সিরাজগঞ্জ জেলার পাঁচটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) রদবদল করা হয়েছে। এই রদবদলের ফলে বর্তমানে চারটি থানায় ওসির পদ শূন্য রয়েছে।

মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, “সোমবার (৫ মে) রাতে সিরাজগঞ্জ পুলিশ সুপার (এসপি) মো. ফারুক হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই রদবদল করা হয়েছে।”  

তিনি বলেন, “বর্তমানে সিরাজগঞ্জের কামারখন্দ, চৌহালী, রায়গঞ্জ ও যমুনা সেতু পশ্চিম থানার ওসির পদ শূন্য রয়েছে।”

আরো পড়ুন:

৫৯৫০ কেজি সরকারি চালসহ বিএনপি নেতা গ্রেপ্তার  

নরসিংদীর সাবেক কাউন্সিলরের লাশ উত্তোলন

সিরাজগঞ্জ সদর থানার ওসি হুমায়ুন কবিরকে সলঙ্গায় থানায়, সলঙ্গা থানার ওসি মোখলেছুর রহমানকে সদর থানায় এবং যমুনা সেতু পশ্চিম থানার ওসি আনারুল ইসলামকে এনায়েতপুর থানার দায়িত্ব দেওয়া হয়েছে।

রায়গঞ্জ থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান ও এনায়েতপুর থানার ওসি রওশন ইয়াজদানিকে জেলা পুলিশ লাইন্সে বদলি করা হয়েছে।

সিরাজগঞ্জ পুলিশ সুপার (এসপি) ফারুক হোসেন বলেন, “নিয়মিত বদলির অংশ হিসেবেই এই রদবদল করা হয়েছে। এটা চাকরিরই অংশ। শূন্য পদগুলো পর্যায়ক্রমে পূরণ করা হবে।”

ঢাকা/অদিত্য/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স র জগঞ জ

এছাড়াও পড়ুন:

১২ বছর পর মোনালিসার জীবনে নতুন মোড়...

একসময় বিনোদন অঙ্গনে বেশ ব্যস্ত সময় পার করেন মডেল ও অভিনেত্রী মোনালিসা। নাটক, বিজ্ঞাপনচিত্র ও মডেলিং—সবখানেই তাঁর উজ্জ্বল উপস্থিতি ছিল। নাচেও পারদর্শী ছিলেন এই তারকা। তবে হঠাৎ তিনি সরে যান শোবিজ থেকে, বেছে নেন প্রবাসজীবন। গত বছর দেশে এলেও ঘোরাঘুরি ও প্রয়োজনীয় কাজ শেষ করে আবার ফিরে যান যুক্তরাষ্ট্রে। এরই মধ্যে জানা গেছে, মোনালিসা অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ট্র্যাপড’ মুক্তির অপেক্ষায় রয়েছে। সংগীতশিল্পী হৃদয় খান পরিচালিত ও অভিনীত সেই চলচ্চিত্রের টিজার ইতিমধ্যে প্রকাশ পেয়েছে। পাশাপাশি এবার এল তাঁর ব্যক্তিগত ও পেশাজীবনের আরও একটি সুখবর।

মোনালিসা

সম্পর্কিত নিবন্ধ