ঘুমন্ত ব্যবসায়ীকে আটকে দোকানে অগ্নিসংযোগ
Published: 7th, May 2025 GMT
ঝালকাঠির রাজাপুরে ঘুমন্ত এক ব্যবসায়ীকে ভেতরে আটকে দোকানে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে উপজেলার পূর্ব বদনীকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।
আগুনের বিষয়টি টের পেয়ে অন্য দরজা ভেঙে বের হন ভুক্তভোগী মুর্তুজ আলী খলিফা। তাঁর ভাষ্য, অগ্নিসংযোগের কারণে অন্তত আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে। পূর্বশত্রুতার জেরে তাকে হত্যার উদ্দেশে প্রতিপক্ষ এ ঘটনা ঘটিয়েছে বলে তার ছেলে কবির খলিফা অভিযোগ করেছেন।
মুর্তুজ আলী খলিফার ভাষ্য, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও নিজ মুদি দোকানে ঘুমিয়ে পড়েন। রাত দুইটার দিকে দুর্বৃত্তরা দোকানের দরজা বাইরে বেঁধে আগুন ধরিয়ে দেয়। মশারি পুড়ে তার লুঙ্গিতে আগুন ধরে গেলে তিনি বিষয়টি টের পান। প্রাণ বাঁচাতে লুঙ্গি খুলে পূর্ব পাশের ঝাঁপ (দরজা) ভেঙে বের হন। তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তবে ততক্ষণে দোকানে থাকা টাকা, ফ্রিজসহ সব মালপত্র পুড়ে যায়। এতে তার আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।
এই ব্যবসায়ীর ছেলে কবির খলিফা বলেন, ‘রাত দুইটার দিকে হঠাৎ বাবার চিৎকার শুনে দৌড়ে এসে আগুন নেভাতে চেষ্টা করি। সৌভাগ্যবশত তিনি (বাবা) বেঁচে গেছেন। তাকে হত্যার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে আগুন দিয়েছে প্রতিপক্ষ।’
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আজ বুধবার সকালে রাজাপুর থানার একটি দলও সেখানে পরিদর্শনে যায়।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করবেন। দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ঝ লক ঠ
এছাড়াও পড়ুন:
শেখ হাসিনার ফাঁসির রায়ে চাষাঢ়ায় এনসিপি’র মিষ্টি বিতরণ
মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফাঁসির রায় ঘোষণাকে কেন্দ্র করে সোমবার বিকেলে নারায়ণগঞ্জে মিষ্টি বিতরণ করা হয়েছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ মিষ্টি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। রায় ঘোষণার পর নেতাকর্মীরা উল্লাস প্রকাশ করেন এবং পথচারীদের মধ্যে মিষ্টি বিতরণ করেন।
এনসিপির কেন্দ্রীয় কমিটির সংগঠক (দক্ষিণ অঞ্চল) শওকত আলী বলেন, আমরা এই রায়কে স্বাগত জানাই। খুনি হাসিনার নির্দেশে ও আসাদুজ্জামান খান কামালের ভূমিকার কারণে প্রায় ১৪০০ মানুষ প্রাণ হারিয়েছেন, কয়েক হাজার মানুষ আহত হয়েছে। আজ আদালত ন্যায়বিচার করেছে।
শওকত আলী আরও বলেন, আগামী দিনে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন, তাদের জন্যও এটি শিক্ষা হওয়া উচিত—জনগণের বিপক্ষে গেলে জনগণই প্রতিরোধ গড়ে তোলে। ইতিহাস যেন আর কখনো পুনরাবৃত্তি না ঘটে।
মিষ্টি বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপির জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী আহমেদুর রহমান তনু, জেলা সংগঠক সোনিয়া আক্তার (লুবনা), ফজলে রাব্বি, রাইসুল ইসলাম, ফারদিন শেখ ও আবুল খায়ের প্রমুখ।