ঝালকাঠির রাজাপুরে ঘুমন্ত এক ব্যবসায়ীকে ভেতরে আটকে দোকানে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে উপজেলার পূর্ব বদনীকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। 

আগুনের বিষয়টি টের পেয়ে অন্য দরজা ভেঙে বের হন ভুক্তভোগী মুর্তুজ আলী খলিফা। তাঁর ভাষ্য, অগ্নিসংযোগের কারণে অন্তত আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে। পূর্বশত্রুতার জেরে তাকে হত্যার উদ্দেশে প্রতিপক্ষ এ ঘটনা ঘটিয়েছে বলে তার ছেলে কবির খলিফা অভিযোগ করেছেন।

মুর্তুজ আলী খলিফার ভাষ্য, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও নিজ মুদি দোকানে ঘুমিয়ে পড়েন। রাত দুইটার দিকে দুর্বৃত্তরা দোকানের দরজা বাইরে বেঁধে আগুন ধরিয়ে দেয়। মশারি পুড়ে তার লুঙ্গিতে আগুন ধরে গেলে তিনি বিষয়টি টের পান। প্রাণ বাঁচাতে লুঙ্গি খুলে পূর্ব পাশের ঝাঁপ (দরজা) ভেঙে বের হন। তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তবে ততক্ষণে দোকানে থাকা টাকা, ফ্রিজসহ সব মালপত্র পুড়ে যায়। এতে তার আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।

এই ব্যবসায়ীর ছেলে কবির খলিফা বলেন, ‘রাত দুইটার দিকে হঠাৎ বাবার চিৎকার শুনে দৌড়ে এসে আগুন নেভাতে চেষ্টা করি। সৌভাগ্যবশত তিনি (বাবা) বেঁচে গেছেন। তাকে হত্যার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে আগুন দিয়েছে প্রতিপক্ষ।’

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আজ বুধবার সকালে রাজাপুর থানার একটি দলও সেখানে পরিদর্শনে যায়। 

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করবেন। দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ঝ লক ঠ

এছাড়াও পড়ুন:

আলজেরিয়া জাতীয় দলে ডাক পেলেন জিদানের ছেলে লুকা

ফ্রান্সের কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদানকে প্রথমবারের মতো জাতীয় দলে ডেকেছে আলজেরিয়া। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের খুব কাছাকাছি আছে আলজেরিয়া।

২৭ বছর বয়সী গোলরক্ষক লুকা ফ্রান্সের বয়সভিত্তিক দলে খেললেও কখনো সিনিয়র দলে সুযোগ পাননি। ২০১৮ সালে ফ্রান্সের অনূর্ধ্ব-২০ দলে খেললেও জাতীয় দলে ডাক পাননি। বাবার পারিবারিক সূত্রে আলজেরিয়ার হয়ে খেলার যোগ্যতা রাখেন লুকা। তাঁর জন্ম ফ্রান্সের মার্শেইয়ে হলেও রয়েছে আলজেরিয়ার নাগরিকত্বও। লুকার বাবা জিদান আলজেরিয়ান বংশোদ্ভূত। দাদা ইসমাইল ও দাদি মালিকা ছিলেন আলজেরিয়ান।

দুই সপ্তাহ আগে ফিফা লুকার জাতীয় দল পরিবর্তনের অনুমোদন দেয়। জিদান রিয়াল মাদ্রিদের কোচ থাকাকালীন সেখানেও খেলেছেন লুকা। রিয়াল মাদ্রিদের একাডেমিতে তাঁর ফুটবল ক্যারিয়ারের শুরু। পরে খেলেছেন স্পেনের রেসিং সান্তানদের, রায়ো ভায়েকানো ও এসডি এইবারে। বর্তমানে খেলছেন স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব গ্রানাদায়।

বাবা ও মায়ের সঙ্গে লুকা জিদান

সম্পর্কিত নিবন্ধ