ছোট পর্দার অভিনেতা শামীম হাসান সরকার। গতকাল তার বিরুদ্ধে ধর্ষণের হুমকি, গায়ে হাত তোলা ও মাদক সেবনের অভিযোগ করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা। তার বিরুদ্ধে অভিযোগসহ বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথা বলেছেন সমকালের সঙ্গে।

অভিনেত্রী প্রিয়াঙ্কা আপনার বিরুদ্ধে ধর্ষণের হুমকিসহ আরও কয়েকটি অভিযোগ তুলেছেন?
দেখুন, বিষয়টি নিয়ে আমি গতকালই কিছু কথা বলেছে। তিনি যে বিষয়টি নিয়ে আমার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তার সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তার বক্তব্য শুনেই সবাই বুঝতে পাবে।

ঘটনার সূত্রপাতটা আসলে কোথায়?
এখানে সূত্রপাত বলতে কিছু নেই। আমার তিনি আগেও অভিনয় করেছেন। নতুন একটি নাটকে তিনি আমার সঙ্গে কাজ করছেন। এই নাটকে শুটিংয়ের দুদিন আগেও ছিল। তিনি সেটে এসে শুধু রিলস ও টিকটক নিয়েই ব্যস্ত থাকেন। শেষ দিন হয়ত তিনি সেটা নিতে পারেন নি।

ধর্ষণের হুমকি, গায়ে হাত তোলা ও মাদক সেবনের বিষয়টা পরিষ্কার করবেন.

..
আমি তাকে কখনোই ধর্ষণের হুমকি দেইনি। তবে বকাবকি করেছি। কারণ, শুটিংয়ের সময় তিনি রিলস ও টিকটক নিয়ে ব্যস্ত ছিলেন। এতে করে আমাদের সবার অসুবিধা হচ্ছিল। তাই অনেকটা রাগ করেই কিছু ভাষা ব্যবহার করেছি বলেছি, যদি রিলস বানাতেই হয় তাহলে বাইরে গিয়ে কারো, শুটিং সেটে এসব চলবে না।এছাড়া মাদক সেবনের অভিযোগ আরও গুরুতর। আমাদের শুটিং হাউজের সব জায়গায় সিসি ক্যামেরা আছে। সেটা দেখলেই সবাই বুঝতে পারবে। আর আমার অভিনয় জীবনের ১০ বছর চলছে। প্রিয়াঙ্কা তো দূরের কথা এ জীবনে আমি কারও ওপর হাত তুলিনি। যদি কেউ প্রমাণ করতে পারে আমি মিডিয়া ছেড়ে দেব।

এই ধরনের অভিযোগ উঠলে সাধারণত পরিবার থেকে একটা চাপ আসে...
প্রশ্নই আসে না। কারণ, আমার পরিবার তো জানে আমি কেমন। আমার পরিবার শিক্ষিত। তারা বোঝে। আমি অন্য বিষয়ে দুষ্টুমি করতে পারি কিন্তু মেয়েলি বিষয় আমার কোনো রিপোর্ট নেই। এছাড়া মাস দেড়েক আগে আমি বিয়ে করেছি। আমার স্ত্রী জেনেশুনেই আমাকে বিয়ে করেছে। পরিবার থেকে কোনো চাপ নেই। তারা আমার সঙ্গেই আছেন।

অভিযোগটা গুরুতর। এ বিষয়ে শিল্পী-সংগঠনগুলোর সঙ্গে আপনার কথা হয়েছে?
ব্যক্তিগতভাবে কয়েক জনের সঙ্গে আমার কথা হয়েছে। কিন্তু সাংগঠনিকভাবে হয়নি। এখনে যদি ভুল বোঝাবোঝির বিষয় থাকতে তাহলে সংগঠনের সঙ্গে আলোচনার বিষয় থাকতো। কিন্তু মেয়েটা তো সেটা চায়নি। সরাসরি টিভিতে গিয়ে অভিযোগ করেছে।

 অভিযোগ যদি মিথ্যা হয় তাহলে কি কোনো ব্যবস্থা নেবেন?
আমি জানি না তার মটিভটা কি। তবে ভিডিও দেখে বেশিরভাগ মানুষ বলছে তিনি কারও প্ররোচিত হয়ে এগুলো করেছে। যেহেতু তিনি আমার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। আমারও তো পরিবার আছে। মানসম্মান আছে। যদি প্রয়োজন হয় তাহলে আমি অবশ্যই আইনি ব্যাবস্থা নেবো।

এবার কাজে আসি। ঈদের কাজে কেমন সাড়া পেলেন?
সত্যি কথা বলতে, দুই-চারটা বাদে ঈদের নাটকে সবাই সাড়া কম পেয়েছে। কারণ, অনেকদিন পর ঈদে ভালো সিনেমা এসেছে। তার মধ্যেও যেকয়টা নাটক গেয়ে সবগুলোই মোটামোটি ভালো গেছে।

ইদানীং পারিবারিক গল্পে আপনাকে কম দেখা যায়...
এটা সবচেয়ে ভালো বলতে পারবে পরিচালক-প্রযোজকরা। কারণ, তারাই তো শিল্পী বাছাই করে, আর অর্থ লগ্নি করে। এখানে আমার কিছু করার নেই। তবে আমার আগ্রহ আছে সব ধরণের গল্পে অভিনয় করার। ব্যাটে বলে মিলে গেলে অবশ্যই করবো।

ঈদুল আজহার প্ল্যান?
সামনে ঈদের জন্য প্রায় ৬/৭টি নাটকে কাজ করবো। এরই মধ্যে কাজ তিনটির কাজ শেষ করেছি। আর কয়েকটা কাজ হাতে আছে সেগুলো টানা করে ফেলবো।

উৎস: Samakal

কীওয়ার্ড: শ ম ম হ স ন সরক র অভ য গ পর ব র

এছাড়াও পড়ুন:

ইন্টেরিম কী কী বিচার ও সংস্কার করেছেন: হাসনাত আবদুল্লাহ

আবারো অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। প্রশ্ন তুলেছেন সরকারের সংস্কার কার্যক্রম নিয়ে। 

বৃহস্পতিবার (৮ মে) সকালে ভেরিফাইড ফেসবুক পেজে এ বিষয়ে একটি স্ট্যাটাস দেন তিনি। 

সেখানে তিনি লেখেন, “খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়, পুলিশ আসামি ধরলেও আদালত থেকে জামিন দেওয়া হয়। শিরীন শারমিনকে (সাবেক স্পিকার) রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয়। দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও শুরু হয়নি। আর আপনারা বলছেন আওয়ামী লীগের বিচার করবেন?” 
তা ইন্টেরিম,এখন পর্যন্ত কী কী বিচার ও সংস্কার করেছেন?

ছাত্র-জনতার প্রবল আন্দোলনে গত বছরের ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর আইনশৃঙ্খলার অবনতির মধ্যে ২৪ জন রাজনৈতিক ব্যক্তি, ২৮জন পুলিশ কর্মকর্তাসহ মোট ৬২৬ জন ‘প্রাণ বাঁচাতে’ দেশের বিভিন্ন সেনানিবাসে আশ্রয় নিয়েছিল বলে সেনা কর্তৃপক্ষ জানায়।

জুলাই আন্দোলনের পর থেকেই আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তোলা হয়। এর আগে সেনাবাহিনীর বিরুদ্ধে আওয়ামী লীগকে পুনর্বাসন ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। 

এর আগে, গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ক্ষমতাচ্যুত সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের (এমপি) লাল পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত নেয়  অন্তর্বর্তী সরকার। সেই ধারাবাহিকতায় শিরীন শারমিন চৌধুরীর লাল পাসপোর্টও বাতিল হয়। রংপুরে তার বিরুদ্ধে হত্যা মামলা হয়। গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে থাকা সাবেক এই স্পিকার গত ৩ অক্টোবর তার স্বামী সৈয়দ ইশতিয়াক হোসাইনসহ ঢাকার আগারগাঁওয়ে পাসপোর্ট অফিসে সাধারণ ই-পাসপোর্ট পেতে আবেদন করেন। 

গত ১০ অক্টোবর তাদের আঙুলের ছাপ ও চোখের আইরিশের ছবি দেওয়ার তারিখ ছিল, যা তারা ঘরে বসেই দিয়েছেন বলে অভিযোগ ওঠে। অথচ নিয়ম অনুযায়ী, পাসপোর্ট অফিসে গিয়ে এসব কাজ করার কথা। আজ এ বিষয় নিয়েও কথা বলেন হাসনাত আবদুল্লাহ।

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ