বিচার নিশ্চিত হলে লামিয়ার জীবন দিতে হতো না: রিজভী
Published: 27th, April 2025 GMT
বিএনপির জেষ্ঠ্য যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, লামিয়ার উপর অত্যাচার এবং নির্যাতনের যে হুমকি এসেছিল, তিনি যে বিচার চাচ্ছিলেন, সেই সময় বিচার প্রক্রিয়া নিশ্চিত হলে হয়ত আজকে তাকে পৃথিবী থেকে বিদায় নিতে হতো না।   
ঢাকায় পুলিশের গুলিতে নিহত পটুয়াখালীর দুমকি উপজেলার শহীদ জসিম উদ্দিনের কন্যা লামিয়ার জানাজায় অংশ নেন তিনি। এর আগে রবিবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৭টায় তিনি এ কথা বলেন।
এ সময় রুহুল কবির রিজভী বলেন, ‘‘আয়না ঘর থেকে বিচার বহির্ভূত হত্যার যে ভয়াবহ পরিস্থিতি আমরা দেখেছি, সেখান থেকে মুক্তির জন্য সর্বশেষ যে পৃথিবী কাঁপানো অভ্যুত্থান হয়েছিল, সেখানে লামিয়ার পরিবারের প্রধান ব্যক্তি অংশ নিয়ে জীবন দিয়েছেন। তার অবদানের মধ্যে দিয়ে গোটা জাতি নিষ্কৃতি পেয়েছে। লামিয়ার বাবা জসিম উদ্দিনসহ অনেকের আত্মদানের মাধ্যমে আজ আপনাদের মাঝে কথা বলার সাহস পেয়েছি, মুক্ত পরিবেশ পেয়েছি।’’
আরো পড়ুন:
জুলাই গণহত্যা: শেখ হাসিনাসহ ৪০৮ জনের বিরুদ্ধে আরেক মামলা
বরগুনায় দুই শিশুকে কুপিয়ে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড
তিনি বলেন, ‘‘আদালত হচ্ছে বিচারের সর্বশ্রেষ্ঠ জায়গা। যেখান থেকে যদি মানুষ বিচ্যুতি হয়, বঞ্চিত হয়; সেই সমাজে নৈরাজ্যের কালো অন্ধকার নেমে আসে, সেই সমাজের মধ্যে পরিব্যক্ত হয় এক ভয়ঙ্কর হতাশা। ফ্যাসিবাদের পতনের পরে এখনো কেন সেই পরিস্থিতি বিরাজ করছে।’’
গত ১৮ মার্চ পটুয়াখালী দুমকি উপজেলার পাংগাশিয়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে নানা বাড়ি যাওয়ার পথে শহীদ জসিম উদ্দিনের কন্যা লামিয়া সংঘবদ্ধ ধর্ষণের শিকার হওয়ার পর নিজেই থানায় মামলা করেন। পরে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। বাবার মৃত্যু এবং ধর্ষণের ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত লামিয়া শনিবার (২৬ এপ্রিল) রাতে রাজধানীর মোহাম্মদপুরের শেখেরটেক এলাকার ৬ নম্বর রোডের ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
লামিয়ার পরিবারকে সান্ত্বনা দিতে রুহুল কবির রিজভী শহীদ জসিম উদ্দিনের গ্রামের বাড়িতে আসেন। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম জানাজায় অংশ নেন।
গত ১৯ জুলাই ঢাকার মোহাম্মদপুরে জুলাই অভ্যুত্থানে পুলিশ গুলিতে জসিম উদ্দিন শহীদ হন।
ঢাকা/ইমরান/বকুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি
অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।
গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।