ছোট পর্দার অভিনেতা শামীম হাসান সরকার। গতকাল তার বিরুদ্ধে ধর্ষণের হুমকি, গায়ে হাত তোলা ও মাদক সেবনের অভিযোগ করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা। তার বিরুদ্ধে অভিযোগসহ বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথা বলেছেন সমকালের সঙ্গে।

অভিনেত্রী প্রিয়াঙ্কা আপনার বিরুদ্ধে ধর্ষণের হুমকিসহ আরও কয়েকটি অভিযোগ তুলেছেন?
দেখুন, বিষয়টি নিয়ে আমি গতকালই কিছু কথা বলেছে। তিনি যে বিষয়টি নিয়ে আমার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তার সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তার বক্তব্য শুনেই সবাই বুঝতে পাবে।

ঘটনার সূত্রপাতটা আসলে কোথায়?
এখানে সূত্রপাত বলতে কিছু নেই। আমার তিনি আগেও অভিনয় করেছেন। নতুন একটি নাটকে তিনি আমার সঙ্গে কাজ করছেন। এই নাটকে শুটিংয়ের দুদিন আগেও ছিল। তিনি সেটে এসে শুধু রিলস ও টিকটক নিয়েই ব্যস্ত থাকেন। শেষ দিন হয়ত তিনি সেটা নিতে পারেন নি।

ধর্ষণের হুমকি, গায়ে হাত তোলা ও মাদক সেবনের বিষয়টা পরিষ্কার করবেন.

..
আমি তাকে কখনোই ধর্ষণের হুমকি দেইনি। তবে বকাবকি করেছি। কারণ, শুটিংয়ের সময় তিনি রিলস ও টিকটক নিয়ে ব্যস্ত ছিলেন। এতে করে আমাদের সবার অসুবিধা হচ্ছিল। তাই অনেকটা রাগ করেই কিছু ভাষা ব্যবহার করেছি বলেছি, যদি রিলস বানাতেই হয় তাহলে বাইরে গিয়ে কারো, শুটিং সেটে এসব চলবে না।এছাড়া মাদক সেবনের অভিযোগ আরও গুরুতর। আমাদের শুটিং হাউজের সব জায়গায় সিসি ক্যামেরা আছে। সেটা দেখলেই সবাই বুঝতে পারবে। আর আমার অভিনয় জীবনের ১০ বছর চলছে। প্রিয়াঙ্কা তো দূরের কথা এ জীবনে আমি কারও ওপর হাত তুলিনি। যদি কেউ প্রমাণ করতে পারে আমি মিডিয়া ছেড়ে দেব।

এই ধরনের অভিযোগ উঠলে সাধারণত পরিবার থেকে একটা চাপ আসে...
প্রশ্নই আসে না। কারণ, আমার পরিবার তো জানে আমি কেমন। আমার পরিবার শিক্ষিত। তারা বোঝে। আমি অন্য বিষয়ে দুষ্টুমি করতে পারি কিন্তু মেয়েলি বিষয় আমার কোনো রিপোর্ট নেই। এছাড়া মাস দেড়েক আগে আমি বিয়ে করেছি। আমার স্ত্রী জেনেশুনেই আমাকে বিয়ে করেছে। পরিবার থেকে কোনো চাপ নেই। তারা আমার সঙ্গেই আছেন।

অভিযোগটা গুরুতর। এ বিষয়ে শিল্পী-সংগঠনগুলোর সঙ্গে আপনার কথা হয়েছে?
ব্যক্তিগতভাবে কয়েক জনের সঙ্গে আমার কথা হয়েছে। কিন্তু সাংগঠনিকভাবে হয়নি। এখনে যদি ভুল বোঝাবোঝির বিষয় থাকতে তাহলে সংগঠনের সঙ্গে আলোচনার বিষয় থাকতো। কিন্তু মেয়েটা তো সেটা চায়নি। সরাসরি টিভিতে গিয়ে অভিযোগ করেছে।

 অভিযোগ যদি মিথ্যা হয় তাহলে কি কোনো ব্যবস্থা নেবেন?
আমি জানি না তার মটিভটা কি। তবে ভিডিও দেখে বেশিরভাগ মানুষ বলছে তিনি কারও প্ররোচিত হয়ে এগুলো করেছে। যেহেতু তিনি আমার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। আমারও তো পরিবার আছে। মানসম্মান আছে। যদি প্রয়োজন হয় তাহলে আমি অবশ্যই আইনি ব্যাবস্থা নেবো।

এবার কাজে আসি। ঈদের কাজে কেমন সাড়া পেলেন?
সত্যি কথা বলতে, দুই-চারটা বাদে ঈদের নাটকে সবাই সাড়া কম পেয়েছে। কারণ, অনেকদিন পর ঈদে ভালো সিনেমা এসেছে। তার মধ্যেও যেকয়টা নাটক গেয়ে সবগুলোই মোটামোটি ভালো গেছে।

ইদানীং পারিবারিক গল্পে আপনাকে কম দেখা যায়...
এটা সবচেয়ে ভালো বলতে পারবে পরিচালক-প্রযোজকরা। কারণ, তারাই তো শিল্পী বাছাই করে, আর অর্থ লগ্নি করে। এখানে আমার কিছু করার নেই। তবে আমার আগ্রহ আছে সব ধরণের গল্পে অভিনয় করার। ব্যাটে বলে মিলে গেলে অবশ্যই করবো।

ঈদুল আজহার প্ল্যান?
সামনে ঈদের জন্য প্রায় ৬/৭টি নাটকে কাজ করবো। এরই মধ্যে কাজ তিনটির কাজ শেষ করেছি। আর কয়েকটা কাজ হাতে আছে সেগুলো টানা করে ফেলবো।

উৎস: Samakal

কীওয়ার্ড: শ ম ম হ স ন সরক র অভ য গ পর ব র

এছাড়াও পড়ুন:

আমাদের দৃষ্টিতে পিআর একটি উদ্ভট ব্যবস্থা: সেলিমুজ্জামান

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, “আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কিছু সংখ্যক দল পিআর পদ্ধতি চাচ্ছে। আমাদের দেশের ৯৮ ভাগ মানুষের পিআর পদ্ধতি সম্পর্কে ধারণা নেই।”

তিনি বলেন, “পিআর পদ্ধতিতে আমার ভোটে কে নির্বাচিত হলো তা জানাতে পারব না। এ কারণে আমাদের দৃষ্টিতে এটি একটি উদ্ভট ব্যবস্থা। এই ব্যবস্থায় বাংলাদেশে কোনো নির্বাচন হওয়ার সুযোগ নেই।”

আরো পড়ুন:

সবার সহযোগিতাই দেশকে এগিয়ে নিয়ে যেতে পা‌রে: শিমুল

তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে বিএনপি: হুমায়ুন কবির

বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পুরুলিয়া ও মাহমুদপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে কুমার নদে আয়োজিত ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণকালে তিনি এসব কথা বলেন।

সেলিমুজ্জামান সেলিম বলেন, “দেশের জন্য এখন নির্বাচিত সরকারের প্রয়োজন। এ জন্য সরকার ইতোমধ্যে রোডম্যাপ ঘোষণা করেছে। আগামীতে বিএনপি সরকার গঠন করলে ৩১ দফার আলোকে দেশ নতুনভাবে সাজানো হবে এবং একটি জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মুন্সী মো. আনোয়ার হোসেন। এ সময় কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি মোস্তফা মোল্লার, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিমসহ দলটির স্থানীয় ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ঢাকা/বাদল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ