বগুড়ায় সারজিসের উপস্থিতিতে এনসিপির সমাবেশে মারামারি
Published: 30th, April 2025 GMT
বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে কেন্দ্রীয় নেতা সারজিস আলমের উপস্থিতিতেই মারামারিতে জড়িয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির স্থানীয় কয়েকজন নেতাকর্মী। এ সময় উভয়ের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
অনুষ্ঠান আয়োজন নিয়ে বাকবিতান্ডার একপর্যায়ে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে। এতে জুনায়েদ আহম্মেদ নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন আহত হয়েছেন।
সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অনুষ্ঠান আলতাফুনেছা খেলার মাঠে আয়োজনের কথা বলেছিল কিন্তু এনসিপির সংগঠকরা তাতে রাজি হয়নি। এ নিয়ে আজকের সমাবেশস্থলে এই ঘটনা ঘটে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সংগঠক বলেন, আমাদেরকে অনুষ্ঠান আয়োজনে অংশগ্রহণ এবং সমাবেশে বক্তব্য দিতে দেয়নি এনসিপির সংগঠকরা। এ নিয়ে বিরোধ তৈরি। তবে এনসিপির এক সংগঠক বলেন এটা এনসিপির প্রোগ্রাম ছিল বৈষম্যবিরোধী ছাত্রদের নয়। তবুও তাদেরকে সঙ্গে রাখা হয়েছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল কিশোরী, সাপের কামড়ে মৃত্যু
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সাপের কামড়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জানান, রাতে ঘুমন্ত অবস্থায় ওই কিশোরীকে একটি বিষধর সাপ ছোবল দেয়। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় তার।
নিহত কিশোরীর নাম নাঈমা আকতার (১৩)। সে আনোয়ারার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামের বক্সি মিয়াজিবাড়ির মোহাম্মদ হাসানের মেয়ে। স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী ছিল সে।
পরিবারের সদস্যরা জানান, রাতে খাওয়াদাওয়া সেরে মা ও ছোট বোনের সঙ্গে ঘুমিয়ে ছিল নাঈমা। রাত তিনটার দিকে সাপের ছোবলে তার ঘুম ভাঙে। বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তাকে উদ্ধার করে রাতেই আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাঈমাকে মৃত ঘোষণা করেন। জানতে চাইলে নাঈমার চাচা কফিল উদ্দিন প্রথম আলোকে বলেন বলেন, ‘সাপে কামড় দিয়েছে জানার পর আমরা নাঈমাকে হাসপাতালে নিয়েছিলাম। কিন্তু তাকে বাঁচানো যায়নি।’
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, সাপে কামড় দেওয়া এক কিশোরীকে হাসপাতালে আনা হয়ছিল। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।