোসেনকে। বাকি দুই সদস্য হলেন- সহকারী পরিচালক সায়েদ আলম ও উপ-সহকারী পরিচালক আপেল মাহমুদ বিপ্লব।
দুদক চট্টগ্রাম-১ এর উপ-পরিচালক সুবেল আহমেদ বলেন, দুদকে সাবেক এমপি নদভী, তার স্ত্রী রিজিয়া রেজা চৌধুরী ও শ্যালক রুহুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এসেছে। বিষয়টি অনুসন্ধান করে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর সেই আলোকে ব্যবস্থা নেওয়া হবে।
সংসদ সদস্য হিসেবে দায়িত্বের পাশাপাশি নদভী আর্ন্তজাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ছিলেন। আল্লামা ফয়জুল্লাহ ফাউন্ডেশনের মালিক ও পরিচালকও তিনি। এই ফাউন্ডেশন বিদেশ থেকে প্রচুর অনুদান এনে দেশে মসজিদ ও মাদ্রাসা তৈরি করেছে। এই টাকা তছরুপের অভিযোগ উঠেছে নদভীর বিরুদ্ধে। এ ছাড়া এমপি থাকার সময় টিআর, কাবিখা, বালু সিন্ডিকেট, টেন্ডারবাজিসহ নানা ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: সদস য
এছাড়াও পড়ুন:
হাত-পা বাঁধা ও কম্বলে প্যাঁচানো মরদেহ উদ্ধার
মুন্সীগঞ্জ সদর উপজেলার একটি ডোবা থেকে হাত-পা বাঁধা ও কম্বল দিয়ে প্যাঁচানো অবস্থায় এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩ নভেম্বর) সকাল ৭টার দিকে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের রতনপুর আনসার ক্যাম্পের পাশের ডোবা থেকে মরদেহটি উদ্ধার হয়।
আরো পড়ুন:
উত্তর বাড্ডায় বদ্ধ ঘরে মিলল নারী-পুরুষের মরদেহ
নিখোঁজের ১২ দিন পর কৃষকের গলিত মরদেহ উদ্ধার
মারা যাওয়া ব্যক্তির নাম মজিবর মাঝি (৪৫)। তিনি বরিশাল জেলার হিজলা থানার বাসিন্দা। মুন্সীগঞ্জ সদরের রামপাল ইউনিয়নের শান্তিনগর এলাকায় থেকে তিনি অটোরিকশা চালাতেন। গত শুক্রবার (৩১ অক্টোবর) থেকে তার সন্ধান পাচ্ছিলেন না স্বজনরা।
নিহত মজিবরের ছেলে মো. রাসেল বলেন, “বাবা মুন্সীগঞ্জে একা থাকতেন। তিনি স্থানীয় একটি গ্যারেজ থেকে ভাড়ায় অটোরিকশাটি চালাতেন। গত শুক্রবার মাওয়া যাওয়ার কথা বলে তিনি বের হন। এরপর আর ফেরেননি। গতকাল গ্যারেজ মালিক ফোন দিয়ে জানালে, আমি থানায় সাধারণ ডায়েরি করি। আজ সকালে বাবার মরদেহ ডোবায় হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া যায়। অটোরিকশাটির কোনো হদিস নেই।”
মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
ঢাকা/রতন/মাসুদ