সিরাজগঞ্জের ৫ থানার ওসি বদল, শূন্য ৪ থানা
Published: 6th, May 2025 GMT
সিরাজগঞ্জ জেলার পাঁচটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) রদবদল করা হয়েছে। এই রদবদলের ফলে বর্তমানে চারটি থানায় ওসির পদ শূন্য রয়েছে।
মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, “সোমবার (৫ মে) রাতে সিরাজগঞ্জ পুলিশ সুপার (এসপি) মো. ফারুক হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই রদবদল করা হয়েছে।”
তিনি বলেন, “বর্তমানে সিরাজগঞ্জের কামারখন্দ, চৌহালী, রায়গঞ্জ ও যমুনা সেতু পশ্চিম থানার ওসির পদ শূন্য রয়েছে।”
আরো পড়ুন:
৫৯৫০ কেজি সরকারি চালসহ বিএনপি নেতা গ্রেপ্তার
নরসিংদীর সাবেক কাউন্সিলরের লাশ উত্তোলন
সিরাজগঞ্জ সদর থানার ওসি হুমায়ুন কবিরকে সলঙ্গায় থানায়, সলঙ্গা থানার ওসি মোখলেছুর রহমানকে সদর থানায় এবং যমুনা সেতু পশ্চিম থানার ওসি আনারুল ইসলামকে এনায়েতপুর থানার দায়িত্ব দেওয়া হয়েছে।
রায়গঞ্জ থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান ও এনায়েতপুর থানার ওসি রওশন ইয়াজদানিকে জেলা পুলিশ লাইন্সে বদলি করা হয়েছে।
সিরাজগঞ্জ পুলিশ সুপার (এসপি) ফারুক হোসেন বলেন, “নিয়মিত বদলির অংশ হিসেবেই এই রদবদল করা হয়েছে। এটা চাকরিরই অংশ। শূন্য পদগুলো পর্যায়ক্রমে পূরণ করা হবে।”
ঢাকা/অদিত্য/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স র জগঞ জ
এছাড়াও পড়ুন:
ট্রাম্প এশিয়ায় শান্তি খুঁজছেন, উত্তেজনা বাড়াচ্ছেন লাতিনে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর এশিয়া সফরে শান্তি প্রচেষ্টা চালাচ্ছেন। তবে একই সঙ্গে লাতিন আমেরিকায় যুদ্ধের উত্তেজনাও বাড়াচ্ছেন। গত রোববার থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধবিরতি চুক্তিতে সই করার সময় উপস্থিত ছিলেন ট্রাম্প। কিন্তু একই সময়ে ক্যারিবীয় সাগরে সামরিক শক্তি বাড়াচ্ছেন তিনি। ভেনেজুয়েলায় স্থল অভিযান চালানোর ইঙ্গিতও দিয়েছেন তিনি।
বিশ্লেষকেরা বলছেন, ক্যারিবীয় সাগরে কয়েকটি স্পিডবোট উড়িয়ে দিতে যুক্তরাষ্ট্রের জন্য যুদ্ধবিমানবাহী রণতরি, এফ/এ-১৮ জেট ও নৌবাহিনীর যুদ্ধজাহাজের বহরের প্রয়োজন পড়ে না। তবু ইউরোপ থেকে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড রণতরি ওই অঞ্চলে আগে থেকে অবস্থানরত নৌ ও বিমানবাহিনীকে আরও শক্তিশালী করতে রওনা হয়েছে। এ থেকে ধারণা জোরালো হচ্ছে, ট্রাম্প প্রশাসন মাদক চোরাচালান রোধের নামে তাদের অভিযান আরও এক ধাপ এগিয়ে নিতে যাচ্ছে।
এই নতুন ২১ শতকে যুক্তরাষ্ট্রের ‘গানবোট’ কূটনীতির লক্ষ্য হচ্ছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো। যুক্তরাষ্ট্রের চোখে তিনি নির্বাচনে পরাজয় মেনে না নেওয়া স্বৈরশাসক। গানবোট কূটনীতি হলো কোনো দেশের নীতি বা আচরণ পাল্টাতে বা তাকে ভয় দেখাতে শক্তিশালী সামরিক নৌবহর (যুদ্ধজাহাজ, রণতরি ইত্যাদি) পাঠিয়ে হুমকি দেওয়া।
উত্তেজনা বাড়ছে
ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধির ঘটনা লাতিন আমেরিকায় উত্তেজনা ছড়িয়েছে। ভেনেজুয়েলার পাশাপাশি কিউবা ও নিকারাগুয়াও এই পদক্ষেপকে উসকানিমূলক বলে অভিযোগ করেছে। বিশ্লেষকেরা বলছেন, মার্কিন রণতরির উপস্থিতি মাদুরোকে ক্ষমতা ছাড়ার জন্য এক বিশাল বার্তা দেবে অথবা ভেনেজুয়েলার সেনা কর্মকর্তাদের তাঁকে উৎখাত করতে উৎসাহিত করবে। এ ছাড়া মাদক চক্রের ওপর হামলার প্ল্যাটফর্মের বাইরে এটি সরকার পরিবর্তনের হাতিয়ার হিসেবেও ব্যবহৃত হতে পারে।
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ডেমোক্র্যাট সিনেটর মার্ক কেলি রোববার এবিসির ‘দিস উইক’ অনুষ্ঠানে বলেন, ‘কোনো দেশকে ভয় দেখানোর পরিকল্পনা না করলে বা সেখানে সামরিক অভিযান শুরু করার ইচ্ছা না থাকলে পুরো যুদ্ধবহরকে এক প্রান্ত থেকে ক্যারিবীয় অঞ্চলে পাঠানো হয় না।’
সিনেটর লিন্ডসে গ্রাহাম রোববার বলেন, ভেনেজুয়েলায় স্থল অভিযানের আশঙ্কা দেখা গেছে। সাউথ ক্যারোলাইনার এই রিপাবলিকান সিনেটর সিবিএসের ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে বলেন, ‘আমার মনে হয়, প্রেসিডেন্ট ট্রাম্প সিদ্ধান্ত নিয়েছেন মাদুরোর পদত্যাগের সময় এসেছে।’
ট্রাম্পের এশিয়া সফর
ট্রাম্প বর্তমানে এশিয়া সফরে রয়েছেন। এ সফরের প্রধান উদ্দেশ্য হলো বাণিজ্যবিষয়ক আলোচনা ও এশিয়া অঞ্চলে উত্তেজনা কমিয়ে শান্তির পথ খোঁজা। তাঁর সফরের শুরু হয়েছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান সম্মেলনে যোগদানের মাধ্যমে। তিনি তাঁর সফরে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ ছাড়া তিনি আগামী বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে
বাণিজ্যযুদ্ধ বন্ধে বৈঠক করবেন। বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে বাণিজ্যযুদ্ধ ঘিরে চলমান উত্তেজনা তাঁদের বৈঠকের পর কমতে পারে। কিন্তু লাতিন আমেরিকায় এ উত্তেজনা এখনই কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।