খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা ও পানছড়ির কয়েকটি সীমান্ত দিয়ে ৬৬ ভারতীয় নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন। বুধবার (৭ মে) ভোরে তারা বাংলাদেশে প্রবেশ করেন। স্থানীয় বাসিন্দারা জানান, ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ কাঁটাতারের বেড়া পার করে দেয় তাদের।  

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে মাটিরাঙ্গা উপজেলার গুমতি ইউনিয়নের দক্ষিণ শান্তিপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তিনটি পরিবারের আনুমানিক ২৭ জন ভারতীয় নাগরিক। তাদের অধিকাংশই নারী ও শিশু। সীমান্ত অতিক্রম করার পর তারা জনৈক আবু তাহেরের বাড়িতে গিয়ে ওঠেন।

আবু তাহের ভারতীয়দের উদ্ধৃতি দিয়ে বলেন, “তাদের ভারতের গুজরাট থেকে ত্রিপুরায় নিয়ে আসে বিএসএফ সদস্যরা। পরে সেখান থেকে গতকাল মঙ্গলবার গভীর রাতে কাঁটাতারের বেড়া পার করে ছেড়ে দিয়ে যায় বিএসএফ। ভোরে আজানের শব্দ শুনে ভারতীয় নাগরিকরা আমার বাড়িতে আশ্রয় নেন। সকালে তারা সাবেক ইউপি সদস্যের বাড়িতে যান।”

আরো পড়ুন:

আমি যুদ্ধের সম্পূর্ণ বিরুদ্ধে: কবীর সুমন

ভারত আগুন জ্বালানোর চেষ্টা করেছে: পাকিস্তান

আবু তাহের বলেন, “বর্তমানে ভারতীয় নাগরিকরা গুমতি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার আবুল হোসেনের বাড়িতে আছেন।”

এর আগে, মঙ্গলবার রাতে মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং সীমান্ত দিয়ে আরো ১৫ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে অনুপ্রবেশ করেন। তারা বিজিবির জিম্মায় আছেন। পানছড়িতে ২৪ জন অনুপ্রবেশ করেন।

খাগড়াছড়ির দায়িত্ব প্রাপ্ত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, মাটিরাঙ্গা, পানছড়ি ও তাইন্দং সীমান্ত দিয়ে ৬৬ জন অনুপ্রবেশ করেছেন। তারা বিজিবির দায়িত্বে আছেন। সমস্যরা সমাধান না হওয়া পর্যন্ত তাদের দেখভাল করবে প্রশাসন।”

ঢাকা/রূপায়ন/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এসএফ

এছাড়াও পড়ুন:

চুয়াডাঙ্গা সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত থেকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছেন বলে তার পরিবার অভিযোগ করেছে।

ওই ব্যক্তির নাম বদরউদ্দীন (৩০)। তিনি জেলার জীবননগর উপজেলার বেনীপুর গ্রামের স্কুল পাড়ার আব্দুল করিমের ছেলে।

আরো পড়ুন:

পাহাড় থেকে পা পিছলে পড়ল শিশুটি, বিজিবির সহায়তায় জীবনরক্ষা 

দুর্গাপূজা বাঙালি সংস্কৃতির ঐতিহ্য ও মিলনমেলার প্রতীক: বিজিবির মহাপরিচালক

বুধবার (১ অক্টোবর) বেলা ১১টার দিকে ভারতের নোনাগঞ্জ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায় বলে অভিযোগ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বদরউদ্দীন মানব পাচারে জড়িত। বুধবার সীমান্ত দিয়ে অবৈধভাবে পাঁচ থেকে ছয় জনকে ভারতে পাচার করছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা ধাওয়া করলে বদরউদ্দীনের সঙ্গে থাকা লোকজন পালিয়ে যায়। তবে, ধরা পড়েন তিনি। পরে বিএসএফ সদস্যরা তাকে নোনাগঞ্জ ক্যাম্পে ধরে নিয়ে যায়।

স্থানীয় ইউপি সদস্য আরিফুল ইসলাম বলেন, ‘‘বিএসএফ সদস্যরা এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বলে জানতে পেরেছি। এ বিষয়ে বিজিবি পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করবে।’’

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, ‘‘বিএসএফ এক জনকে ধরে নিয়ে গেছে বলে লোকমুখে শুনেছি।’’

মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, ‘‘অসমর্থিত সূত্রে জানতে পেরেছি, বিএসএফ এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে। এ বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।’’

ঢাকা/মামুন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • সাতক্ষীরা সীমান্তে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর, সবাই কয়রার বাসিন্দা
  • সীমান্তের শূন্যরেখায় শেষবারের মতো মৃত বাবার মুখ দেখলেন মেয়ে
  • জীবননগর সীমান্ত থেকে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
  • চুয়াডাঙ্গা সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ