২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর সৃষ্ট উত্তেজনা দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। পরিস্থিতি এতটাই খারাপ যে যেকোনো সময় যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কাও রয়েছে। আর রাজনৈতিক কারণে দুই দেশ যখন লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে, তখন দেশটির সাবেক ক্রিকেটাররা বাক্‌যুদ্ধে জড়াবেন না, তা কি হয় নাকি!

বিভিন্ন সময়ই নানা ইস্যুতে কথার লড়াইয়ে নামতে দেখা গেছে দুই দেশের ক্রিকেটারদের। সেই ধারাবাহিকতায় এবার পাল্টাপাল্টি কথার তির ছুঁড়েছেন দুই দেশের দুই সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি ও শিখর ধাওয়ান। যেখানে লড়াইয়ের একপর্যায়ে ধাওয়ানকে ‘চা খাওয়ার’ দাওয়াত দিয়ে খোঁচা দিলেন আফ্রিদি।

ঘটনার শুরু পাকিস্তানি টেলিভিশন চ্যানেল সামা টিভির এক টক শোতে আফ্রিদির করা মন্তব্যকে ঘিরে। পেহেলগামের ঘটনায় ভারতীয় সংবাদমাধ্যমের ভূমিকার সমালোচনা করে আফ্রিদি বলেন, ‘কোনো একটা ঘটনা ঘটার এক ঘণ্টার মধ্যে ওদের সংবাদমাধ্যমগুলো বলিউডে পরিণত হয়ে যায়। আল্লাহর ওয়াস্তে এর মধ্যে বলিউডকে টেনে আনবেন না। তারা যে ধরনের কথা ছড়াচ্ছিল, আমি উপভোগই করছিলাম বরং। বলছিলাম, এরা নাকি নিজেদের শিক্ষিত লোক মনে করে। অথচ সংবাদমাধ্যমের কাজ তথ্য জানানো, মানুষকে শিক্ষিত করা।’

আরও পড়ুনপাকিস্তানের সঙ্গে ভারতের সব সম্পর্ক ছিন্ন করা উচিত, বললেন সৌরভ২৬ এপ্রিল ২০২৫

ভারতীয় ক্রিকেটারদের পাকিস্তানের দিকে আঙুল তোলার সমালোচনা করে আফ্রিদি আরও যোগ করেন, ‘তাদের দুজন ক্রিকেটার, যারা ভারতের হয়ে দীর্ঘ সময় ক্রিকেট খেলেছে, ক্রিকেটের দূত ও শীর্ষ ক্রিকেটারও ছিলেন, তারা সরাসরি বলল পাকিস্তানের কথা। আরে ভাই, পাকিস্তান কেন? কোনো প্রমাণ থাকলে দেখাও। যেভাবে আমরা আপনাদের প্রমাণ দিয়েছি।’ এ সময় অতীতে ভারতীয় পাইলট ও বিএসএফ সদস্যের পাকিস্তানে আটক হওয়ার প্রসঙ্গ টেনে আফ্রিদি বলেন, ‘একজন এখনো আমাদের হাতে আটক আছে এবং আরেকজনকে আমরা চা খাইয়ে বিদায় করেছি। প্রমাণ তো দাও। কোনো কিছু হলেই পাকিস্তানের দোষ। কেন পাকিস্তান।’

শুধু সাবেক ক্রিকেটারদেরকেই নয়, এ সময় ভারতীয় সৈন্যদের সামর্থ্য নিয়েও প্রশ্ন তোলেন আফ্রিদি, ‘কাশ্মীরে তোমাদের ৮ লাখ সৈন্য আছে, তারপরও এমন ঘটনা ঘটে গেল। এর অর্থ তারা এতই অকর্মা ও অকেজো যে মানুষকে নিরাপত্তা দিতে পারে না।’
সাবেক এই পাকিস্তানি অলরাউন্ডারের কথার জবাব দিতে অবশ্য দেরি করেননি ভারতের সাবেক ওপেনার ধাওয়ান। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘কারগিলে হারিয়েছিলাম। এখনই এত নিচে নেমেছ, আর কত নামবে? অহেতুক মন্তব্য করার চেয়ে নিজেদের দেশের উন্নতিতে মনোযোগ দেওয়া উচিত। নিজেদের সেনাবাহিনীর ওপর আমাদের অনেক গর্ব।’

আরও পড়ুনশোয়েব আখতারের ইউটিউব চ্যানেল কি ভারতে নিষিদ্ধ, যা জানা গেল২৮ এপ্রিল ২০২৫

ধাওয়ানের এই পোস্ট শেয়ার করে ফিরতি জবাব দিয়েছেন আফ্রিদিও। তিনি লিখেছেন, ‘হার-জিতের কথা বাদ দাও। শিখর, আসো তোমাকে চা খাওয়াই।’ পোস্টের নিচে নিজের চা খাওয়ার ছবিও জুড়ে দিয়ে আফ্রিদি হ্যাশট্যাগ দিয়েছেন ‘ফ্যান্টাস্টিক-টি।’ এই চা খাওয়ানোর দাওয়াত কি ভারতীয় বিমানবাহিনীর সদস্যকে চা খাইয়ে বিদায় করার ঘটনা মনে করিয়ে দিতেই দেওয়া কি না, সেটি অবশ্য আফ্রিদি স্পষ্ট করেননি।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি

অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।

গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।

লিভারপুলের অনুশীলনে ভার্জিল ফন ডাইক ও মোহাম্মদ সালাহ

সম্পর্কিত নিবন্ধ