যত্রতত্র ময়লা না ফেলার আহ্বান ডিএনসিসি প্রশাসকের
Published: 27th, April 2025 GMT
রাজধানী ঢাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখতে যত্রতত্র ময়লা না ফেলতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।
রবিবার (২৭ এপ্রিল) দুপুরে রাজধানীর মিরপুর-১১ পলাশনগরে রাস্তা, ফুটপাত ও নর্দমা নির্মাণকাজের উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।
ডিএনসিসির ২, ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের আওতাধীন এলাকায় ৭টি প্যাকেজে প্রায় ১১ কিলোমিটার রাস্তা, ৩৫ কিলোমিটার নর্দমা এবং ১৩ কিলোমিটার ফুটপাত নির্মাণকাজের উদ্বোধন করেন তিনি।
আরো পড়ুন:
রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৬
দ্রুতগতির মোটরসাইকেল কেড়ে নিলো ২ শিক্ষার্থীর প্রাণ
এ সময় প্রশাসক বলেন, “ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীরা রাত থেকে সকাল ৮টা পর্যন্ত রাস্তা পরিষ্কার করে। অথচ সকাল ৮টা থেকে ১১টার মধ্যেই আবার রাস্তায় ময়লা জমে যায়। সবাইকে অনুরোধ করব যত্রতত্র ময়লা না ফেলতে। যার যার সোসাইটি পরিচ্ছন্ন রাখলে শহরও পরিচ্ছন্ন থাকবে।”
তিনি আরো বলেন, “উন্নত দেশের শহরের সঙ্গে ঢাকার মূল পার্থক্য সেখানকার রাস্তায় ময়লা নেই, আর আমাদের ঢাকায় রাস্তায় প্রচুর ময়লা পড়ে থাকে। সিটি করপোরেশনের কর্মীরা নিয়মিত ময়লা পরিষ্কার করছে। উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন প্রতিদিন প্রায় আট লাখ টন ময়লা সংগ্রহ করছে। সবাই নির্ধারিত স্থানে ময়লা ফেলুন, কর্মীরা নিয়ে যাবে।”
পরিবেশ রক্ষায় ছাদবাগান ও গাছ লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, “একসময় মিরপুরে প্রচুর গাছ ছিল। এখন গাছ কমে যাওয়ায় তাপমাত্রা বেড়ে গেছে। সবাই ছাদে, বাড়ির সামনে বা বারান্দায় গাছ লাগান। ছাদবাগান করলে ডিএনসিসি কর প্রণোদনা দেওয়ার বিষয়ে বোর্ডে প্রস্তাব তুলব।”
তীব্র গরমে পথচারীদের জন্য পানি খাওয়ানোর ব্যবস্থা এবং প্রাণীদের জন্য বারান্দা বা ছাদে পানি রাখারও আহ্বান জানান প্রশাসক।
অবৈধ অটোরিকশা গ্যারেজ নিয়ে প্রশাসক বলেন, “আপনাদের এলাকায় অবৈধ অটোরিকশার গ্যারেজের তথ্য দিন, আমরা সেগুলো বন্ধ করে দেব। আপনারা বাড়ি মালিক সমিতি থেকে উদ্যোগ নিন, আপনাদের এলাকায় অবৈধ অটোরিকশা প্রবেশ করতে দিয়েন না। সড়কে শৃঙ্খলা ফেরাতে আমরা চেষ্টা করছি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) অটোরিকশার একটি ডিজাইন নিয়ে কাজ করছে। এটি হলে অটোরিকশাচালকদের প্রশিক্ষণ দিয়ে লাইসেন্স দেওয়া হবে। প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল করতে দেওয়া হবে না।”
পরে তিনি নির্মাণকাজের উদ্বোধন করেন এবং মোনাজাতে অংশ নেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো.
ঢাকা/এএএম/এসবি
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক পর বহন ড এনস স র ময়ল
এছাড়াও পড়ুন:
আখাউড়ায় অটোরিকশায় ট্রেনের ধাক্কা, নিহত ২
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ট্রেনের ধাক্কায় সিএনসিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের গ্রিশনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কসবা উপজেলার শিকারপুর গ্রামের ইয়াজুল ইসলামের স্ত্রী পপি আক্তার (২০) এবং একই উপজেলার মান্দারপুর গ্রামের হেফজু মিয়ার ছেলে অটোরিকশাচালক সাদেক মিয়া (৩৮)।
আরো পড়ুন:
ফরিদপুরে সড়ক অবরোধ করলেন আন্দোলনকারীরা
ভাঙ্গায় সড়কের পাশে আন্দোলনকারীদের অবস্থান, যান চলাচল স্বাভাবিক
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম বলেন, ‘‘কসবা থেকে আখাউড়াগামী সিএনজিচালিত অটোরিকশা গঙ্গাসাগর ও ইমামবাড়ির মাঝামাঝি গ্রিশনগর রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেন অটোরিকশায় ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।’’
তিনি আরো জানান, ঘটনাস্থলে অটোরিকশাচালক সাদেক মিয়া ও যাত্রী পপি আক্তার মারা যায়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে।
ঢাকা/পলাশ/বকুল