‘গুজব রোধে কর্মকর্তাদের বিশেষ দক্ষতা অর্জন করতে হবে’
Published: 7th, May 2025 GMT
প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর বলেছেন, ‘‘ফ্যাক্ট চেকিং ও গুজব প্রতিরোধে তথ্য সার্ভিসের কর্মকর্তাদের বিশেষ দক্ষতা অর্জন করতে হবে। এ ক্ষেত্রে তথ্যের চরিত্র নির্ধারণ ও উৎস যাচাইয়ে আধুনিক প্রযুক্তির বহুমুখী ব্যবহার সম্পর্কেও সক্ষমতা অর্জন আবশ্যক।’’
সচিবালয়ে তথ্য অধিদফতরের সভাকক্ষে আজ বুধবার (৭ মে) ‘ফ্যাক্ট চেকিং ও গুজব প্রতিরোধ’ বিষয়ক প্রশিক্ষণে প্রধান তথ্য অফিসার এ সব কথা বলেন।
গুজবকে বর্তমান সময়ের বড় চ্যালেঞ্জ উল্লেখ করে প্রধান তথ্য অফিসার বলেন, ‘‘একটি মহল পরিকল্পিতভাবে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে গুজব ও অপতথ্য প্রচার করছে। গুজবের নেতিবাচক প্রভাব থেকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রকে রক্ষা করতে গুজব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির কোনো বিকল্প নেই।’’
আরো পড়ুন:
সাংবাদিকতায় সততা ও দায়িত্ববোধই সবচেয়ে বড় শক্তি: জবি উপাচার্য
‘দ্য হিন্দু’র সাংবাদিক নির্যাতনের প্রতিবেদন ভিত্তিহীন: প্রেস উইং
নিজামূল কবীর বলেন, ‘‘গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত গুজব মনিটরিং ও সত্যতা যাচাই-বাছাইয়ের জন্য তথ্য অধিদফতরের ‘গুজব প্রতিরোধ ও অবহিতকরণ কমিটি’ কাজ করছে। এ কমিটি গুজব প্রতিরোধে নিয়মিত আইকনোটেক্সট ও ভিডিও তৈরি করছে। এক্ষেত্রে জনসচেতনতা বৃদ্ধিতে এসব আইকনোটেক্সট ও ভিডিও কার্যকর ভূমিকা পালন করছে।’’
তথ্য অধিদফতর আয়োজিত ফ্যাক্ট চেকিং ও গুজব প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণে সম্পদ ব্যক্তি হিসেবে সেশন পরিচালনা করেন ডিজিটাল ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট কদরুদ্দীন শিশির। প্রশিক্ষণে জনসংযোগ কর্মকর্তাসহ তথ্য অধিদফতরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।
ঢাকা/হাসান/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সরক র কর মকর ত
এছাড়াও পড়ুন:
হোয়াটসঅ্যাপে মোশন ফটোও পাঠানো যাবে
বিনা মূল্যে অডিও-ভিডিও কল করার পাশাপাশি বার্তা, ছবি ও অডিও বার্তা আদান-প্রদানের সুযোগ থাকায় নিয়মিত হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন অনেকেই। ব্যবহারকারীদের এ আগ্রহ মাথায় রেখে এবার মোশন ফটো পাঠানোর সুযোগ চালু করছে হোয়াটসঅ্যাপ। নতুন এ সুবিধা চালু হলে ছবি তোলার আগে ও পরের কয়েক সেকেন্ডের মুহূর্ত ও আশপাশের শব্দ রেকর্ড করে অন্যদের পাঠানো যাবে। ফলে বর্তমানের তুলনায় আরও ভালোভাবে ছবির পটভূমি জানার সুযোগ মিলবে।
হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডব্লিউআবেটাইনফো জানিয়েছে, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এরই মধ্যে পরীক্ষামূলকভাবে মোশন ফটো পাঠানোর সুযোগ চালু করেছে হোয়াটসঅ্যাপ। বর্তমানে সীমিত পরিসরে বেশ কিছু বেটা সংস্করণ ব্যবহারকারী সুবিধাটি ব্যবহারের সুযোগ পাচ্ছেন। মোশন ফটো সুবিধাটি প্রথম শনাক্ত করা হয় হোয়াটসঅ্যাপ বেটা ফর অ্যান্ড্রয়েড ২.২৫.২২.২৯ সংস্করণে। ধাপে ধাপে এটি অন্যান্য ব্যবহারকারীদের জন্য চালু করা হবে।
আরও পড়ুনহোয়াটসঅ্যাপে বার্তা ও ছবি নিরাপদ রাখতে এই ৬ সুবিধা ব্যবহার করছেন তো০৪ মে ২০২৫ডব্লিউআবেটাইনফোর প্রকাশিত স্ক্রিনশট থেকে জানা যায়, মোশন ফটো তৈরির জন্য হোয়াটসঅ্যাপে নতুন একটি আইকন যুক্ত করা হবে। আইকনটিতে একটি প্লে বোতামের চারপাশে রিং এবং ভেতরে একটি ছোট বৃত্ত থাকবে। গ্যালারি থেকে ছবি বাছাই করার সময় ছবির ডান পাশে ওপরের অংশে এই আইকন দেখা যাবে। এতে চাপ দিলে ছবি মোশন ফটো পাঠানো যাবে।
আরও পড়ুনহোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে যে ৫ কারণে০৩ এপ্রিল ২০২৫হোয়াটসঅ্যাপের তথ্যমতে, মোশন ফটো হলো ‘ছবি তোলার আগে ও পরে কয়েক মুহূর্তের রেকর্ডিং’, যেখানে অডিও–ও যুক্ত থাকবে। মোশন ফটো পাঠাতে হলে স্মার্টফোনে অবশ্যই অন বিল্ট মোশন ফটো ধারণের সুবিধা থাকতে হবে। তবে স্মার্টফোনে অন বিল্ট মোশন ফটো ধারণের সুবিধা না থাকলেও অন্যদের পাঠানো মোশন ফটো দেখা যাবে।
সূত্র: গ্যাজেটস ৩৬০